অনলাইন ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত অগ্রগতির কোনো ইঙ্গিত না পান, তাহলে কয়েক দিনের মধ্যেই তিনি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্পের এমন মনোভাব নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে কি তিনি শান্তি প্রক্রিয়ার মাঝপথে ধৈর্য হারালেন নাকি কোনো কৌশলগত চাপের মুখে পড়েছেন—সেই প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মধ্যে।
নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করে দেবেন। অনেকে এটিকে তখন একটি নির্বাচনী স্টান্ট হিসেবেই নিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পরে তিনি তিন মাস সময় দেন এই আলোচনার জন্য এবং এই আলোচনার নেতৃত্ব দেন তাঁর গলফ খেলার পুরোনো সাথি ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে।
শান্তিচুক্তির জন্য চাপ দিতে গিয়ে ট্রাম্পের ধৈর্য হারানোর লক্ষণ ইতিমধ্যেই কয়েকবার প্রকাশ পেয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি বিভ্রান্তিকর বৈঠকে ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতা দাবি করেন এবং মার্কিন সহায়তার বিনিময়ে ইউক্রেনের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তির প্রস্তাব দেন। শেষ পর্যন্ত সেই চুক্তিতে স্বাক্ষর না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি।
এদিকে উইটকফ এরই মধ্যে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং গতকাল বৃহস্পতিবার তিনি রুবিওকে নিয়ে প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন। ওই দিনই প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, হোয়াইট হাউসের এই বিশেষ দূত রাশিয়ার প্রোপাগান্ডায় বিশ্বাস করছেন। এর কয়েক ঘণ্টা পরই আবার জেলেনস্কির উপপ্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি আবার চালু হয়েছে এবং আগামী সপ্তাহে এটি স্বাক্ষরিত হতে পারে। মোট কথা হলো—পুরো বিষয়টির মধ্যেই একটি হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ট্রাম্প অবশ্য পুতিনকেও কিছু হুঁশিয়ারি দিয়েছেন। রুশ তেল কেনা দেশগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে এই সপ্তাহে তাঁর ক্ষোভ আবার ইউক্রেনের দিকেই ফিরেছে। সামাজিক মাধ্যমে তিনি ইউক্রেনকেই যুদ্ধ শুরুর জন্য দায়ী করেছেন, যদিও পরে তিনি মন্তব্যটি আংশিকভাবে প্রত্যাহার করে নেন।
গতকাল বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি জেলেনস্কির ওপর দোষ দিচ্ছি না, কিন্তু এই যুদ্ধ শুরু হওয়াটা আমার ভালো লাগেনি।’
এদিকে গাজায় যুদ্ধবিরতি আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রতিশ্রুতিও বাস্তবায়নযোগ্য হয়নি। কিছুদিনের জন্য যুদ্ধে বিরতি দিয়ে ইসরায়েল আবারও গাজায় বর্বর অভিযান শুরু করেছে।
এ অবস্থায় রুবিওর হুঁশিয়ারি মনে করিয়ে দেয়—ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে এবার তিনি ব্যক্তিগতভাবে কোনো আলোচনায় অংশ নিচ্ছেন না। সরাসরি কোনো হাই-প্রোফাইল বৈঠক না করে এর বদলে বরং তিনি ফোনে পুতিনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে বিশ্লেষকেরা মনে করেন, মাঝপথে এসে আলোচনার প্রক্রিয়া ব্যর্থ হলে যারাই দায় নিক না কেন, ইউক্রেনই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে মার্কিন গোয়েন্দা সহযোগিতা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলে ইউক্রেন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে। ইউক্রেনের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ফুরিয়ে এসেছে। আর ইউরোপীয় অর্থায়নে নতুন সরবরাহের কোনো নিশ্চয়তাও এখন নেই। ইউক্রেনকে এই ধরনের সহযোগিতা করার জন্য ইউরোপের কারও কাছেই তেমন কার্যকর ব্যবস্থাও নেই। এই মুহূর্তটিকেই কাজে লাগিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ ইউক্রেনের সুমি শহরে সংঘটিত ভয়াবহ হামলা তারই প্রমাণ।
রুশ প্রেসিডেন্ট আশা করছেন, এই বছরই তিনি এই যুদ্ধে জিতে যাবেন। অন্তত ইউক্রেনের চারটি অঞ্চল নিজের দখলে নেওয়ার লক্ষ্যে বাস্তবায়ন হবে। ট্রাম্প কী এমন প্রস্তাব দিতে পারেন, যা পুতিনকে থামাতে পারবে—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি দ্রুত অগ্রগতির কোনো ইঙ্গিত না পান, তাহলে কয়েক দিনের মধ্যেই তিনি রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবেন। ট্রাম্পের এমন মনোভাব নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে কি তিনি শান্তি প্রক্রিয়ার মাঝপথে ধৈর্য হারালেন নাকি কোনো কৌশলগত চাপের মুখে পড়েছেন—সেই প্রশ্নটিই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্লেষকদের মধ্যে।
নির্বাচনী প্রচারে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ শেষ করে দেবেন। অনেকে এটিকে তখন একটি নির্বাচনী স্টান্ট হিসেবেই নিয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পরে তিনি তিন মাস সময় দেন এই আলোচনার জন্য এবং এই আলোচনার নেতৃত্ব দেন তাঁর গলফ খেলার পুরোনো সাথি ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে।
শান্তিচুক্তির জন্য চাপ দিতে গিয়ে ট্রাম্পের ধৈর্য হারানোর লক্ষণ ইতিমধ্যেই কয়েকবার প্রকাশ পেয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি বিভ্রান্তিকর বৈঠকে ট্রাম্প ও তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞতা দাবি করেন এবং মার্কিন সহায়তার বিনিময়ে ইউক্রেনের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তির প্রস্তাব দেন। শেষ পর্যন্ত সেই চুক্তিতে স্বাক্ষর না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন জেলেনস্কি।
এদিকে উইটকফ এরই মধ্যে মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এবং গতকাল বৃহস্পতিবার তিনি রুবিওকে নিয়ে প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন। ওই দিনই প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেন, হোয়াইট হাউসের এই বিশেষ দূত রাশিয়ার প্রোপাগান্ডায় বিশ্বাস করছেন। এর কয়েক ঘণ্টা পরই আবার জেলেনস্কির উপপ্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি আবার চালু হয়েছে এবং আগামী সপ্তাহে এটি স্বাক্ষরিত হতে পারে। মোট কথা হলো—পুরো বিষয়টির মধ্যেই একটি হযবরল পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ট্রাম্প অবশ্য পুতিনকেও কিছু হুঁশিয়ারি দিয়েছেন। রুশ তেল কেনা দেশগুলোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে এই সপ্তাহে তাঁর ক্ষোভ আবার ইউক্রেনের দিকেই ফিরেছে। সামাজিক মাধ্যমে তিনি ইউক্রেনকেই যুদ্ধ শুরুর জন্য দায়ী করেছেন, যদিও পরে তিনি মন্তব্যটি আংশিকভাবে প্রত্যাহার করে নেন।
গতকাল বৃহস্পতিবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি জেলেনস্কির ওপর দোষ দিচ্ছি না, কিন্তু এই যুদ্ধ শুরু হওয়াটা আমার ভালো লাগেনি।’
এদিকে গাজায় যুদ্ধবিরতি আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। সেই প্রতিশ্রুতিও বাস্তবায়নযোগ্য হয়নি। কিছুদিনের জন্য যুদ্ধে বিরতি দিয়ে ইসরায়েল আবারও গাজায় বর্বর অভিযান শুরু করেছে।
এ অবস্থায় রুবিওর হুঁশিয়ারি মনে করিয়ে দেয়—ট্রাম্পের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কথা। তবে এবার তিনি ব্যক্তিগতভাবে কোনো আলোচনায় অংশ নিচ্ছেন না। সরাসরি কোনো হাই-প্রোফাইল বৈঠক না করে এর বদলে বরং তিনি ফোনে পুতিনের সঙ্গে যোগাযোগ রাখছেন।
তবে বিশ্লেষকেরা মনে করেন, মাঝপথে এসে আলোচনার প্রক্রিয়া ব্যর্থ হলে যারাই দায় নিক না কেন, ইউক্রেনই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে। গত মাসে মার্কিন গোয়েন্দা সহযোগিতা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গেলে ইউক্রেন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ক্ষেত্রে। ইউক্রেনের হাতে থাকা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ফুরিয়ে এসেছে। আর ইউরোপীয় অর্থায়নে নতুন সরবরাহের কোনো নিশ্চয়তাও এখন নেই। ইউক্রেনকে এই ধরনের সহযোগিতা করার জন্য ইউরোপের কারও কাছেই তেমন কার্যকর ব্যবস্থাও নেই। এই মুহূর্তটিকেই কাজে লাগিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে দিতে চাইছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ ইউক্রেনের সুমি শহরে সংঘটিত ভয়াবহ হামলা তারই প্রমাণ।
রুশ প্রেসিডেন্ট আশা করছেন, এই বছরই তিনি এই যুদ্ধে জিতে যাবেন। অন্তত ইউক্রেনের চারটি অঞ্চল নিজের দখলে নেওয়ার লক্ষ্যে বাস্তবায়ন হবে। ট্রাম্প কী এমন প্রস্তাব দিতে পারেন, যা পুতিনকে থামাতে পারবে—সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ট্রাম্পের শুল্ক ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য বিশাল ধাক্কা। এই দেশগুলো চিপস থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির মতো গুরুত্বপূর্ণ শিল্পে জড়িত। তারা এখন বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দ্বন্দ্বের মাঝে আটকা পড়েছে। যেখানে চীন তাদের শক্তিশালী প্রতিবেশী ও সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার।
১ দিন আগেআজ ১৭ এপ্রিল। প্রতি বছর এই দিনটিতে পালিত হয় ‘ফিলিস্তিনি বন্দী দিবস’। এর মধ্য দিয়ে ইসরায়েলের কারাগারে আটক ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রাম ও নিপীড়নের বিরুদ্ধে তাঁদের লড়াইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৯৭৪ সালে বন্দী বিনিময়ের মাধ্যমে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া প্রথম ফিলিস্তিনি মাহমুদ বাকর হিজ
২ দিন আগেচীন ও যুক্তরাষ্ট্র একে অপরের পণ্যের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ ক্রমশ বাড়ছে। তবে চীন শুধু যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক চাপিয়েই চীনের প্রতিশোধ নেওয়ায় সীমাবদ্ধ থাকেনি। বেইজিং এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজ ও চুম্বক রপ্তানির রাশ টেনেছে।
২ দিন আগেদিন কয়েক আগে, ইসরায়েলি হামলায় ১৫ ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি ও সিভিল ডিফেন্স কর্মী নিহত হন। তাঁরা যোদ্ধা ছিলেন না, জঙ্গি ছিলেন না। রকেট বা অস্ত্র লুকিয়ে রাখা কেউও ছিলেন না। তাঁরা ছিলেন সাহায্যকর্মী, মানবতাবাদী। তাঁরা বোমার আঘাতে হতাহতদের দিকে ছুটে যাওয়া সেবক ছিলেন। অন্যের জীবন বাঁচাতে নিজেদের
৩ দিন আগে