Ajker Patrika

হাজী মুহম্মদ মুহসীন

সম্পাদকীয়
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০৮: ২৪
হাজী মুহম্মদ মুহসীন

হাজী মুহম্মদ মুহসীনের মৃত্যুর ২০০ বছর পূর্ণ হয়েছে ২০১৩ সালের নভেম্বরে। এখনো তিনি মানুষের হৃদয়ে জাগ্রত—সেই হুগলি থেকে গোটা পশ্চিমবঙ্গ এবং সুদূর বাংলাদেশেও। শুধু বাঙালি মুসলমানই নয়, এই অঞ্চলের শিক্ষা ও সামাজিক, দাতব্য কর্মকাণ্ডে যাঁদের অবদান সবচেয়ে বেশি, তাঁর মধ্যে হাজী মুহম্মদ মুহসীন সবার শীর্ষে।

দিল্লির শাসনে তখন মোগল সম্রাট আওরঙ্গজেব। সম্রাটের বিচারালয়ের সম্মানিত সদস্য ছিলেন আগা মোতাহার। আওরঙ্গজেব আগা মোতাহারের ওপর সন্তুষ্ট হয়ে যশোর, হুগলি, নদীয়া ও চব্বিশ পরগনা জেলার প্রচুর জমি তাঁকে জায়গির দেন। আর তিনি হুগলিতে বসবাস শুরু করেন। তাঁর সঙ্গে ছিল স্ত্রী ও একমাত্র মেয়ে মন্নুজান। তবে কিছুদিন পর মারা যান আগা মোতাহার। পরে আগা মোতাহারের বিধবা স্ত্রীকে বিয়ে করেন মুহসীনের বাবা হাজী ফয়জুল্লাহ। মন্নুজান হয়ে যান মুহসীনের বোন। তাঁদের মা-বাবা মারা গেলে ভাইবোন হয়ে পড়েন অভিভাবকহীন। বিশাল সম্পত্তির মালিক হন মন্নুজান। একসময় তিনি বিয়ে করেন আগা সালাউদ্দিনকে। এই দম্পতির কোনো সন্তান ছিল না। তাঁদের জমিদারির আয়ের বেশির ভাগ অংশই তাঁরা দাতব্যকাজে ব্যয় করতেন।

স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান মন্নুজান তাঁর সম্পত্তি মুহসীনকে দেওয়ার উদ্যোগ নেন। কিন্তু এতে প্রথমে রাজি হননি মুহসীন। অবশেষে মন্নুজান ১৮০২ সালে সমুদয় সম্পত্তি লন্ডনের সুপ্রিম কোর্টের মাধ্যমে মুহসীনকে দান করেন। কিন্তু কয়েক বছরের মধ্যে পুরো সম্পত্তি তিনি দানপত্র করে দেন। দানপত্রে বলা হয়, ধর্মীয় স্থাপনার পাশাপাশি শিক্ষা, জনকল্যাণে এসব সম্পত্তি থেকে আয় করা অর্থ ব্যয় করা হবে। 

ছোটবেলা থেকেই শিক্ষার পাশাপাশি কুস্তি, তরবারির লড়াই এবং বিভিন্ন ধরনের খেলাধুলা করতেন মুহসীন। তাঁরা দুই ভাইবোন সংগীতের শিক্ষাও পেয়েছিলেন, সেতার বাজাতেন এবং গজল গাইতেন। অকৃতদার, অবৈষয়িক মুহসীন বহু দেশ ঘুরেছেন। এ কারণে জীবন সম্পর্কে তাঁর গড়ে উঠেছিল আলাদা এক দৃষ্টিভঙ্গি। 

উপমহাদেশের দানবীর হিসেবে পরিচিত এ মহান ব্যক্তির জন্ম ১৭৩২ সালের ৩ জানুয়ারি, পশ্চিমবঙ্গের হুগলিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত