পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ।
ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’
ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’
পরস্পরকে বিয়ে করেছেন সাবেক মিস পুয়ের্তো রিকো এবং মিস আর্জেন্টিনা। সম্প্রতি তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জানিয়েছেন যে, তাঁরা বেশ আগেই গোপনে বিয়ে করে নিয়েছেন। পুয়ের্তো রিকোর সুন্দরী ফ্যাবিওলা ভ্যালেন্তিনা এবং মারিয়ানা ভারেলা ২০২০ সালে থাইল্যান্ডের অনুষ্ঠিত গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিত হন। সেই থেকেই তাঁরা একত্রে বসবাস করছেন।
গত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে ফ্যাবিওলা স্প্যানিশ ভাষায় লিখেন, ‘অনেক দিন আমাদের সম্পর্ক গোপন রাখার পর আমাদের বিশেষ দিনে আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সেই পোস্টের ক্যাপশনে একটি তারিখও ছিল। তারিখটি হলো—২৮ অক্টোবর ২০২২। একই সঙ্গে ক্যাপশনে একটি হার্ট এবং আংটির ইমোজি দেওয়া ছিল।
ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে তাদের সম্পর্কের শুরু থেকে তাদের অন্তরঙ্গ সময়, একসঙ্গে হেঁটে যাওয়া, আলিঙ্গন এবং একে অপরকে প্রস্তাব দেওয়ার মুহূর্তটি দেখানো হয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ৩০ লাখেরও বেশি মানুষ দেখেছেন। লাইক দিয়েছেন প্রায় ২ লাখ ৪৯ হাজার মানুষ।
ওই ভিডিওর নিচে তাদের অনেক ভক্ত এবং দুই দেশের তারকারা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন।’ আরেক শুভাকাঙ্ক্ষী লিখেছেন, ‘অভিনন্দন, আপনারা অনেক সুখী হন।’ আরেকজন লিখেছেন, ‘অভিনন্দন সুন্দরীরা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনাদের সম্পর্ক দীর্ঘজীবী হোক।’
ফ্যাবিওলার পোস্টে ভক্তদের করা এসব কমেন্টের জবাবে ভারেলা লিখেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ। আমরা খুবই খুশি এবং সৌভাগ্যবান।’
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে