পাখিটির ডাকের সঙ্গে পুলিশের কারের সাইরেনের আশ্চর্য মিল। এটা এতটাই যে পুলিশ সদস্যরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, পুলিশের বিচেস্টার ঘাঁটিতে শব্দটা শোনার পর সেখানকার পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে পড়েন। তাঁরা ভাবেন, পুলিশের কোনো একটি কারের আওয়াজ এটি।
অক্সফোর্ডশায়ারের ওই জায়গায় একটি ভিডিও ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পুলিশ সদস্যরা। এতে পাখিটিকে একটি গাছে বসে সাইরেনের মতো শব্দে কয়েকবার ডেকে ওঠার পর কিচিরমিচির করতে দেখা যায়।
পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়, এটি পুরোপুরি সত্যি ঘটনা, কোনো ধরনের এপ্রিল ফুল জোক নয়। আর কর্মকর্তারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন শব্দটা শুনে।
পোস্টে উল্লেখ করা হয়, ‘এটি এতটা নির্ভুল, সবাই ভেবেছিল যে গাড়িতে সাইরেনগুলো ত্রুটিপূর্ণ ছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অনুমান করেন, পাখিটি একটি স্টারলিং হতে পারে। এরা মানুষের তৈরি শব্দ অনুকরণ করায় ওস্তাদ।
পাখিটির ডাকের সঙ্গে পুলিশের কারের সাইরেনের আশ্চর্য মিল। এটা এতটাই যে পুলিশ সদস্যরাই বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশকে। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
টেমস ভ্যালি পুলিশ জানিয়েছে, পুলিশের বিচেস্টার ঘাঁটিতে শব্দটা শোনার পর সেখানকার পুলিশ সদস্যরা বিভ্রান্ত হয়ে পড়েন। তাঁরা ভাবেন, পুলিশের কোনো একটি কারের আওয়াজ এটি।
অক্সফোর্ডশায়ারের ওই জায়গায় একটি ভিডিও ধারণ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পুলিশ সদস্যরা। এতে পাখিটিকে একটি গাছে বসে সাইরেনের মতো শব্দে কয়েকবার ডেকে ওঠার পর কিচিরমিচির করতে দেখা যায়।
পুলিশের পক্ষ থেকে এটাও জানানো হয়, এটি পুরোপুরি সত্যি ঘটনা, কোনো ধরনের এপ্রিল ফুল জোক নয়। আর কর্মকর্তারা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন শব্দটা শুনে।
পোস্টে উল্লেখ করা হয়, ‘এটি এতটা নির্ভুল, সবাই ভেবেছিল যে গাড়িতে সাইরেনগুলো ত্রুটিপূর্ণ ছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অনুমান করেন, পাখিটি একটি স্টারলিং হতে পারে। এরা মানুষের তৈরি শব্দ অনুকরণ করায় ওস্তাদ।
নারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
১ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
২ দিন আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৩ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৫ দিন আগে