রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে প্রিগোঝিনের মৃত্যুর এক মাসের মাথায় ভাগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগের দিন বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর এই আন্দ্রে ত্রোশেভকে ভাগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েক দিন পর প্রিগোঝিন ও বেশ কয়েকজন ভাগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কে এই ত্রোশেভ, যিনি পুতিনের সুদৃষ্টি পেয়েছেন?
নতুন ভাগনারপ্রধান আন্দ্রে ত্রোশেভের পরিচয়
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ভাগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ভাগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোঝিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।
তিনি ভাগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিরিয়ায় নিয়োজিত ভাগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।
২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।
ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ভাগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।
ত্রোশেভ ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভাগনারের কমান্ডার আলেক্সান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সঙ্গেও তার সখ্য রয়েছে।
আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।
রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে প্রিগোঝিনের মৃত্যুর এক মাসের মাথায় ভাগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগের দিন বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর এই আন্দ্রে ত্রোশেভকে ভাগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েক দিন পর প্রিগোঝিন ও বেশ কয়েকজন ভাগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কে এই ত্রোশেভ, যিনি পুতিনের সুদৃষ্টি পেয়েছেন?
নতুন ভাগনারপ্রধান আন্দ্রে ত্রোশেভের পরিচয়
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ভাগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ভাগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোঝিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।
তিনি ভাগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিরিয়ায় নিয়োজিত ভাগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।
২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।
ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ভাগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।
ত্রোশেভ ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভাগনারের কমান্ডার আলেক্সান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সঙ্গেও তার সখ্য রয়েছে।
আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বহুল আলোচিত ও প্রতীক্ষিত বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। যুক্তরাষ্ট্রের রাশিয়াসংলগ্ন অঙ্গরাজ্য আলাস্কায় অবস্থিত যৌথ ঘাঁটি এলমেনডর্ফ-রিচার্ডসনে মুখোমুখি বসবেন ট্রাম্প-পুতিন। বৈঠকের প্রধান আলোচ্য বিষয়
১৭ ঘণ্টা আগেনিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, তিনি ইতিমধ্যে নির্বাহী আদেশে সই করেছেন এবং নতুন কোনো শর্ত আরোপ করা হচ্ছে না। একই সময়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও মার্কিন পণ্যে তাদের শুল্ক স্থগিতাদেশ একই মেয়াদে বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাদের পূর্বের চুক্তি শেষ হওয়ার কথা ছিল মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে।
২ দিন আগেবিশ্বজুড়েই ছাত্র ইউনিয়নগুলো জাতীয় ও আন্তর্জাতিক নানা ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগকারী গোষ্ঠী হিসেবে কাজ করে। ইতিহাস বলে, এই ছাত্ররাই সরকারকে দায়বদ্ধ করে তোলে এবং তরুণদের অধিকার রক্ষা করে। বাংলাদেশে অনেক ছাত্র নেতা পরবর্তীকালে মূলধারার রাজনীতিতে প্রবেশ...
৪ দিন আগেশেখ হাসিনার পতনের বর্ষপূর্তি উদ্যাপন ও বাংলাদেশের এক নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতির আশায় হাজারো মানুষ গত সপ্তাহে ঢাকায় জড়ো হয়েছিলেন। বর্ষাস্নাত দিনটিতে বিভিন্ন রাজনৈতিক দলে নেতা, অধিকারকর্মীদের উপস্থিতিতে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এক ‘নয়া বাংলাদেশের’ ঘোষণাপত্র উন্মোচন করেছেন।
৫ দিন আগে