Ajker Patrika

ফজলে রাব্বি

সম্পাদকীয়
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৮: ১৩
ফজলে রাব্বি

মাত্র ৩৯ বছর বয়সে ডা. ফজলে রাব্বি হয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর অব ক্লিনিক্যাল মেডিসিন অ্যান্ড কার্ডিওলজিস্ট। 
স্বাধীন বাংলার স্বপ্ন দেখতেন বলেই মুক্তিযুদ্ধের পুরো সময় তিনি আহত মানুষের সেবা দিয়েছেন ঢাকা মেডিকেলে বসে। আহত মুক্তিযোদ্ধাদের পরিচয় গোপন রেখে চিকিৎসা দিয়েছিলেন। তাঁর ব্যক্তিগত গাড়ি ব্যবহৃত হয়েছিল মুক্তিযোদ্ধাদের কাজে। ঝুঁকি এড়াতে তিনি গাড়িতে করে নিজেই ওষুধপত্র পৌঁছে দিতেন মুক্তিযোদ্ধাদের গোপন আস্তানায়। তিনি নিজের সন্তানদেরও স্বাধীনতার মর্মবাণী বোঝাতে পেরেছিলেন বলেই তাঁর মাত্র ১৩ বছর বয়সী ছেলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল।

তিনি অসম্ভব মেধাবী ছিলেন। তিনি শুধু একাডেমিক পড়াশোনায় প্রচণ্ড মেধাবী ছিলেন না, ঢাকা মেডিকেলে অধ্যয়নকালে যোগ দিয়েছিলেন ভাষা আন্দোলনে। মেডিকেলের সব সাংস্কৃতিক কর্মকাণ্ডে ছিলেন অগ্রভাগে। তিনি ভালো কবিতা আবৃত্তি করতে পারতেন আর সংগীতেও ছিল ভীষণ আগ্রহ। সর্বোপরি তিনি ছিলেন একজন প্রগতিশীল চিন্তার মানুষ।

তিনি ঢাকা মেডিকেলের এমবিবিএস চূড়ান্ত পরীক্ষায় সমগ্র পাকিস্তানের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছিলেন। মাত্র ৩২ বছর বয়সে মেডিসিনের ওপর তাঁর বিখ্যাত কেসস্টাডি প্রকাশিত হয়েছিল বিশ্বখ্যাত ‘জার্নাল অব ট্রপিক্যাল মেডিসিন হাইজিন’-এ। আর ৩৮ বছর বয়সে তাঁর আরেকটি গবেষণা প্রকাশিত হয়েছিল ব্রিটিশ জার্নাল অব দ্য ডিজিজ অব চেস্ট ও ল্যানসেট ম্যাগাজিনে। ১৯৭০ সালেই তিনি নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানের সেরা অধ্যাপক হিসেবে। পাকিস্তানের ইতিহাসে এত কম বয়সে সেরা অধ্যাপকের পুরস্কার তিনি বাদে আর কেউ পাননি। তবে তিনি ঘৃণাভরে সেই পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।

’৭১ সালের ১৫ ডিসেম্বর বিকেলে তাঁকে সিদ্ধেশ্বরীর বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর ১৮ ডিসেম্বর তাঁর মরদেহ পাওয়া গিয়েছিল রায়েরবাজার বধ্যভূমিতে। দুই চোখ উপড়ানো, শরীরজুড়ে বেয়নেট দিয়ে খোঁচানোর চিহ্ন, দু-হাত পেছনে গামছা দিয়ে বাঁধা। লুঙ্গি ঊরুর ওপর আটকানো। তাঁর হৃৎপিণ্ড ও কলিজা ছিঁড়ে ফেলেছিল পাষণ্ড পাকিস্তানিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত