লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
লাফ দিয়ে এ-বাড়ি থেকে ও-বাড়িতে চলে যাওয়া, সরু কার্নিশ ধরে হেঁটে যাওয়া কিংবা তরতর করে উঁচু কোনো জায়গায় উঠে যাওয়া—এসব কাজে বিড়ালেরা বেশ পটু। তবে কখনো কখনো বেশি তৎপর হয়ে উঠে বিপদেও পড়তে হয় এদের। এমনই একটি ঘটনা ঘটেছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে এক বৈদ্যুতিক খুঁটির ওপর আটকা পড়ে একটি বিড়াল।
কার্ন কাউন্টি অ্যানিমেল সার্ভিসেস (কেসিএএস) জানায়, একটি বিদ্যুতের খুঁটির ওপর একটি বিড়াল আটকা পড়েছে—এমন খবর পান সংস্থাটির একজন কর্মকর্তা। তিনি ঘটনাস্থলে গিয়ে আবিষ্কার করেন, বিড়ালটি মাটি থেকে ৫০ ফুট উচ্চতায় আটকা পড়েছে। অন্তত দুই দিন বা তার বেশি সময় ধরে এই অবস্থায় আছে সে।
সাহায্যের জন্য প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন ওই কর্মকর্তা। তারা ঘটনাস্থলে পাঠায় নিজেদের কয়েকজন কর্মীকে। এই কর্মীরা লম্বা একটি মই ব্যবহার করে পৌঁছান বিড়ালটির কাছে। তারপর ওটাকে নামিয়ে আনেন মাটিতে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘সৌভাগ্যক্রমে ওটা ছিল একটি শান্ত ও বন্ধুভাবাপন্ন বিড়াল।’ এক ফেসবুক পোস্টে জানায় কেসিএএস। তারা আরও জানিয়েছে, বিড়ালটির নাম দেওয়া হয়েছে ইলেক্ট্রা। আজ শনিবার থেকে যে কেউ এটাকে পোষার জন্য যোগাযোগ করতে পারবেন।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫