যদি বলা হয়—‘রিজ, ইফ ইউ ক্যান’। তবে এই বাক্যটি দিয়ে কী বোঝাবে?
বলা বাহুল্য, সহজ এই বাক্যটিতে ‘রিজ’ (Rizz) শব্দটিই সব গড়বড় পাকিয়ে দিয়েছে। অনেকে হয়তো নানা অভিধান ঘেঁটেও এর অর্থ খুঁজে পাবেন না। শব্দটির অর্থ জানতে হলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারির চলতি বছরে প্রকাশিত এডিশনে যেতে হবে।
আজ সোমবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেড জেনারেশনের মুখে মুখে চাউর হওয়া নতুন এই শব্দটিকে বছরের সেরা হিসেবে আখ্যায়িত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা। এখান থেকেই প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারি প্রকাশিত হয়। এই অভিধানের সর্বশেষ এডিশনে যুক্ত ‘রিজ’ শব্দটির বিভিন্ন অর্থ করা যায়, যেমন—ক্যারিশমা কিংবা যাদুমন্ত্র কিংবা আকর্ষণীয়তা। কাউকে প্রেমে আকৃষ্ট করার জন্য কোনো মানুষের বিশেষ ক্ষমতাকেও ‘রিজ’ শব্দ দিয়ে বোঝানো যেতে পারে।
প্রতি বছরের মতো এবারও নতুন বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। এর মধ্যে সুইফটি (Swiftie), সিচুয়েশনশিপ (situationship) এবং প্রম্পট (prompt) শব্দগুলোকে পেছনে ফেলে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’। নতুন শব্দগুলোর মধ্যে ‘সুইফটি’ দিয়ে বোঝানো হচ্ছে—যারা জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের ফ্যান তাদের। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে—অঙ্গীকারবিহীন কোনো প্রেমময় সম্পর্ককে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো যন্ত্র বা প্রোগ্রামকে যে নির্দেশ দেওয়া হয় তাকে বোঝানো হচ্ছে ‘প্রম্পট’ শব্দটি দিয়ে।
জানা গেছে, এবারের সেরা শব্দ রিজ শব্দটি প্রথমবারের মতো যার মুখে উচ্চারিত হয়েছিল তিনি হলেন—‘স্পাইডারম্যান’ সিরিজের তারকা টম হল্যান্ড। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বলে বসেন, “যাই হোক আমার কোনো ‘রিজ’ নেই। আমার ‘রিজ’ খুবই সীমিত। ”
এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে টম জানিয়েছিলেন, তিনি তাঁর প্রেমিকা জেন্ডাকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে খুব দ্রুত বাগাতে পারেননি। জেন্ডাকে বশে আনতে তাঁকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে।
যদি বলা হয়—‘রিজ, ইফ ইউ ক্যান’। তবে এই বাক্যটি দিয়ে কী বোঝাবে?
বলা বাহুল্য, সহজ এই বাক্যটিতে ‘রিজ’ (Rizz) শব্দটিই সব গড়বড় পাকিয়ে দিয়েছে। অনেকে হয়তো নানা অভিধান ঘেঁটেও এর অর্থ খুঁজে পাবেন না। শব্দটির অর্থ জানতে হলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারির চলতি বছরে প্রকাশিত এডিশনে যেতে হবে।
আজ সোমবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেড জেনারেশনের মুখে মুখে চাউর হওয়া নতুন এই শব্দটিকে বছরের সেরা হিসেবে আখ্যায়িত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা। এখান থেকেই প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারি প্রকাশিত হয়। এই অভিধানের সর্বশেষ এডিশনে যুক্ত ‘রিজ’ শব্দটির বিভিন্ন অর্থ করা যায়, যেমন—ক্যারিশমা কিংবা যাদুমন্ত্র কিংবা আকর্ষণীয়তা। কাউকে প্রেমে আকৃষ্ট করার জন্য কোনো মানুষের বিশেষ ক্ষমতাকেও ‘রিজ’ শব্দ দিয়ে বোঝানো যেতে পারে।
প্রতি বছরের মতো এবারও নতুন বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। এর মধ্যে সুইফটি (Swiftie), সিচুয়েশনশিপ (situationship) এবং প্রম্পট (prompt) শব্দগুলোকে পেছনে ফেলে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’। নতুন শব্দগুলোর মধ্যে ‘সুইফটি’ দিয়ে বোঝানো হচ্ছে—যারা জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের ফ্যান তাদের। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে—অঙ্গীকারবিহীন কোনো প্রেমময় সম্পর্ককে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো যন্ত্র বা প্রোগ্রামকে যে নির্দেশ দেওয়া হয় তাকে বোঝানো হচ্ছে ‘প্রম্পট’ শব্দটি দিয়ে।
জানা গেছে, এবারের সেরা শব্দ রিজ শব্দটি প্রথমবারের মতো যার মুখে উচ্চারিত হয়েছিল তিনি হলেন—‘স্পাইডারম্যান’ সিরিজের তারকা টম হল্যান্ড। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বলে বসেন, “যাই হোক আমার কোনো ‘রিজ’ নেই। আমার ‘রিজ’ খুবই সীমিত। ”
এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে টম জানিয়েছিলেন, তিনি তাঁর প্রেমিকা জেন্ডাকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে খুব দ্রুত বাগাতে পারেননি। জেন্ডাকে বশে আনতে তাঁকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে।
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৪ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৭ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে