Ajker Patrika

পঙ্খীরাজ খালের সেতু

সম্পাদকীয়
পঙ্খীরাজ খালের সেতু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পানাম নগর একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। ঐতিহাসিক এই নগর পর্যটকদের কাছে আকর্ষণীয়, বিশেষত এর নানা নান্দনিক স্থাপনার কারণে। তেমনি একটি প্রাচীন স্থাপনা পানাম-দুলালপুর সেতু। ইট-সুড়কির এই সেতুটি সতের শ শতকে নির্মিত হয়েছে পানাম নগরের পাশ দিয়ে বয়ে যাওয়া পঙ্খীরাজ খালের ওপর। সেতুটি আমিনপুরের সঙ্গে দুলালপুর গ্রামের সংযোগ রক্ষা করেছে। তিনটি খিলানের ওপর স্থাপিত সেতুর নিচ দিয়ে যেন পণ্যবাহী নৌযান সহজে চলাচল করতে পারে, সে জন্য এর মাঝখানের খিলানটি কিছুটা উঁচু করে বানানো হয়। ১৯৭৭ সালে সেতুটির সংস্কারকাজ করা হয়।

ছবি: ডব্লিউ ব্রেনান্ড, ১৮৭২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত