ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এতে অবসরটা আনন্দদায়ক হওয়ার পাশাপাশি মগজ ঝালাইও হয়ে যায়। ধাঁধা নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে চারটি ধাঁধা।
জঙ্গলের মধ্যে দেখা
একটা মেয়ে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে তার দেখা হলো কথা বলতে পারা সিংহ আর হাতির সঙ্গে। মেয়েটির জানা আছে সিংহ সোমবার, মঙ্গলবার ও বুধবার মিথ্যা কথা বলে। বাকি দিনগুলো সত্যি কথা বলে। অন্যদিকে হাতি বৃহস্পতি, শুক্র ও শনিবার মিথ্যা কথা বলে, বাকি দিনগুলোতে বলে সত্যি কথা। মেয়েটিকে দেখেই সিংহ বলল, ‘গতকাল আমি মিথ্যা বলেছি।’ হাতি তখন চটজলদি বলল, ‘আমিও তাই বলেছি।’ এখন বলুন তো আজ কী বার?
নেকড়ে, ছাগল ও বাঁধাকপি
এক কৃষক একটি নদী পেরোতে চাইছে। তবে সে সঙ্গে নিতে চাইছে একটি নেকড়ে, একটি ছাগল ও বড় একটি বাঁধাকপি। তার একটি ছোট নৌকা আছে। কিন্তু এতে সঙ্গে কেবল নেকড়ে, ছাগল কিংবা বাঁধাকপির যে কোনো একটিকে নিতে পারবে। যদি অপর পাড়ে নেকড়ে ও ছাগল থাকে তবে নেকড়ে ছাগলকে খেয়ে ফেলবে। যদিও ছাগল ও বাঁধাকপি একসঙ্গে থাকে তবে ছাগল বাঁধাকপি খেয়ে ফেলবে। কোনো ক্ষতি ছাড়া কীভাবে কৃষক নেকড়ে, ছাগল ও বাঁধাকপিকে অপর পাড়ে পৌঁছাতে পারবে?
দূরত্ব কত?
একটি ট্রাক রাত ১০টায় রওনা দিয়ে গন্তব্যে পৌঁছাল সকাল ৭টায়। গাড়িটি যদি ২০ কিলোমিটার বেশি বেগে চলত, তবে ভোর ৪টায় পৌঁছে যেত। আর যদি ১০ কিলোমিটার আস্তে চলত, তবে পৌঁছাত সকাল দশটায়। এখন ট্রাকটি মোট কত দূরত্ব অতিক্রম করল বলুন তো?
পাঁচ বন্ধুর আপেল খাওয়া
পাঁচ বন্ধু আপেল খাচ্ছে। ক, খ-এর আগে ও গ-এর পরে শেষ করল। ঘ, ঙ-এর আগে খেল, তবে সে শেষ করল খ-এর পরে। এবার বলুন তো কার পরে কে খেল?
উত্তর:
জঙ্গলের মধ্যে দেখা
বৃহস্পতিবার। একমাত্র যে দিন দুটি প্রাণীই সত্যি কথা বলে সেটি রোববার। কিন্তু আজ রোববার হওয়া সম্ভব নয়। কারণ সিংহ শনিবারও (গতকাল) সত্যি কথা বলে। এখন একমাত্র এমন একটি দিন আছে যেদিন একজন সত্যি ও একজন মিথ্যা কথা বলে সেটি হলো বৃহস্পতিবার।
নেকড়ে, ছাগল ও বাঁধাকপি
প্রথম অপর পাড়ে নিয়ে যাবে ছাগলকে। তারপর একা ফিরে নেকড়েকে নিয়ে যাবে। তবে নেকড়েকে রেখে ফিরে আসবে ছাগলকে নিয়ে। তারপর ছাগলকে রেখে বাঁধাকপিকে নিয়ে রাখবে ওপারে নেকড়ের পাশে। সবশেষে ফিরে এসে ছাগলকে নিয়ে আসবে।
দূরত্ব কত?
৩৬০ কিলোমিটার।
পাঁচ বন্ধুর আপেল খাওয়া
সবার আগে খেল গ। তারপর যথাক্রমে ক, খ, ঘ ও ঙ।
ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। এতে অবসরটা আনন্দদায়ক হওয়ার পাশাপাশি মগজ ঝালাইও হয়ে যায়। ধাঁধা নিয়ে ধারাবাহিক আয়োজনে আজ থাকছে চারটি ধাঁধা।
জঙ্গলের মধ্যে দেখা
একটা মেয়ে বনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। সেখানে তার দেখা হলো কথা বলতে পারা সিংহ আর হাতির সঙ্গে। মেয়েটির জানা আছে সিংহ সোমবার, মঙ্গলবার ও বুধবার মিথ্যা কথা বলে। বাকি দিনগুলো সত্যি কথা বলে। অন্যদিকে হাতি বৃহস্পতি, শুক্র ও শনিবার মিথ্যা কথা বলে, বাকি দিনগুলোতে বলে সত্যি কথা। মেয়েটিকে দেখেই সিংহ বলল, ‘গতকাল আমি মিথ্যা বলেছি।’ হাতি তখন চটজলদি বলল, ‘আমিও তাই বলেছি।’ এখন বলুন তো আজ কী বার?
নেকড়ে, ছাগল ও বাঁধাকপি
এক কৃষক একটি নদী পেরোতে চাইছে। তবে সে সঙ্গে নিতে চাইছে একটি নেকড়ে, একটি ছাগল ও বড় একটি বাঁধাকপি। তার একটি ছোট নৌকা আছে। কিন্তু এতে সঙ্গে কেবল নেকড়ে, ছাগল কিংবা বাঁধাকপির যে কোনো একটিকে নিতে পারবে। যদি অপর পাড়ে নেকড়ে ও ছাগল থাকে তবে নেকড়ে ছাগলকে খেয়ে ফেলবে। যদিও ছাগল ও বাঁধাকপি একসঙ্গে থাকে তবে ছাগল বাঁধাকপি খেয়ে ফেলবে। কোনো ক্ষতি ছাড়া কীভাবে কৃষক নেকড়ে, ছাগল ও বাঁধাকপিকে অপর পাড়ে পৌঁছাতে পারবে?
দূরত্ব কত?
একটি ট্রাক রাত ১০টায় রওনা দিয়ে গন্তব্যে পৌঁছাল সকাল ৭টায়। গাড়িটি যদি ২০ কিলোমিটার বেশি বেগে চলত, তবে ভোর ৪টায় পৌঁছে যেত। আর যদি ১০ কিলোমিটার আস্তে চলত, তবে পৌঁছাত সকাল দশটায়। এখন ট্রাকটি মোট কত দূরত্ব অতিক্রম করল বলুন তো?
পাঁচ বন্ধুর আপেল খাওয়া
পাঁচ বন্ধু আপেল খাচ্ছে। ক, খ-এর আগে ও গ-এর পরে শেষ করল। ঘ, ঙ-এর আগে খেল, তবে সে শেষ করল খ-এর পরে। এবার বলুন তো কার পরে কে খেল?
উত্তর:
জঙ্গলের মধ্যে দেখা
বৃহস্পতিবার। একমাত্র যে দিন দুটি প্রাণীই সত্যি কথা বলে সেটি রোববার। কিন্তু আজ রোববার হওয়া সম্ভব নয়। কারণ সিংহ শনিবারও (গতকাল) সত্যি কথা বলে। এখন একমাত্র এমন একটি দিন আছে যেদিন একজন সত্যি ও একজন মিথ্যা কথা বলে সেটি হলো বৃহস্পতিবার।
নেকড়ে, ছাগল ও বাঁধাকপি
প্রথম অপর পাড়ে নিয়ে যাবে ছাগলকে। তারপর একা ফিরে নেকড়েকে নিয়ে যাবে। তবে নেকড়েকে রেখে ফিরে আসবে ছাগলকে নিয়ে। তারপর ছাগলকে রেখে বাঁধাকপিকে নিয়ে রাখবে ওপারে নেকড়ের পাশে। সবশেষে ফিরে এসে ছাগলকে নিয়ে আসবে।
দূরত্ব কত?
৩৬০ কিলোমিটার।
পাঁচ বন্ধুর আপেল খাওয়া
সবার আগে খেল গ। তারপর যথাক্রমে ক, খ, ঘ ও ঙ।
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
২ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১০ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগে