Ajker Patrika

বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি গুঁড়িয়ে দিলেন সাবেক কর্মী

আপডেট : ০২ আগস্ট ২০২২, ২০: ০০
বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি গুঁড়িয়ে দিলেন সাবেক কর্মী

কাজ থেকে বরখাস্ত করায় বিলাসবহুল বাড়ি এক্সকাভেট (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন ওই বাড়িরই এক সাবেক কর্মী। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত ২৮ জুলাই ভিডিওটি টুইটারে শেয়ার করেন প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কানাডার ক্যালগারিতে।

এনডিটিভির এক প্রতিবেদনে আজ মঙ্গলবার বলা হয়, ওই সাবেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বয়স ৫৯। তিনি ওই বাড়ির সাবেক কর্মী ছিলেন বলে নিজেই নিশ্চিত করেছেন। তাঁর বিরুদ্ধে প্রায় ৪ হাজার মার্কিন ডলারের সম্পদ বিনষ্টের অভিযোগ আনা হয়েছে। 

ভিডিওটি শেয়ার করার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। টুইটারে শেয়ার করা ভিডিওটি এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজারবারের বেশি দেখা হয়েছে, ৫ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে।

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘লেকহাউসের কাছে এক্সকাভেটর দিয়ে পুরো বাড়িটি ধ্বংস করে দিয়েছে চাকরিচ্যুত এক সাবেক কর্মী।’

টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেন, অবশেষে কর্মীরা জাগতে শুরু করেছে। অনেক টুইটার ব্যবহারকারী আবার ওই কর্মীর ব্যাপক সমালোচনাও করেছেন।

বাড়িটির মালিক জর্ডি নিউল্যান্ডস স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেছেন, এ ঘটনায় কেউ আহত হননি। ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতে খরচ হতে পারে কয়েক লাখ ডলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত