Ajker Patrika

কাঁধে ঘুমিয়ে পড়ায় কনুইয়ের আঘাত, পাশের যাত্রী অজ্ঞান

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১২: ৫১
Thumbnail image

নিউইয়র্কে ট্রেনে অস্বাভাবিক এক কাণ্ড হয়েছে। ভিডিও ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় নিউইয়র্ক সিটি সাবওয়ে বা পাতাল রেলে ভ্রমণ করা এক ব্যক্তি অপর এক যাত্রী তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে যান। একপর্যায়ে ওই যাত্রীকে কনুই দিয়ে আঘাত করলে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রেনে উত্তেজনাকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের সূত্রে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এদিকে গত মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন যাত্রী তাঁর পাশে বসা অপর এক যাত্রীর সঙ্গে তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় রাগারাগি করছেন। তখন সদ্য ঘুম ভাঙা ওই যাত্রী মৃদু স্বরে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। এ সময় অপর ব্যক্তিটি আরও উত্তেজিত হয়ে তাঁর মুখে কনুই দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে কাঁধে ঘুমিয়ে পড়েছিলেন যে যাত্রীটি, তিনি কয়েক সেকেন্ডের জন্য অচেতন হয়ে পড়েন। 

কিছুক্ষণের মধ্যে অপর এক যাত্রী, যিনি সম্ভবত আক্রমণের শিকার ব্যক্তির বন্ধু, লাফিয়ে উত্তেজিত অপর যাত্রীকে ঘুষি মারেন। এমন উত্তেজনাকর পরিস্থিতি কয়েক মিনিট স্থায়ী হয়। এ সময় আশপাশে বসা অন্য যাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান। 

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরের দিকে যাওয়া এক ট্রেনে ঘটনাটি ঘটে। নিজেকে কুশন হিসেবে ব্যবহার করার জন্য উত্তেজিত যাত্রীটি স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় চিৎকার করেছিলেন ২৭ বছর বয়সী অপর যাত্রীর উদ্দেশ্যে। 

পুলিশ জানিয়েছি, লড়াইটি খুব বেশি সময় স্থায়ী হয়নি। কারণ ট্রেনটি টিউব সিস্টেমে প্রবেশ করায় আক্রান্ত ব্যক্তি এবং অন্য যাত্রীরা নেমে পড়েন। তবে আক্রমণকারী ট্রেনে ভ্রমণ চালিয়ে যান। 

আক্রান্ত ব্যক্তি অবশ্য কোনো চিকিৎসাসহায়তা নিতে অস্বীকার করেন। হামলাকারীর বিরুদ্ধে একটি হামলার অভিযোগ দাখিল করা হয়েছে এবং পুলিশ এখনো তাকে খুঁজছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত