Ajker Patrika

পরস্পরকে বিয়ে করেছেন মিস আর্জেন্টিনা ও মিস পুয়ের্তো রিকো

অনলাইন ডেস্ক
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২৩: ৫৯
Thumbnail image

পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।

গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল। 

ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ। 

ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’ 

ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত