আজকের পত্রিকা ডেস্ক
চীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা হয়েছে।
দুই দশকেরও বেশি সময় ধরে মঠের প্রধান ছিলেন শি ইওংক্সিন। সম্প্রতি তাঁর স্থলাভিষিক্ত হন ৫৯ বছর বয়সী শি ইয়েইনলে। এর আগে শি ইওংক্সিনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও যৌন অসদাচরণের অভিযোগ ওঠে এবং বর্তমানে তিনি তদন্তাধীন। গত ২৯ জুলাই শি ইয়েইনলে মঠাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাঁচটি বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন, সেগুলো হলো:
শি ইয়েইনলে অভিযোগ করেন, সন্ন্যাসীরা আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হয়েছেন। তিনি বলেন, তাঁরা ঠিকমতো ধ্যান বা কাজ কোনোটাই করছেন না। উদাহরণ হিসেবে তিনি ধ্যানকক্ষে খাবার আনা এবং প্রার্থনার সময় পপ গান শোনার কথা উল্লেখ করেন।
নতুন নিয়ম অনুযায়ী, সন্ন্যাসীদের প্রতিদিন ভোর ৪টা ৩০ মিনিটে সকালের প্রার্থনায় যোগ দিতে হবে। এরপর চাষাবাদ এবং জেন মার্শাল আর্ট অনুশীলন করতে হবে। মোবাইল ফোন এখন থেকে একটি কেন্দ্রীয় স্টোররুমে রাখা হবে এবং বিনোদনের সব মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। স্ক্রিন টাইম কমিয়ে মাত্র ৩০ মিনিটে আনা হয়েছে। নতুন ‘বটম-টিয়ার এলিমিনেশন সিস্টেম’ অনুযায়ী, কোনো সন্ন্যাসী পরপর তিন মাস মূল্যায়নে ব্যর্থ হলে তাঁকে মঠ ছাড়তে হতে পারে।
এই কঠোর নিয়ম চালু হওয়ার পর পদত্যাগের ঢেউ ওঠে। তবে এই সন্ন্যাসী ও কর্মচারীরা অন্য কোনো মঠে স্থানান্তরিত হয়েছেন নাকি সম্পূর্ণভাবে মঠ ছেড়ে গেছেন, তা এখনো স্পষ্ট নয়।
শাওলিন মঠ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেই নয়, এর মার্শাল আর্ট ও সংস্কৃতির জন্যও বিশ্বজুড়ে সুপরিচিত। জেট লি অভিনীত ১৯৮২ সালের চলচ্চিত্র ‘দ্য শাওলিন টেম্পল’-সহ অসংখ্য সিনেমা ও টিভি নাটকে এর উল্লেখ রয়েছে।
পূর্বতন মঠাধ্যক্ষ শি ইওংক্সিন ১৯৯৯ সাল থেকে মঠাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন ‘সিইও মঠাধ্যক্ষ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কুংফু শো ও পণ্যসামগ্রীর বাণিজ্য করার জন্য সমালোচিত হয়েছেন তিনি। গত মাসে তাঁর বিরুদ্ধে মঠের তহবিল আত্মসাৎ ও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখে সন্তান ধারণের অভিযোগ ওঠে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
চীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা হয়েছে।
দুই দশকেরও বেশি সময় ধরে মঠের প্রধান ছিলেন শি ইওংক্সিন। সম্প্রতি তাঁর স্থলাভিষিক্ত হন ৫৯ বছর বয়সী শি ইয়েইনলে। এর আগে শি ইওংক্সিনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও যৌন অসদাচরণের অভিযোগ ওঠে এবং বর্তমানে তিনি তদন্তাধীন। গত ২৯ জুলাই শি ইয়েইনলে মঠাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাঁচটি বড় ধরনের সংস্কারের ঘোষণা দেন, সেগুলো হলো:
শি ইয়েইনলে অভিযোগ করেন, সন্ন্যাসীরা আধ্যাত্মিক পথ থেকে বিচ্যুত হয়েছেন। তিনি বলেন, তাঁরা ঠিকমতো ধ্যান বা কাজ কোনোটাই করছেন না। উদাহরণ হিসেবে তিনি ধ্যানকক্ষে খাবার আনা এবং প্রার্থনার সময় পপ গান শোনার কথা উল্লেখ করেন।
নতুন নিয়ম অনুযায়ী, সন্ন্যাসীদের প্রতিদিন ভোর ৪টা ৩০ মিনিটে সকালের প্রার্থনায় যোগ দিতে হবে। এরপর চাষাবাদ এবং জেন মার্শাল আর্ট অনুশীলন করতে হবে। মোবাইল ফোন এখন থেকে একটি কেন্দ্রীয় স্টোররুমে রাখা হবে এবং বিনোদনের সব মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে। স্ক্রিন টাইম কমিয়ে মাত্র ৩০ মিনিটে আনা হয়েছে। নতুন ‘বটম-টিয়ার এলিমিনেশন সিস্টেম’ অনুযায়ী, কোনো সন্ন্যাসী পরপর তিন মাস মূল্যায়নে ব্যর্থ হলে তাঁকে মঠ ছাড়তে হতে পারে।
এই কঠোর নিয়ম চালু হওয়ার পর পদত্যাগের ঢেউ ওঠে। তবে এই সন্ন্যাসী ও কর্মচারীরা অন্য কোনো মঠে স্থানান্তরিত হয়েছেন নাকি সম্পূর্ণভাবে মঠ ছেড়ে গেছেন, তা এখনো স্পষ্ট নয়।
শাওলিন মঠ শুধু একটি ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবেই নয়, এর মার্শাল আর্ট ও সংস্কৃতির জন্যও বিশ্বজুড়ে সুপরিচিত। জেট লি অভিনীত ১৯৮২ সালের চলচ্চিত্র ‘দ্য শাওলিন টেম্পল’-সহ অসংখ্য সিনেমা ও টিভি নাটকে এর উল্লেখ রয়েছে।
পূর্বতন মঠাধ্যক্ষ শি ইওংক্সিন ১৯৯৯ সাল থেকে মঠাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তিনি একজন ‘সিইও মঠাধ্যক্ষ’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। কুংফু শো ও পণ্যসামগ্রীর বাণিজ্য করার জন্য সমালোচিত হয়েছেন তিনি। গত মাসে তাঁর বিরুদ্ধে মঠের তহবিল আত্মসাৎ ও একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রেখে সন্তান ধারণের অভিযোগ ওঠে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
১ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৭ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৮ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১০ দিন আগে