লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৬ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
১ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৪ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৪ দিন আগে