শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন গোয়েন্দা গল্পলেখক। তিনি চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি পেয়েছিলেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও জনপ্রিয়তার শীর্ষে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তর প্রদেশের জৌনপুর শহরে। আদি নিবাস ছিল উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। স্কুলজীবন কেটেছে মুঙ্গেরে। ম্যাট্রিক পাস করে কলকাতায় এসে বিদ্যাসাগর কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। এরপর বিহারের পাটনায় আইন নিয়ে পড়াশোনা করতে যান। আইন পাস করে ওকালতি শুরু করলেও কিছুদিন পর ছেড়ে দেন।
১৯৩৮ সালে তিনি পাটনা ছেড়ে মুম্বাই গিয়ে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। ‘ভাবী’, ‘বচন’, ‘দুর্গা’, ‘কঙ্গন’, ‘নবজীবন’, ‘আজাদ’, ‘পুনর্মিলন’—এসব সিনেমার গল্প লিখেছিলেন তিনি। কিছুদিন পর আবার সেখান থেকে পুনে চলে গিয়ে পুরোপুরি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
১৯৩২ সালে তিনি সৃষ্টি করেন জনপ্রিয় চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’। ‘পথের কাঁটা’ উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ। ব্যোমকেশ একজন গোয়েন্দা, নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতে পছন্দ করে। গল্প-উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ-কাহিনি মোট ৩২টি। শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হলো কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে।
জাতিস্মর, ব্যুমেরাং, চুয়াচন্দন-এর মতো গল্পসংকলনও উল্লেখযোগ্য। শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন শরদিন্দু। মারাঠা বীর শিবাজীর অভিযানের কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘সদাশিব’।
১৯৩৬ সালে রবীন্দ্রজয়ন্তীতে রেডিওতে লেখকদের নিয়ে ‘বৈকুন্ঠের খাতা’য় কেদারের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গেও অভিনয় করেছিলেন।
শরদিন্দুর ব্যোমকেশ-কাহিনি নিয়ে ‘চিড়িয়াখানা’ চলচ্চিত্র তৈরি করেছেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন উত্তমকুমার। হাল আমলেও ব্যোমকেশকে নিয়ে নির্মিত হয়েছে বাংলা-হিন্দি নাটক-সিনেমা। সত্যজিৎ রায়ের ‘ঝিন্দের বন্দী’, তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’র মতো বিখ্যাত সিনেমাগুলো শরদিন্দুর রচনা থেকেই নির্মাণ করা হয়েছিল।
তিনি ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন গোয়েন্দা গল্পলেখক। তিনি চিত্রনাট্যকার হিসেবেও খ্যাতি পেয়েছিলেন। বাংলা সাহিত্যে তাঁর সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আজও জনপ্রিয়তার শীর্ষে।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৮৯৯ সালের ৩০ মার্চ উত্তর প্রদেশের জৌনপুর শহরে। আদি নিবাস ছিল উত্তর কলকাতার বরানগর কুঠিঘাট অঞ্চলে। স্কুলজীবন কেটেছে মুঙ্গেরে। ম্যাট্রিক পাস করে কলকাতায় এসে বিদ্যাসাগর কলেজ থেকে আইএ এবং বিএ পাস করেন। এরপর বিহারের পাটনায় আইন নিয়ে পড়াশোনা করতে যান। আইন পাস করে ওকালতি শুরু করলেও কিছুদিন পর ছেড়ে দেন।
১৯৩৮ সালে তিনি পাটনা ছেড়ে মুম্বাই গিয়ে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। ‘ভাবী’, ‘বচন’, ‘দুর্গা’, ‘কঙ্গন’, ‘নবজীবন’, ‘আজাদ’, ‘পুনর্মিলন’—এসব সিনেমার গল্প লিখেছিলেন তিনি। কিছুদিন পর আবার সেখান থেকে পুনে চলে গিয়ে পুরোপুরি সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন।
১৯৩২ সালে তিনি সৃষ্টি করেন জনপ্রিয় চরিত্র ‘ব্যোমকেশ বক্সী’। ‘পথের কাঁটা’ উপন্যাসে ব্যোমকেশের আত্মপ্রকাশ। ব্যোমকেশ একজন গোয়েন্দা, নিজেকে সত্যান্বেষী বলে পরিচয় দিতে পছন্দ করে। গল্প-উপন্যাস মিলিয়ে ব্যোমকেশ-কাহিনি মোট ৩২টি। শরদিন্দুর ঐতিহাসিক উপন্যাসগুলোর মধ্যে অন্যতম হলো কালের মন্দিরা, গৌড়মল্লার, তুমি সন্ধ্যার মেঘ, কুমারসম্ভবের কবি, তুঙ্গভদ্রার তীরে।
জাতিস্মর, ব্যুমেরাং, চুয়াচন্দন-এর মতো গল্পসংকলনও উল্লেখযোগ্য। শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী ছিলেন শরদিন্দু। মারাঠা বীর শিবাজীর অভিযানের কাহিনি নিয়ে তিনি লিখেছেন ‘সদাশিব’।
১৯৩৬ সালে রবীন্দ্রজয়ন্তীতে রেডিওতে লেখকদের নিয়ে ‘বৈকুন্ঠের খাতা’য় কেদারের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি। পরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গেও অভিনয় করেছিলেন।
শরদিন্দুর ব্যোমকেশ-কাহিনি নিয়ে ‘চিড়িয়াখানা’ চলচ্চিত্র তৈরি করেছেন প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায়। এতে অভিনয় করেছিলেন উত্তমকুমার। হাল আমলেও ব্যোমকেশকে নিয়ে নির্মিত হয়েছে বাংলা-হিন্দি নাটক-সিনেমা। সত্যজিৎ রায়ের ‘ঝিন্দের বন্দী’, তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’র মতো বিখ্যাত সিনেমাগুলো শরদিন্দুর রচনা থেকেই নির্মাণ করা হয়েছিল।
তিনি ১৯৭০ সালের ২২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।
১৬৪৯ সালে যশোরের ফৌজদার হিসেবে নিযুক্ত হন বাংলার সুবেদার শাহ সুজার শ্যালকপুত্র মীর্জা সাফসি খান। কপোতাক্ষ নদের তীরে যে মীর্জানগর গ্রাম, সেটি কিন্তু তাঁরই নামানুসারে। সম্রাট আওরঙ্গজেবের আমলে ফৌজদার হন নুরল্লা খাঁ। তিনি এই গ্রামে বুড়িভদ্রা নদীর তীরে সুবিস্তৃত পরিখা খনন করে আট-দশ ফুট উঁচু...
৩ দিন আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোরকই গ্রামে রয়েছে প্রাচীন এক মন্দির। গোরক্ষনাথ মন্দির বা গোরকই মন্দির নামেই এটি পরিচিত। মন্দির প্রাঙ্গণে তিনটি শিবমন্দির, একটি কালীমন্দির ও একটি নাথমন্দির ও নাথ আশ্রমের পাশাপাশি রয়েছে বড় বড় কালো পাথর দিয়ে নির্মিত রহস্যময় এক কূপ। কথিত আছে, গুপ্ত যুগ থেকে সেন...
৬ দিন আগেআর এক বছর পর ৪০-এর কোঠায় পৌঁছাবে বয়স। হঠাৎ পদোন্নতি হলো পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করা ক্যারেন উডসের। এখন থেকে ই-মেইল লিখতে হবে তাঁকে। কিন্তু তিনি তো নিরক্ষর। কীভাবে পড়তে-লিখতে হয় জানেন না। প্রথমে বেশ লজ্জায় পড়ে যান। সবাই জেনে ফেললে কী ভাববে! তবে, সেই লজ্জা-ভয় তাঁকে আটকে রাখেনি। বরং নতুন পথ...
১০ দিন আগেতখন দিল্লির সুলতান ফিরোজ শাহ আর বাংলার সুবেদার ফখরুদ্দিন মোবারক শাহ। সেই সময় হজরত শাহজালাল (রহ.) ও অন্যান্য আউলিয়ার সঙ্গে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে ১৩৫১ সালে এ দেশে আসেন হজরত রাস্তি শাহ (র.)। তিনি ছিলেন বড়পীর আবদুল কাদের জিলানির আত্মীয়। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ধর্ম প্রচার করতে এসে রাস্তি...
১৪ দিন আগে