নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের ঝলমলে আলোর নিচে দীর্ঘতম দাবা ম্যারাথনের রেকর্ড ভেঙেছেন নাইজেরিয়ার দাবা মাস্টার টুন্ডে ওনাকোয়া। টানা ৫৮ ঘণ্টা খেলার পরও তিনি দাবা বোর্ডেই বসে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ওনাকোয়া লাখ লাখ শিশুর দাবা শিক্ষাকে সহায়তা করার লক্ষ্যে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহ করার আশা করছেন।
নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা ডেভিডোসহ নিউইয়র্ক শহরে বসবাসকারী নাইজেরীয় সম্প্রদায়ের শত শত সমর্থক দাবা মাস্টার ওনাকোয়ার কাছে এসে উল্লাস করেছেন। তারা গান বাজিয়ে, নেচে এবং নাইজেরিয়ার জনপ্রিয় ও প্রধান খাবার জোলোফ রাইসসহ দেশটির ঐতিহ্যবাহী সব খাবার সরবরাহ করে ওনাকোয়াকে উৎসাহ দিয়ে গেছেন।
অন্যদিকে, ভিডিও স্ট্রিমিং পরিষেবা টুইচ নাইজেরিয়ায় সরাসরি সম্প্রচার করেছে ওনাকোয়ার রেকর্ড জয়। সেখানেই ওনাকোয়াকে সমর্থন করে গেছেন নাইজেরিয়ার মানুষ। লাইভ ভিডিওতে সমর্থকদের বিভিন্ন মন্তব্যে দেখা গেছে, ওনাকোয়াকে অনুপ্রেরণা হিসেবে দেখেন তাঁরা।
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘স্বপ্ন দেখার সাহস জোগানো এবং আমরা আমাদের মস্তিষ্কের শক্তিকে কোন স্তরে নিয়ে যেতে পারি, তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! শুভকামনা টুন্ডে! আমি আবারও আমার দাবা বোর্ড নিয়ে বসব।’
নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘জনাব ওনাকোয়া হলেন শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতার প্রতীক—যা নাইজেরীয়দের দেশে এবং বিদেশে অন্যদের চেয়ে আলাদা করে। যান, ইতিহাস তৈরি করুন এবং আমাদের দেশের নাম সোনার অক্ষরে লিখুন।’
লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু বিশ্ব রেকর্ডধারী ওনাকোয়ার উদ্দেশে বলেছেন, ‘লাগোস আপনাকে সমর্থন দিচ্ছে।’ তিনি আরও বলেন, যেকোনো অবস্থা থেকেও যে শ্রেষ্ঠত্ব তৈরি হতে পারে, টুন্ডে ওনাকোয়ার প্রচেষ্টা তারই শক্তিশালী প্রমাণ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৬ ঘণ্টা, ৯ মিনিট এবং ৩৭ সেকেন্ডের। ২০১৮ সালে নরওয়েজীয় জুটি হলভার্ড হাগ ফ্লেটবো এবং সুয়োর ফার্কিংস্টাড এই রেকর্ডটি করেছিলেন।
২৯ বছর বয়সী টুন্ডে ওনাকোয়া বেড়ে উঠেছেন লাগোসের কুখ্যাত ভাসমান বস্তিতে। ভয়াবহ দারিদ্র্যের হাত থেকে বাঁচানোর জন্য তিনি দাবাকে কৃতিত্ব দেন। তাঁর দাবা শেখানোর অলাভজনক সংস্থা চেস ইন স্লামস আফ্রিকা দরিদ্র সম্প্রদায়ের শিশুদের দাবা খেলা শিখতে সাহায্য করে।
মার্কিন অলাভজনক সংস্থা ‘দ্য গিফট অব চেস’-এর একজন বোর্ড সদস্য ওনাকোয়া। সংস্থাটি দাবার মাধ্যমে জীবন পরিবর্তন করার কাজ করে। এ ছাড়া, ২০৩০ সালের মধ্যে অনুন্নত সম্প্রদায়গুলোর মধ্যে ১০ লাখ দাবা সেট বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দ্য গিফট অব চেস।
নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারের ঝলমলে আলোর নিচে দীর্ঘতম দাবা ম্যারাথনের রেকর্ড ভেঙেছেন নাইজেরিয়ার দাবা মাস্টার টুন্ডে ওনাকোয়া। টানা ৫৮ ঘণ্টা খেলার পরও তিনি দাবা বোর্ডেই বসে ছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ওনাকোয়া লাখ লাখ শিশুর দাবা শিক্ষাকে সহায়তা করার লক্ষ্যে দাতব্য সংস্থার জন্য ১০ লাখ ডলার সংগ্রহ করার আশা করছেন।
নাইজেরিয়ার আফ্রোবিটস তারকা ডেভিডোসহ নিউইয়র্ক শহরে বসবাসকারী নাইজেরীয় সম্প্রদায়ের শত শত সমর্থক দাবা মাস্টার ওনাকোয়ার কাছে এসে উল্লাস করেছেন। তারা গান বাজিয়ে, নেচে এবং নাইজেরিয়ার জনপ্রিয় ও প্রধান খাবার জোলোফ রাইসসহ দেশটির ঐতিহ্যবাহী সব খাবার সরবরাহ করে ওনাকোয়াকে উৎসাহ দিয়ে গেছেন।
অন্যদিকে, ভিডিও স্ট্রিমিং পরিষেবা টুইচ নাইজেরিয়ায় সরাসরি সম্প্রচার করেছে ওনাকোয়ার রেকর্ড জয়। সেখানেই ওনাকোয়াকে সমর্থন করে গেছেন নাইজেরিয়ার মানুষ। লাইভ ভিডিওতে সমর্থকদের বিভিন্ন মন্তব্যে দেখা গেছে, ওনাকোয়াকে অনুপ্রেরণা হিসেবে দেখেন তাঁরা।
একজন মন্তব্যকারী লিখেছেন, ‘স্বপ্ন দেখার সাহস জোগানো এবং আমরা আমাদের মস্তিষ্কের শক্তিকে কোন স্তরে নিয়ে যেতে পারি, তা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ! শুভকামনা টুন্ডে! আমি আবারও আমার দাবা বোর্ড নিয়ে বসব।’
নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেট্টিমা সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে লিখেছেন, ‘জনাব ওনাকোয়া হলেন শ্রেষ্ঠত্ব এবং সহনশীলতার প্রতীক—যা নাইজেরীয়দের দেশে এবং বিদেশে অন্যদের চেয়ে আলাদা করে। যান, ইতিহাস তৈরি করুন এবং আমাদের দেশের নাম সোনার অক্ষরে লিখুন।’
লাগোস রাজ্যের গভর্নর বাবাজিদে সানও-ওলু বিশ্ব রেকর্ডধারী ওনাকোয়ার উদ্দেশে বলেছেন, ‘লাগোস আপনাকে সমর্থন দিচ্ছে।’ তিনি আরও বলেন, যেকোনো অবস্থা থেকেও যে শ্রেষ্ঠত্ব তৈরি হতে পারে, টুন্ডে ওনাকোয়ার প্রচেষ্টা তারই শক্তিশালী প্রমাণ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা স্বীকৃত আগের বিশ্ব রেকর্ডটি ছিল ৫৬ ঘণ্টা, ৯ মিনিট এবং ৩৭ সেকেন্ডের। ২০১৮ সালে নরওয়েজীয় জুটি হলভার্ড হাগ ফ্লেটবো এবং সুয়োর ফার্কিংস্টাড এই রেকর্ডটি করেছিলেন।
২৯ বছর বয়সী টুন্ডে ওনাকোয়া বেড়ে উঠেছেন লাগোসের কুখ্যাত ভাসমান বস্তিতে। ভয়াবহ দারিদ্র্যের হাত থেকে বাঁচানোর জন্য তিনি দাবাকে কৃতিত্ব দেন। তাঁর দাবা শেখানোর অলাভজনক সংস্থা চেস ইন স্লামস আফ্রিকা দরিদ্র সম্প্রদায়ের শিশুদের দাবা খেলা শিখতে সাহায্য করে।
মার্কিন অলাভজনক সংস্থা ‘দ্য গিফট অব চেস’-এর একজন বোর্ড সদস্য ওনাকোয়া। সংস্থাটি দাবার মাধ্যমে জীবন পরিবর্তন করার কাজ করে। এ ছাড়া, ২০৩০ সালের মধ্যে অনুন্নত সম্প্রদায়গুলোর মধ্যে ১০ লাখ দাবা সেট বিতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দ্য গিফট অব চেস।
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে