অনলাইন ডেস্ক
পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ।
ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’
ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’
পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ।
ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’
ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৮ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে