পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
কাউন্টি শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানায়, প্রতি সপ্তাহে ব্রেভার্ড অ্যানিম্যাল কেয়ার সেন্টারে থাকা একটি গৃহহীন কুকুর বা বিড়ালের ছবি সম্ভাব্য পরিবারগুলোর জন্য স্পটলাইটে রাখা হবে। পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করলেই হবে। এই সাইটটি আসলে গৃহহীন কুকুর-বিড়ালের একজন বন্ধু এবং একটা স্থায়ী ঘর খুঁজে বের করার জন্য।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
কাউন্টি শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানায়, প্রতি সপ্তাহে ব্রেভার্ড অ্যানিম্যাল কেয়ার সেন্টারে থাকা একটি গৃহহীন কুকুর বা বিড়ালের ছবি সম্ভাব্য পরিবারগুলোর জন্য স্পটলাইটে রাখা হবে। পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করলেই হবে। এই সাইটটি আসলে গৃহহীন কুকুর-বিড়ালের একজন বন্ধু এবং একটা স্থায়ী ঘর খুঁজে বের করার জন্য।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
১ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
২ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৪ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৫ দিন আগে