Ajker Patrika

দেড় বছর পর ২০১ টাকা ফেরত

দেড় বছর পর ২০১ টাকা ফেরত

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে প্রায়ই অবাক করা কর্মকাণ্ড নজরে আসে। সম্প্রতি একটি ঘটনায় একটু বেশিই অবাক হয়েছেন নেটিজেনরা। অনেকে বলছেন, এই নিষ্ঠুর পৃথিবীতে এখনো মানবতা বেঁচে আছে।

অন্যের বিপদে অনেকেই এগিয়ে আসে। আবার প্রতিদানও মিলে থাকে। তবে কাউকে আর্থিক সাহায্য বা দান করে তা ফেরতের আশা কেউই করে না, বিশেষ করে যদি অঙ্কটি হয় খুব সামান্য। কিন্তু সেই সামান্য সহায়তাই ফেরত পাওয়ার অদ্ভুত এক ঘটনা ঘটেছে ভারতে।

কমল সিং নামের এক ব্যক্তি লিঙ্কডইনে অন্যরকম প্রাপ্তির এই ঘটনা শেয়ার করেছেন। তিনি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে অর্থ ফেরত পেয়ে কীভাবে বিস্মিত হয়েছিলেন সে বর্ণনা দিয়েছেন।

কমল সিং জানান, সম্প্রতি মোবাইল ব্যাংকিংয়ের একটি অ্যাপ থেকে একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে ২০১ রুপি পেয়েছেন তিনি। প্রায় দেড় বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তহবিল সংগ্রহের আবেদন দেখে সামান্য সাহায্য হিসাবে লোকটিকে অর্থ পাঠিয়েছিলেন কমল। 

পোস্টের সঙ্গে তিনি একটি স্ক্রিনশটও শেয়ার করেন। এতে ওই ব্যক্তির সঙ্গে তাঁর কথোপকথন রয়েছে। তিনি লিখেছেন, ‘আপনার মা কেমন আছেন?’ । উত্তরে ওই ব্যক্তি লিখেছেন, ‘সে ভালো আছে এবং আমার ব্যবসাও ভালো চলছে। বিপদের সময় মানুষের কাছ থেকে নেওয়া সব টাকা ফেরত দিচ্ছি আমি।’ 

শেয়ার করার পর থেকে পোস্টটি ১ লাখেরও বেশি লাইক, শত শত শেয়ার এবং অসংখ্য ব্যবহারকারীর হৃদয়গ্রাহী মন্তব্যে ভরে গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, এটি একটি হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্প ছিল। আরেকজন লিখেছেন, মানবতা এখনো বেঁচে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত