Ajker Patrika

পাবলো পিকাসো

সম্পাদকীয়
পাবলো পিকাসো

পাবলো পিকাসো বিংশ শতাব্দীর অন্যতম সেরা চিত্রশিল্পী—এ কথা অনস্বীকার্য। তবে তিনি শুধু চিত্রশিল্পী ছিলেন না, একই সঙ্গে ছিলেন ভাস্কর, প্রিন্টমেকার, মৃৎশিল্পী, মঞ্চ নকশাকার, কবি ও নাট্যকার। তাঁর নামে কিংবদন্তি হলো, তিনি নাকি কথা বলার আগে আঁকা শুরু করেছিলেন। তাঁর বাবা নিজ হাতে তাঁকে ছবি আঁকা শেখান। কারণ তিনিও একজন চিত্রকর ছিলেন। ক্লাস ফাঁকি দেওয়ার ক্ষেত্রে ওস্তাদ ছিলেন পিকাসো। তবে ক্লাস ফাঁকি দিলেও কাজে ফাঁকি দেননি। প্রতিদিন পথে পথে ঘুরে ভিখারি, অন্ধ, পঙ্গু, কুলি-মজুর, বস্তিবাসী, জেলখালাস দাগি আসামি ও ফেরিওয়ালা—এমন নিম্নশ্রেণির লোকদের স্কেচ আঁকতেন।

তিনি শিল্প আন্দোলনে ‘কিউবিস্ট’ ধারার রূপকার। এই ধারার বৈশিষ্ট হলো, জটিল জ্যামিতিক পদ্ধতিতে আঁকা ছবিতে বাস্তবতা উপস্থাপনের এক নতুন কৌশল।

পিকাসোর আঁকা অসংখ্য বিখ্যাত চিত্রকর্মের মধ্যে ‘গোয়ের্নিকা’ অন্যতম। ১৯৩৭ সালে স্পেনের একজন স্বৈরশাসকের অনুরোধে জার্মানি ও ইতালি যৌথভাবে আক্রমণ চালায় স্পেনের গোয়ের্নিকা শহরে। পিকাসোর মতো যুদ্ধবিরোধী শিল্পী তাই এর প্রতিবাদ না করে পারেননি। এই ছবিতে যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়েছে। ছবিটির সামনে দাঁড়ালে মনে হবে, যুদ্ধবিধ্বস্ত গোয়ের্নিকা শহরের সামনে দাঁড়িয়ে আছেন আপনি।

তাঁর চিত্রকর্মের বৈশিষ্ট্য হচ্ছে, প্রতিটি পর্যায়ে তিনি আগের পর্যায় থেকে সরে এসেছেন। এক একটা পর্যায়কে ভেঙে আরেকটা নতুন পর্যায়ে পৌঁছেছেন। আর সব সময় নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করতেন। তিনি বলতেন, ‘আমি কিছু খুঁজি না, আমি পেয়ে যাই।’
পিকাসোর জীবনে একের পর এক প্রেম এসেছে, এসেছে বিচ্ছেদ। জীবনের বাঁকবদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে তাঁর ছবির রং। পিকাসোর জীবনটাই যেন একটা চিত্রপট। তিনি তার ওপর রংমাখা তুলি বুলিয়ে দিয়েছেন মাত্র। শিল্পী জীবনের ৭৮ বছরে তাঁর তৈরি করা শিল্পকর্মের সংখ্যা প্রায় ১ লাখ ৪৭ হাজার ৮০০টি।

জগৎখ্যাত এই শিল্পীর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর, দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরের তীরবর্তী মালাগা শহরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত