যদি বলা হয়—‘রিজ, ইফ ইউ ক্যান’। তবে এই বাক্যটি দিয়ে কী বোঝাবে?
বলা বাহুল্য, সহজ এই বাক্যটিতে ‘রিজ’ (Rizz) শব্দটিই সব গড়বড় পাকিয়ে দিয়েছে। অনেকে হয়তো নানা অভিধান ঘেঁটেও এর অর্থ খুঁজে পাবেন না। শব্দটির অর্থ জানতে হলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারির চলতি বছরে প্রকাশিত এডিশনে যেতে হবে।
আজ সোমবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেড জেনারেশনের মুখে মুখে চাউর হওয়া নতুন এই শব্দটিকে বছরের সেরা হিসেবে আখ্যায়িত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা। এখান থেকেই প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারি প্রকাশিত হয়। এই অভিধানের সর্বশেষ এডিশনে যুক্ত ‘রিজ’ শব্দটির বিভিন্ন অর্থ করা যায়, যেমন—ক্যারিশমা কিংবা যাদুমন্ত্র কিংবা আকর্ষণীয়তা। কাউকে প্রেমে আকৃষ্ট করার জন্য কোনো মানুষের বিশেষ ক্ষমতাকেও ‘রিজ’ শব্দ দিয়ে বোঝানো যেতে পারে।
প্রতি বছরের মতো এবারও নতুন বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। এর মধ্যে সুইফটি (Swiftie), সিচুয়েশনশিপ (situationship) এবং প্রম্পট (prompt) শব্দগুলোকে পেছনে ফেলে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’। নতুন শব্দগুলোর মধ্যে ‘সুইফটি’ দিয়ে বোঝানো হচ্ছে—যারা জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের ফ্যান তাদের। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে—অঙ্গীকারবিহীন কোনো প্রেমময় সম্পর্ককে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো যন্ত্র বা প্রোগ্রামকে যে নির্দেশ দেওয়া হয় তাকে বোঝানো হচ্ছে ‘প্রম্পট’ শব্দটি দিয়ে।
জানা গেছে, এবারের সেরা শব্দ রিজ শব্দটি প্রথমবারের মতো যার মুখে উচ্চারিত হয়েছিল তিনি হলেন—‘স্পাইডারম্যান’ সিরিজের তারকা টম হল্যান্ড। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বলে বসেন, “যাই হোক আমার কোনো ‘রিজ’ নেই। আমার ‘রিজ’ খুবই সীমিত। ”
এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে টম জানিয়েছিলেন, তিনি তাঁর প্রেমিকা জেন্ডাকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে খুব দ্রুত বাগাতে পারেননি। জেন্ডাকে বশে আনতে তাঁকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে।
যদি বলা হয়—‘রিজ, ইফ ইউ ক্যান’। তবে এই বাক্যটি দিয়ে কী বোঝাবে?
বলা বাহুল্য, সহজ এই বাক্যটিতে ‘রিজ’ (Rizz) শব্দটিই সব গড়বড় পাকিয়ে দিয়েছে। অনেকে হয়তো নানা অভিধান ঘেঁটেও এর অর্থ খুঁজে পাবেন না। শব্দটির অর্থ জানতে হলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারির চলতি বছরে প্রকাশিত এডিশনে যেতে হবে।
আজ সোমবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেড জেনারেশনের মুখে মুখে চাউর হওয়া নতুন এই শব্দটিকে বছরের সেরা হিসেবে আখ্যায়িত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা। এখান থেকেই প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারি প্রকাশিত হয়। এই অভিধানের সর্বশেষ এডিশনে যুক্ত ‘রিজ’ শব্দটির বিভিন্ন অর্থ করা যায়, যেমন—ক্যারিশমা কিংবা যাদুমন্ত্র কিংবা আকর্ষণীয়তা। কাউকে প্রেমে আকৃষ্ট করার জন্য কোনো মানুষের বিশেষ ক্ষমতাকেও ‘রিজ’ শব্দ দিয়ে বোঝানো যেতে পারে।
প্রতি বছরের মতো এবারও নতুন বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। এর মধ্যে সুইফটি (Swiftie), সিচুয়েশনশিপ (situationship) এবং প্রম্পট (prompt) শব্দগুলোকে পেছনে ফেলে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’। নতুন শব্দগুলোর মধ্যে ‘সুইফটি’ দিয়ে বোঝানো হচ্ছে—যারা জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের ফ্যান তাদের। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে—অঙ্গীকারবিহীন কোনো প্রেমময় সম্পর্ককে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো যন্ত্র বা প্রোগ্রামকে যে নির্দেশ দেওয়া হয় তাকে বোঝানো হচ্ছে ‘প্রম্পট’ শব্দটি দিয়ে।
জানা গেছে, এবারের সেরা শব্দ রিজ শব্দটি প্রথমবারের মতো যার মুখে উচ্চারিত হয়েছিল তিনি হলেন—‘স্পাইডারম্যান’ সিরিজের তারকা টম হল্যান্ড। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বলে বসেন, “যাই হোক আমার কোনো ‘রিজ’ নেই। আমার ‘রিজ’ খুবই সীমিত। ”
এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে টম জানিয়েছিলেন, তিনি তাঁর প্রেমিকা জেন্ডাকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে খুব দ্রুত বাগাতে পারেননি। জেন্ডাকে বশে আনতে তাঁকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে।
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩৬ মিনিট আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগে