ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।
ঝুলন্ত কোনো দড়ির ওপর দিয়ে হাঁটাটা এমনিতেই বেশ কঠিন ব্যাপার। তার ওপর আবার যদি এ সময় ছুরি ছোড়াছুড়ি করে ভারসাম্য রক্ষা করতে হয়, তবে? এ কাজটাই দক্ষতার সঙ্গে করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এডগার ইয়াদকেভিচ।
দড়ির ওপরের এই খেলার নাম স্টকলাইন। এটা এমন এক খেলা, যেখানে দড়িটা মাটির ওপরে ঝোলানো থাকে এবং এর দুই প্রান্ত দুটি পয়েন্ট বা জায়গায় বাঁধা থাকে। তবে এডগার ইয়াদকোভিচের জন্য এই রেকর্ড গড়া মোটেই অস্বাভাবিক কিছু ছিল না। ক্যালিফোর্নিয়ার পওয়ের এই বাসিন্দা একজন পেশাদার স্টকলাইনার। স্টকলাইন ধরে তিনটি ছুরি লোফালুফি করে ভারসাম্য রক্ষা করে ১০.৪৭ মিটার বা ৩৪ ফুট ৪ ইঞ্চি দূরত্ব অতিক্রম করে এই রেকর্ড গড়েন বলে নিশ্চিত করেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। গত ২১ নভেম্বর তাঁর এই রেকর্ড গড়ার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে।
ব্যক্তিগতভাবে একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ব্যক্তির সঙ্গে পরিচয় আছে এডগারের। এটা তাঁকে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করতে উৎসাহী করে।
‘যে দিনটি রেকর্ডের চেষ্টা করি আমি, সেটি ছিল ওয়ার্ল্ড সার্কাস ডে। দিনটি উপলক্ষে ক্যালিফোর্নিয়ার করোনাডোয় বেশ কিছু সার্কাস-শিল্পী জড়ো হয়েছিল।’ বলেন এডগার, ‘প্রত্যেকেই স্বাভাবিকের চেয়ে কিছু বেশি কসরত দেখানোর চেষ্টা করছিল এবং উদ্যাপন করছিল। আমি এমন একটি কিছু করার কথা ভাবলাম, যেটা আমার বন্ধুদের উৎসাহ দেওয়ার পাশাপাশি আমার শিক্ষার্থীদেরও সার্কাসের বিষয়ে আগ্রহ বাড়াবে।’
এডগার জানান, ১২ বছর ধরে এভাবে দড়ির ওপর হেঁটে যাওয়া এবং জাগলিং বা বিভিন্ন জিনিস ছুড়ে ভারসাম্য রক্ষার খেলা দেখিয়ে যাচ্ছেন তিনি। জাগলিংয়ে অন্তত একটি বস্তু সব সময় শূন্যে থাকতে হয়। রেকর্ডের দিন অল্প কয়েক বারই কেবল অনুশীলন করেন।
‘যখন আমি খুব বেশি সময় ধরে অনুশীলন করি, তখন আমার বাহু ক্লান্ত হয়ে যায় এবং একটি নির্দিষ্ট সীমার পরে আমি জানি যে আমার বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে লিগামেন্ট এবং টেন্ডনের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।’ বলেন এডগার, ‘যদি এটি ঘটে, তবে পেশাদার জগলার হিসেবে কাজ করা কঠিন হয়ে পড়বে আমার জন্য।’
এডগার আগে একবার অনুশীলনের সময় একটি ছুরি দিয়ে কিছুটা আঘাত পেয়েছিলেন। তবে সেটা গুরুতর কিছু ছিল না।
এডগার বলেছেন যে তিনটি ছুরি ছোড়াছুড়ি করতে করতে দড়ির ওপর হাঁটার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁর বাহু দুটি কতক্ষণ পর্যন্ত বিষয়টি সহ্য করতে পারে সেটি। তবে শেষ পর্যন্ত চমৎকারভাবেই রেকর্ডটি গড়ে ফেললেন তিনি।
ভবিষ্যতে আরও একটি রেকর্ড গড়ার চেষ্টা করার ইচ্ছা আছে এডগারের। তবে কোন বিষয়ে তা পরিষ্কার করেননি।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫