রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
পরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
১৬ ঘণ্টা আগেভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
২ দিন আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৪ দিন আগেশুধু মানুষই নয়, শিম্পাঞ্জিরাও ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করে—সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। আফ্রিকার জাম্বিয়ায় অবস্থিত চিমফুনশি ওয়াইল্ডলাইফ অরফানেজ ট্রাস্টের শিম্পাঞ্জিদের দুটি দলের মধ্যে বর্তমানে চলছে কানে কাঠি বা ঘাস গুঁজে রাখার ট্রেন্ড।
৫ দিন আগে