ফিচার ডেস্ক
একটি প্রসিদ্ধ রিডিং মেথড স্টেজেস অব রিডিং ডেভেলপমেন্ট। এটি ব্যাখ্যা করে কীভাবে শিক্ষার্থীরা পাঠক হিসেবে এগিয়ে যায়। ১৯৮৩ সালে এই মেথডের গবেষক ছিলেন জিন স্টার্নলিখট চ্যাল। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে সাক্ষরতা গবেষক হিসেবে কাজ করেছেন।
পাঠ্যবই পড়ার ক্ষেত্রে সরাসরি এবং পদ্ধতিগত নির্দেশনার গুরুত্বে বিশ্বাসী ছিলেন জিন। শিশুদের সফল ও সঠিকভাবে পড়ার গুরুত্ব এবং পড়তে ব্যর্থ শিশুদের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিয়ে গবেষণা করেছিলেন তিনি। প্রাথমিক পাঠ্য পড়ার জন্য যে পদ্ধতি বিষয়ে তিনি ধারণা দিয়েছিলেন, তা সবার মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।
জিনের পেশাদার জীবন ছিল নিম্ন সামাজিক, অর্থনৈতিক অবস্থার শিশুদের সফলভাবে পড়া শেখার প্রতি। কেন অনেক শিশু ভালোভাবে পড়তে শিখছে না—এ বিষয়ে রুডলফ ফ্লেশের ‘হোয়াই
জনি ক্যান্ট রিড’ বইয়ের মাধ্যমে একটি আলোচনা ছড়িয়ে পড়েছিল। জিন
‘লার্নিং টু রিড: দ্য গ্রেট ডিবেট’ বইতে সেই সমস্যার সমাধান লেখেন।
জিন এবং এডগার ডেল ১৯৪৮ সালে একটি সূত্র তৈরি করেন। তার নাম ছিল ডেল-চ্যাল রিডেবিলিটি ফর্মুলা। এ ফর্মুলা ছিল বৈধ এবং নির্ভরযোগ্য। জিন ১৯৯১ সালে হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অবসর গ্রহণ করেন। ১৯২১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া জিন ৭৮ বছর বয়সে ১৯৯৯ সালের ২৭ নভেম্বর ম্যাসাচুসেটসের কেমব্রিজে মারা যান।
একটি প্রসিদ্ধ রিডিং মেথড স্টেজেস অব রিডিং ডেভেলপমেন্ট। এটি ব্যাখ্যা করে কীভাবে শিক্ষার্থীরা পাঠক হিসেবে এগিয়ে যায়। ১৯৮৩ সালে এই মেথডের গবেষক ছিলেন জিন স্টার্নলিখট চ্যাল। তিনি ৫০ বছরের বেশি সময় ধরে সাক্ষরতা গবেষক হিসেবে কাজ করেছেন।
পাঠ্যবই পড়ার ক্ষেত্রে সরাসরি এবং পদ্ধতিগত নির্দেশনার গুরুত্বে বিশ্বাসী ছিলেন জিন। শিশুদের সফল ও সঠিকভাবে পড়ার গুরুত্ব এবং পড়তে ব্যর্থ শিশুদের সমস্যা সমাধানের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব দিয়ে গবেষণা করেছিলেন তিনি। প্রাথমিক পাঠ্য পড়ার জন্য যে পদ্ধতি বিষয়ে তিনি ধারণা দিয়েছিলেন, তা সবার মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছিল।
জিনের পেশাদার জীবন ছিল নিম্ন সামাজিক, অর্থনৈতিক অবস্থার শিশুদের সফলভাবে পড়া শেখার প্রতি। কেন অনেক শিশু ভালোভাবে পড়তে শিখছে না—এ বিষয়ে রুডলফ ফ্লেশের ‘হোয়াই
জনি ক্যান্ট রিড’ বইয়ের মাধ্যমে একটি আলোচনা ছড়িয়ে পড়েছিল। জিন
‘লার্নিং টু রিড: দ্য গ্রেট ডিবেট’ বইতে সেই সমস্যার সমাধান লেখেন।
জিন এবং এডগার ডেল ১৯৪৮ সালে একটি সূত্র তৈরি করেন। তার নাম ছিল ডেল-চ্যাল রিডেবিলিটি ফর্মুলা। এ ফর্মুলা ছিল বৈধ এবং নির্ভরযোগ্য। জিন ১৯৯১ সালে হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশন থেকে অবসর গ্রহণ করেন। ১৯২১ সালের ১ জানুয়ারি জন্ম নেওয়া জিন ৭৮ বছর বয়সে ১৯৯৯ সালের ২৭ নভেম্বর ম্যাসাচুসেটসের কেমব্রিজে মারা যান।
প্রতিবন্ধী নারীদের জন্য সহজলভ্য ও নিরাপদ স্যানিটারি পণ্য উদ্ভাবনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন করপোরেশনের মিলনায়তনে আয়োজিত ‘প্রতিবন্ধী নারীদের জন্য স্যানিটারি পণ্য উদ্ভাবন’ শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁরা
৩ দিন আগেনারীর সংজ্ঞা জৈবিক লিঙ্গের ভিত্তিতে নির্ধারিত হবে বলে ঐতিহাসিক রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। ট্রান্সজেন্ডারদের লৈঙ্গিকভিত্তিক সুরক্ষার আবেদন খারিজ করে আদালত জানিয়েছেন, লিঙ্গ একটি দ্বৈত ধারণা—নারী অথবা পুরুষ। তবে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা বিদ্যমান আইনে বৈষম্যের বিরুদ্ধে সুরক্ষা পান।
৪ দিন আগেমধ্যবিত্ত এক পরিবারে বেড়ে ওঠা মানুষের গন্তব্য লেখাপড়া শেষ করে চাকরি পাওয়া। তারপর নিজেকে গুছিয়ে নেওয়া। কিন্তু কখনো কখনো কিছু মানুষ এই বৃত্ত ভেঙে ফেলার চেষ্টা করেন। সে এক বিশাল লড়াই। তেমনই লড়াই করে চলেছেন এক তরুণ উদ্যোক্তা ইফ্ফাত আলম জেসিকা। নিজের তো বটেই, কর্মসংস্থান করেছেন আরও প্রায় ৩২ জন নারীর।
৪ দিন আগেআমি কোর্টের মাধ্যমে স্বামীকে তালাক দিই। সে জন্য তিনটি নোটিশ পাঠাই তাকে। কিন্তু সে প্রবাসে থাকে বলে স্বাক্ষর নেই। এখন অনেক জায়গা থেকে শুনছি, এই তালাক নাকি হয়নি। আমার বিয়ের বয়স চার বছর। বিয়ের প্রথম সপ্তাহেই আমার স্বামী প্রবাসে চলে যায়। প্রথম এক বছর আমার সঙ্গে তার যোগাযোগ ছিল।
৪ দিন আগে