অনলাইন ডেস্ক
রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে প্রিগোঝিনের মৃত্যুর এক মাসের মাথায় ভাগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগের দিন বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর এই আন্দ্রে ত্রোশেভকে ভাগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েক দিন পর প্রিগোঝিন ও বেশ কয়েকজন ভাগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কে এই ত্রোশেভ, যিনি পুতিনের সুদৃষ্টি পেয়েছেন?
নতুন ভাগনারপ্রধান আন্দ্রে ত্রোশেভের পরিচয়
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ভাগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ভাগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোঝিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।
তিনি ভাগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিরিয়ায় নিয়োজিত ভাগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।
২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।
ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ভাগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।
ত্রোশেভ ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভাগনারের কমান্ডার আলেক্সান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সঙ্গেও তার সখ্য রয়েছে।
আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।
রাশিয়ার ভাড়াটে সেনাদল ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের মৃত্যুর পর থেকেই গ্রুপটির ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। অবশেষে প্রিগোঝিনের মৃত্যুর এক মাসের মাথায় ভাগনারের নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
এর আগের দিন বৃহস্পতিবার আন্দ্রে ত্রোশেভের সঙ্গে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে ইউক্রেন ও অন্যান্য দেশে রুশ স্বেচ্ছাসেবক ইউনিটের নেতৃত্ব ত্রোশেভকে দেন পুতিন। এ সময় রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রীও উপস্থিত ছিলেন।
এর আগে গত জুনে রুশ সামরিক নেতাদের উৎখাত করতে ভাগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের ব্যর্থ অভ্যুত্থানের পর এই আন্দ্রে ত্রোশেভকে ভাগনারপ্রধান হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন পুতিন। বিদ্রোহের কয়েক দিন পর প্রিগোঝিন ও বেশ কয়েকজন ভাগনার কমান্ডারকে ক্রেমলিনে ডেকে নিয়ে এ কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু কে এই ত্রোশেভ, যিনি পুতিনের সুদৃষ্টি পেয়েছেন?
নতুন ভাগনারপ্রধান আন্দ্রে ত্রোশেভের পরিচয়
আন্দ্রে ত্রোশেভ অবসরপ্রাপ্ত একজন রুশ কর্নেল। তার ডাক নাম গ্রে হেয়ার। তিনি প্রায় এক দশক ভাগনারের সিনিয়র কমান্ডার হিসেবে কাজ করেছেন। তবে গত জুনে ভাগনারের সশস্ত্র বিদ্রোহ এবং মস্কো অভিমুখে পদযাত্রা নিয়ে প্রিগোঝিনের সঙ্গে তার মতবিরোধ দেখা দিয়েছিল।
তিনি ভাগনার গ্রুপের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাহী পরিচালক। ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের প্রকাশিত বিভিন্ন নিষেধাজ্ঞা সম্পর্কিত নথিপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
সিরিয়ায় নিয়োজিত ভাগনার গ্রুপের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ত্রোশেভ। গ্রুপটি সিরিয়ার বাসার আল-আসাদ সরকারের সমর্থনে কাজ করেছে। সিরিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা সম্পর্কিত বিবরণ থেকে এ তথ্য উঠে আসে।
২০২১ সালে ইইউর দেওয়া নিষেধাজ্ঞা থেকে আরও জানা যায়, ত্রোশেভ ১৯৫৩ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেন।
ত্রোশেভকে নিয়ে একই ধরনের তথ্য পাওয়া যায় যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা থেকেও। সেখানে বলা হয়েছে, তিনি ভাগনার গ্রুপের প্রধান নির্বাহী ছিলেন।
ত্রোশেভ ভাগনার গ্রুপের প্রতিষ্ঠাতা দিমিত্রি উটকিনের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ ছাড়া ভাগনারের কমান্ডার আলেক্সান্ডার সের্গেভিচ কুজনেটসভ ও আন্দ্রে বোগাতোভের সঙ্গেও তার সখ্য রয়েছে।
আফগানিস্তান ও চেচনিয়ায় বিশেষ অবদান রাখার জন্য তাকে বেশ কয়েকটি মেডেল দেওয়া হয়। তবে ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেন।
বিশৃঙ্খলার মধ্য দিয়ে শাসন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আবার ফিরে এসেছে এই প্রক্রিয়া। আগের দিন কানাডা-মেক্সিকোর ওপর কঠোর শুল্ক চাপিয়ে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তুললেন ট্রাম্প। পরদিনই স্বীকার করলেন, এই শুল্ক আমেরিকার গুরুত্বপূর্ণ শিল্পকে ধ্বংস করতে পারে। পরে, সেই শঙ্কা থেকে অটোমোবাইল
৩ ঘণ্টা আগেভারতের মূল লক্ষ্য দেশীয় স্টেলথ যুদ্ধবিমান তৈরি করা, যেখানে এরই মধ্যেই এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, কেবল জরুরি হুমকি দেখা দিলেই বিদেশি স্টেলথ জেট কেনার চিন্তা করা হবে। অতএব, স্বল্পমেয়াদে জরুরি ক্রয় হলেও দীর্ঘ মেয়াদে ভারতের লক্ষ্য পরিষ্কার—নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান...
১ দিন আগেইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের ভূমিকায় অনিশ্চয়তার কারণে আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর চীনের প্রভাব বাড়তে পারে কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন সমর্থন কমে গেলে বিশ্বব্যাংক ও আইএমএফের কার্যকারিতা দুর্বল হতে পারে এবং চীনসহ অন্যান্য দেশ এ সুযোগ নেবে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
৩ দিন আগে