সানজিদা সামরিন
একটা গল্প বলে নিই, সত্যিকারের গল্প। ঠিক ছয় বছর আগের কথা। যুক্তরাষ্ট্রের সিয়াটলে থাকত ছোট্ট মেয়ে গ্যাবি মান। তখন তার আট বছর বয়স। পাখি কমবেশি সবার পছন্দ হলেও তার মধ্যে কাক যে পড়ে না, তা নিঃসন্দেহে বলা যায়। কাক তার আচরণ বা গলার স্বর কোনোটা দিয়েই যেন মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারেনি এতকাল। তবে গ্যাবির কী হলো? গ্যাবির সঙ্গে পাড়ার সব কাকেরই বন্ধুত্ব ছিল বটে! শুধু তাই নয় কাকেরাও ভালোবাসার বিনিময়ে গ্যাবিকে উপহার দিয়ে যেত। কথা মোটেও মিথ্যে নয়। গবেষণায় দেখা গেছে, কাক বন্ধুত্বের প্রতিদান দেয়।
রোজ সকালে গ্যাবি বাড়ির পেছনের উঠোনে কাকদের গোসলের জন্য স্বচ্ছ পরিষ্কার পানি, আর খাবার ছড়িয়ে আশপাশের কাকগুলোকে ডাকত খাওয়ার জন্য।
নিমন্ত্রণে এলে কি কেউ খালি হাতে আসে নাকি! কাকেরাও গ্যাবির জন্য ঠোঁটে করে এটা ওটা উপহার নিয়ে আসত! ভাঙা কাচের টুকরো, ছোট রূপালি বল, কালো ও হলুদ বোতাম, কাগজের ক্লিপ, ফোম আরও কত কী! গ্যাবি যত্ন করে তা বাক্সে তুলে রাখত।
গবেষকেরা বলছেন, এটা অভিনব কিছু নয়। প্রাণী জগতে উপহার দেওয়া–নেওয়ার চল নতুন কিছু নয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ওয়াইল্ডলাইফ সায়েন্সের অধ্যাপক জন মার্জলাফ বলেন, অনেক প্রাণীই তাদের নিজ গোত্রের সদস্যকে উপহার দেয়। কিন্তু কাক হচ্ছে এমন একটি পাখি, যা মানুষকেও উপহার দেয়। তাদের যেসব মানুষ খাবার দেয়, তাদের প্রতি মনোযোগী হয় ও তাদের প্রাণ বাঁচায়, তারা সেসব মানুষদের মনে রাখে ও উপহার দিতে ভোলে না।
কাকদের সঙ্গে গ্যাবির বন্ধুত্ব ২০১১ সাল থেকে। তখন তার বয়স ছিল মাত্র চার বছর। একবার গ্যাবি গাড়ি থেকে বরে হওয়ার সময় তার কোলের ওপর রাখা চিকেন নাগেট মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই আশপাশের সব কাক ভিড় জমাল চিকেন নাগেটটি লুফে নিতে। এর পর থেকেই তারা গ্যাবির আশপাশেই থাকে। যদি আরেকবার চিকেন নাগেট ভোজের সুযোগ হয়।
গ্যাবি যত বড় হতে লাগল, তারও মায়া হতে লাগল কাকদের প্রতি। বাসস্টপে দাঁড়িয়ে নিজের লাঞ্চপ্যাক থেকে খাবার আশপাশে ছড়িয়ে দিত। আর কাকেরাও রোজ গ্যাবির অপেক্ষায় বাসস্টপে এসে হাজির হতো। ২০১৩ সাল থেকে গ্যাবি ও তার মা লিসা দৈনিক রুটিন মেনেই কাকদের খাবার দিতে শুরু করেন।
মার্জলাফ ও তার সহকর্মী মার্ক মিলার কাকের ওপর করা একটি গবেষণার ফল হিসেবে জানান, কাকদের যারা খাবার দেন, তাদের সঙ্গে কাকদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরের সংকেত খুব ভালোভাবেই বুঝতে পারে।
তারা জানান, পাখিরা তাদের ওড়ার ভঙ্গি, দূরত্ব ও বসার স্থান দ্বারা তাদের ইতিবাচক সংকেত দেয়। অনেক সময় কাক তাদের খাবার দানকারীদের জন্য উপহারও নিয়ে আসে।
গ্যাবির সঙ্গে কাকদের এই বন্ধুত্বের কথা ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশ পায়। কিন্তু কাকদের জন্য এত এত খাবার ছড়ানোয় বিরক্ত হয়ে দুই প্রতিবেশী গ্যাবির পরিবারের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা নিষ্পত্তিতে সময় লাগে এক বছর। এর পর আর কী হয়েছিল তা জানা যায়নি।
তবে যাই হোক, কাক যেহেতু তাদের প্রতি সহানুভূতিশীলদের চেহারা মনে রাখে সেহেতু গ্যাবিকেও তারা ভোলেনি নিশ্চয়ই!
একটা গল্প বলে নিই, সত্যিকারের গল্প। ঠিক ছয় বছর আগের কথা। যুক্তরাষ্ট্রের সিয়াটলে থাকত ছোট্ট মেয়ে গ্যাবি মান। তখন তার আট বছর বয়স। পাখি কমবেশি সবার পছন্দ হলেও তার মধ্যে কাক যে পড়ে না, তা নিঃসন্দেহে বলা যায়। কাক তার আচরণ বা গলার স্বর কোনোটা দিয়েই যেন মানুষকে মন্ত্রমুগ্ধ করতে পারেনি এতকাল। তবে গ্যাবির কী হলো? গ্যাবির সঙ্গে পাড়ার সব কাকেরই বন্ধুত্ব ছিল বটে! শুধু তাই নয় কাকেরাও ভালোবাসার বিনিময়ে গ্যাবিকে উপহার দিয়ে যেত। কথা মোটেও মিথ্যে নয়। গবেষণায় দেখা গেছে, কাক বন্ধুত্বের প্রতিদান দেয়।
রোজ সকালে গ্যাবি বাড়ির পেছনের উঠোনে কাকদের গোসলের জন্য স্বচ্ছ পরিষ্কার পানি, আর খাবার ছড়িয়ে আশপাশের কাকগুলোকে ডাকত খাওয়ার জন্য।
নিমন্ত্রণে এলে কি কেউ খালি হাতে আসে নাকি! কাকেরাও গ্যাবির জন্য ঠোঁটে করে এটা ওটা উপহার নিয়ে আসত! ভাঙা কাচের টুকরো, ছোট রূপালি বল, কালো ও হলুদ বোতাম, কাগজের ক্লিপ, ফোম আরও কত কী! গ্যাবি যত্ন করে তা বাক্সে তুলে রাখত।
গবেষকেরা বলছেন, এটা অভিনব কিছু নয়। প্রাণী জগতে উপহার দেওয়া–নেওয়ার চল নতুন কিছু নয়। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ওয়াইল্ডলাইফ সায়েন্সের অধ্যাপক জন মার্জলাফ বলেন, অনেক প্রাণীই তাদের নিজ গোত্রের সদস্যকে উপহার দেয়। কিন্তু কাক হচ্ছে এমন একটি পাখি, যা মানুষকেও উপহার দেয়। তাদের যেসব মানুষ খাবার দেয়, তাদের প্রতি মনোযোগী হয় ও তাদের প্রাণ বাঁচায়, তারা সেসব মানুষদের মনে রাখে ও উপহার দিতে ভোলে না।
কাকদের সঙ্গে গ্যাবির বন্ধুত্ব ২০১১ সাল থেকে। তখন তার বয়স ছিল মাত্র চার বছর। একবার গ্যাবি গাড়ি থেকে বরে হওয়ার সময় তার কোলের ওপর রাখা চিকেন নাগেট মাটিতে পড়ে গেল। সঙ্গে সঙ্গেই আশপাশের সব কাক ভিড় জমাল চিকেন নাগেটটি লুফে নিতে। এর পর থেকেই তারা গ্যাবির আশপাশেই থাকে। যদি আরেকবার চিকেন নাগেট ভোজের সুযোগ হয়।
গ্যাবি যত বড় হতে লাগল, তারও মায়া হতে লাগল কাকদের প্রতি। বাসস্টপে দাঁড়িয়ে নিজের লাঞ্চপ্যাক থেকে খাবার আশপাশে ছড়িয়ে দিত। আর কাকেরাও রোজ গ্যাবির অপেক্ষায় বাসস্টপে এসে হাজির হতো। ২০১৩ সাল থেকে গ্যাবি ও তার মা লিসা দৈনিক রুটিন মেনেই কাকদের খাবার দিতে শুরু করেন।
মার্জলাফ ও তার সহকর্মী মার্ক মিলার কাকের ওপর করা একটি গবেষণার ফল হিসেবে জানান, কাকদের যারা খাবার দেন, তাদের সঙ্গে কাকদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়। তারা একে অপরের সংকেত খুব ভালোভাবেই বুঝতে পারে।
তারা জানান, পাখিরা তাদের ওড়ার ভঙ্গি, দূরত্ব ও বসার স্থান দ্বারা তাদের ইতিবাচক সংকেত দেয়। অনেক সময় কাক তাদের খাবার দানকারীদের জন্য উপহারও নিয়ে আসে।
গ্যাবির সঙ্গে কাকদের এই বন্ধুত্বের কথা ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশ পায়। কিন্তু কাকদের জন্য এত এত খাবার ছড়ানোয় বিরক্ত হয়ে দুই প্রতিবেশী গ্যাবির পরিবারের বিরুদ্ধে মামলা করেন। এই মামলা নিষ্পত্তিতে সময় লাগে এক বছর। এর পর আর কী হয়েছিল তা জানা যায়নি।
তবে যাই হোক, কাক যেহেতু তাদের প্রতি সহানুভূতিশীলদের চেহারা মনে রাখে সেহেতু গ্যাবিকেও তারা ভোলেনি নিশ্চয়ই!
এক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
৬ ঘণ্টা আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৫ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৮ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১২ দিন আগে