সম্পাদকীয়
গণনাট্য সংঘে বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্বদের পাশাপাশি জড়ো হয়েছিলেন অনেক সংগীতশিল্পী। সে সময় বিনয় রায়, ভূপতি নন্দী, সাধনা রায় চৌধুরী, রেবা রায়, হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্রের মাঝখানে গণনাট্য সংঘে মধ্যমণি ছিলেন দেবব্রত বিশ্বাস।
কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক ফ্রন্টের সঙ্গে তাঁর সখ্য হয়েছিল, কিন্তু তিনি খোদ কমিউনিস্ট পার্টিতে যোগ দেননি। তিনি ছিলেন স্বাধীনচেতা। পার্টির নিয়মানুবর্তিতা তাঁর জন্য নয়।
১৯৪৩-৪৪ সালে দুর্ভিক্ষের দিনগুলোয় তিনি দুর্ভিক্ষপীড়িতদের জন্য অর্থ সংগ্রহে গান গেয়ে বেড়িয়েছেন পিপলস রিলিফ কমিটির হয়ে। সেখানে অবধারিতভাবে গেয়েছেন গণসংগীত এবং যোগ করেছেন রবীন্দ্রসংগীত। রবীন্দ্রসংগীত ভদ্রলোকের জন্য ড্রয়িংরুমে গাওয়ার গান—এ রকম ধারণা ভেঙে দিয়েছিলেন দেবব্রত বিশ্বাস। গণনাট্য সংঘের হয়েই তিনি গেয়েছেন জ্যোতিরিন্দ্র মৈত্রের ‘নবজীবনের গান’। আর হেমাঙ্গ বিশ্বাসের লেখা ‘মাউন্ট ব্যাটেনের মঙ্গলকাব্য’ গেয়ে তো মাতিয়ে দিয়েছিলেন সারা বাংলাকে। অনেকেই এই গান গেয়েছে, কিন্তু দেবব্রত বিশ্বাসের কণ্ঠেই গানটি জনপ্রিয় হয়েছিল। হেমাঙ্গ বিশ্বাস এই জনপ্রিয়তার কারণ হিসেবে মনে করেন, স্থানীয় উচ্চারণের ঢং এবং দেবব্রত বিশ্বাসের গায়কি।
হ্যাঁ, রবীন্দ্রনাথে স্বদেশ পর্যায়ের এমন অনেক গান আছে, যা একরকম গণসংগীতই। ‘বাঁধ ভেঙে দাও’, ‘হবে জয় হবে জয়’, ‘ওদের বাঁধন যত শক্ত হবে’ গানগুলো যখন উঠে আসত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, তখন সেই উদাত্ত ভরাট কণ্ঠ যেন ছড়িয়ে যেত পুরো সভায়। রবীন্দ্রনাথের গানও যে খোলা মাঠে পরিবেশন করা যায়, সেটা প্রমাণিত হয়েছে।
আসাম গণনাট্য সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলনে গান করতে এসেছেন দেবব্রত বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাস বুঝতে পারছেন, দেবব্রত রবীন্দ্রসংগীতই গাইবেন। হ্যাঁ, সেই ধারণা ঠিক হলো, কিন্তু কোন গান করলেন দেবব্রত? না, স্বদেশ পর্যায়ের গান নয়। তিনি গাইলেন ‘নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগল’। বসন্ত ঋতুর এই গান যে এ রকম প্রত্যয় আর পুনর্মিলনের আনন্দ আর উল্লাস ছড়াবে, সে কথা কে জানত?
সূত্র: অশ্রুকুমার সিকদার, কিল মারার গোঁসাই, পৃষ্ঠা ১৭৯-১৮১
গণনাট্য সংঘে বিখ্যাত থিয়েটার ব্যক্তিত্বদের পাশাপাশি জড়ো হয়েছিলেন অনেক সংগীতশিল্পী। সে সময় বিনয় রায়, ভূপতি নন্দী, সাধনা রায় চৌধুরী, রেবা রায়, হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্রের মাঝখানে গণনাট্য সংঘে মধ্যমণি ছিলেন দেবব্রত বিশ্বাস।
কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক ফ্রন্টের সঙ্গে তাঁর সখ্য হয়েছিল, কিন্তু তিনি খোদ কমিউনিস্ট পার্টিতে যোগ দেননি। তিনি ছিলেন স্বাধীনচেতা। পার্টির নিয়মানুবর্তিতা তাঁর জন্য নয়।
১৯৪৩-৪৪ সালে দুর্ভিক্ষের দিনগুলোয় তিনি দুর্ভিক্ষপীড়িতদের জন্য অর্থ সংগ্রহে গান গেয়ে বেড়িয়েছেন পিপলস রিলিফ কমিটির হয়ে। সেখানে অবধারিতভাবে গেয়েছেন গণসংগীত এবং যোগ করেছেন রবীন্দ্রসংগীত। রবীন্দ্রসংগীত ভদ্রলোকের জন্য ড্রয়িংরুমে গাওয়ার গান—এ রকম ধারণা ভেঙে দিয়েছিলেন দেবব্রত বিশ্বাস। গণনাট্য সংঘের হয়েই তিনি গেয়েছেন জ্যোতিরিন্দ্র মৈত্রের ‘নবজীবনের গান’। আর হেমাঙ্গ বিশ্বাসের লেখা ‘মাউন্ট ব্যাটেনের মঙ্গলকাব্য’ গেয়ে তো মাতিয়ে দিয়েছিলেন সারা বাংলাকে। অনেকেই এই গান গেয়েছে, কিন্তু দেবব্রত বিশ্বাসের কণ্ঠেই গানটি জনপ্রিয় হয়েছিল। হেমাঙ্গ বিশ্বাস এই জনপ্রিয়তার কারণ হিসেবে মনে করেন, স্থানীয় উচ্চারণের ঢং এবং দেবব্রত বিশ্বাসের গায়কি।
হ্যাঁ, রবীন্দ্রনাথে স্বদেশ পর্যায়ের এমন অনেক গান আছে, যা একরকম গণসংগীতই। ‘বাঁধ ভেঙে দাও’, ‘হবে জয় হবে জয়’, ‘ওদের বাঁধন যত শক্ত হবে’ গানগুলো যখন উঠে আসত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, তখন সেই উদাত্ত ভরাট কণ্ঠ যেন ছড়িয়ে যেত পুরো সভায়। রবীন্দ্রনাথের গানও যে খোলা মাঠে পরিবেশন করা যায়, সেটা প্রমাণিত হয়েছে।
আসাম গণনাট্য সংঘের তৃতীয় বার্ষিক সম্মেলনে গান করতে এসেছেন দেবব্রত বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাস বুঝতে পারছেন, দেবব্রত রবীন্দ্রসংগীতই গাইবেন। হ্যাঁ, সেই ধারণা ঠিক হলো, কিন্তু কোন গান করলেন দেবব্রত? না, স্বদেশ পর্যায়ের গান নয়। তিনি গাইলেন ‘নীল দিগন্তে ঐ ফুলের আগুন লাগল’। বসন্ত ঋতুর এই গান যে এ রকম প্রত্যয় আর পুনর্মিলনের আনন্দ আর উল্লাস ছড়াবে, সে কথা কে জানত?
সূত্র: অশ্রুকুমার সিকদার, কিল মারার গোঁসাই, পৃষ্ঠা ১৭৯-১৮১
ইতিহাসের অন্যতম দীর্ঘ ও নির্মম সংঘাত ছিল ভিয়েতনাম যুদ্ধ। এই যুদ্ধের প্রতিটি দিন ভয়, মৃত্যু এবং সাহসিকতার এক করুণ প্রতিচ্ছবি। ঠিক এই কঠিন বাস্তবতার মাঝে ভিয়তনামের যুদ্ধের ছবি তুলতে লাগল কিশোর ফটোসাংবাদিক লু মান হং ওরফে জিমি।
১৮ ঘণ্টা আগেবন্ধুত্ব শুধু পারস্পরিক ভালোবাসা নয়, বরং এটি নির্ভরতা ও স্বতঃস্ফূর্ত আন্তসম্পর্কের এক জটিল বিন্যাস। নর্দান ইলিনয় ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ও বন্ধুত্ববিষয়ক বিশেষজ্ঞ ড. সুজান ডেগস-হোয়াইট বলেন, বন্ধুত্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হলো পারস্পরিক নির্ভরতা ও সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা।
২ দিন আগে১৬৪৯ সালে যশোরের ফৌজদার হিসেবে নিযুক্ত হন বাংলার সুবেদার শাহ সুজার শ্যালকপুত্র মীর্জা সাফসি খান। কপোতাক্ষ নদের তীরে যে মীর্জানগর গ্রাম, সেটি কিন্তু তাঁরই নামানুসারে। সম্রাট আওরঙ্গজেবের আমলে ফৌজদার হন নুরল্লা খাঁ। তিনি এই গ্রামে বুড়িভদ্রা নদীর তীরে সুবিস্তৃত পরিখা খনন করে আট-দশ ফুট উঁচু...
১০ দিন আগেঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোরকই গ্রামে রয়েছে প্রাচীন এক মন্দির। গোরক্ষনাথ মন্দির বা গোরকই মন্দির নামেই এটি পরিচিত। মন্দির প্রাঙ্গণে তিনটি শিবমন্দির, একটি কালীমন্দির ও একটি নাথমন্দির ও নাথ আশ্রমের পাশাপাশি রয়েছে বড় বড় কালো পাথর দিয়ে নির্মিত রহস্যময় এক কূপ। কথিত আছে, গুপ্ত যুগ থেকে সেন...
১৩ দিন আগে