বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।
বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।
বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।
বিয়ের গেট ধরা, যৌতুকের টাকা—কত কিছু নিয়েই বর ও কনেপক্ষের সংঘর্ষের খবর পাওয়া যায়। কখনো কখনো বিয়ে ভেঙে যাওয়া পর্যন্ত গড়ায়। তাই বলে মেনুতে খাসির পায়া না থাকায় উঠে গেল বরপক্ষ!
ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। কনের বাড়ি নিজামাবাদ ও বরের বাড়ি জাগতিয়াল। গত নভেম্বরে কনের বাড়িতে বাগদান সম্পন্ন হয়। তবে খাবারে খাসির পায়া না দেওয়ায় ওই বিয়ে ভেঙে যায়!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুসারে, কনের পরিবার বিয়েতে নিমন্ত্রিত বরের আত্মীয়দের জন্য আমিষ খাবারের ব্যবস্থা করে।
বাগদান সম্পন্ন হওয়ার পরই অতিথিরা খেয়াল করেন, খাসির পায়া দেওয়া হচ্ছে না। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। কনেপক্ষ যখন নিশ্চিত করে যে খাসির পায়ার আয়োজন নেই, তখনই তা সংঘর্ষে রূপ নেয়।
কিছুক্ষণ পরই ঘটনাস্থলে পুলিশ হাজির হয়।
স্থানীয় থানা-পুলিশ বারবার বরপক্ষকে ঝগড়া মিটিয়ে ফেলতে বলে। তবে বরপক্ষ এ ঘটনাকে অপমানজনক বলে উল্লেখ করে কোনো কথা শুনতে রাজি হয়নি।
বরপক্ষের দাবি, কনের পরিবার ইচ্ছা করে মেনুতে খাসির পায়া রাখেনি। বিষয়টি তাদের কাছে লুকানো হয়েছিল। শেষ পর্যন্ত বরপক্ষ বিয়ে ভেঙে দিয়ে চলে যায়।
অনেকে বলছেন, এ ঘটনা তেলেগু ছবি ‘বালাগাম’-এর কাহিনির সঙ্গে মিলে যায়। গত মার্চে মুক্তি পাওয়া এ ছবিতে খাসির পায়া না দেওয়ায় বিয়ে ভেঙে যায়।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৭ দিন আগে