Ajker Patrika

চট্টগ্রাম নৌ পুলিশের অভিযানে ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

আবদুল কাইয়ুম, চট্টগ্রাম

চট্টগ্রামে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নৌ পুলিশ। ৭ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম অঞ্চল নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সাঈদ ইবনে রেজা বলেন, জেলেদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর থেকেই কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও লুটপাটের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ চক্র দীর্ঘদিন ধরে উপকূলীয় এলাকায় মাছ ধরার নৌকা আটকিয়ে জেলেদের জিম্মি করে টাকা-পয়সা ও মাছ ছিনিয়ে নিতো। তাছাড়া সাগর ও নদীতে মাছের অভাব। তাই জীবিকা হারিয়ে হয়ত ডাকাতিতে জড়িয়ে পড়ছে জেলেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত