Ajker Patrika

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর টবিকিথ

বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর টবিকিথ

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত কুকুর চিহুয়াহুয়া জাতের টবিকিথ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে বয়স্ক কুকুর হিসেবে টবিকিথের নাম ঘোষণা করে। গত ১৬ মার্চ ২০২২-এ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করে গিনেস কর্তৃপক্ষ। 

চিহুয়াহুয়া জাতের কুকুর সাধারণত ১২ থেকে ১৮ বছর পর্যন্ত বেঁচে থাকে। টবিকিথের জন্ম ২০০১ সালের জানুয়ারিতে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিনাক্রেসের বাসিন্দা গিসেলা শোর জানান, একটি আশ্রয় কেন্দ্র থেকে টবিকিথকে দত্তক নিয়েছিলেন তিনি; যখন কুকুরছানাটির বয়স ছিল মাত্র কয়েক মাস। 

টবিকিথের বয়স ২১ বছরগিনেস ওয়ার্ল্ড রেকর্ডকে শোর বলেন, ‘আমি একটি অ্যানিমেল রেসকিউ সংস্থার স্বেচ্ছাসেবক ছিলাম। এক বয়স্ক দম্পতির কাছ থেকে কুকুরছানাটি আনা হয়, কারণ তারা ওর যত্ন নিতে পারছিলেন না। ছোট্ট চিহুয়াহুয়া জাতের কুকুরছানাটির নাম রাখা হয়েছিল পিনাট বাটার। আমি পরে তার নাম পরিবর্তন করে টবিকিথ রাখি।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৬ মার্চ টবিকিথের বয়স ২১ বছর ৬৬ দিন নিশ্চিত করার পর জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর হিসাবে তার মর্যাদা নিশ্চিত করা হয়।

এর আগে রেকর্ড করা সবচেয়ে বয়স্ক কুকুরটির নাম ছিল ব্লুই। অস্ট্রেলিয়ান ওই কুকুরটি ১৯৩৯ সালের ১৪ নভেম্বর ২৯ বছর ৫ মাস বয়সে মারা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন নজরুল: পুলিশ

৬ মাসের সংসার, ৭ দিনের চাকরি—মর্গে নিথর স্বামী-স্ত্রীর লাশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত