ল-র-ব-য-হ ডেস্ক
১) মানব মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তবে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন প্রোগ্রাম চালাতে পারত। বিশ্বের সবচেয়ে শক্তশালী সুপার কম্পিউটার ব্লুজিনের সক্ষমতা এর মাত্র .০০২ শতাংশ।
২) ১০০ বছরের বেশি সময় ধরে হন্ডুরাস ও ইওরোতে 'মৎস্য বৃষ্টি' হচ্ছে। এ বৃষ্টিতে আকাশ থেকে প্রচুর মাছ পড়ে। এই অঞ্চলে বছরে ৪ বার পর্যন্ত এমন বৃষ্টি হয়ে থাকে।
৩) মশার দাঁত সংখ্যা ৪৭টি। মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পাড়ে। তাইতো পুরুষ মশা কখনো হুল ফোটায় না।
৪) বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির অ্যাম্বাসেডর হিসেবে বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তা মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির সকল কর্মীর আয়ের চেয়ে বেশি ছিল।
৫) স্টার ফিসের দেহ পুনর্গঠন হয়। এমনকি একটি বাহু থেকেও পুরো শরীরও সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: অলদ্যাইন্টারেস্টিং.কম
১) মানব মস্তিষ্ক যদি কম্পিউটার হতো তবে প্রতি সেকেন্ডে ৩৮ হাজার ট্রিলিয়ন প্রোগ্রাম চালাতে পারত। বিশ্বের সবচেয়ে শক্তশালী সুপার কম্পিউটার ব্লুজিনের সক্ষমতা এর মাত্র .০০২ শতাংশ।
২) ১০০ বছরের বেশি সময় ধরে হন্ডুরাস ও ইওরোতে 'মৎস্য বৃষ্টি' হচ্ছে। এ বৃষ্টিতে আকাশ থেকে প্রচুর মাছ পড়ে। এই অঞ্চলে বছরে ৪ বার পর্যন্ত এমন বৃষ্টি হয়ে থাকে।
৩) মশার দাঁত সংখ্যা ৪৭টি। মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না! মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পাড়ে। তাইতো পুরুষ মশা কখনো হুল ফোটায় না।
৪) বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান খেলাধুলার সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির অ্যাম্বাসেডর হিসেবে বছরে যে পরিমাণ অর্থ উপার্জন করতেন তা মালয়েশিয়ায় প্রতিষ্ঠানটির সকল কর্মীর আয়ের চেয়ে বেশি ছিল।
৫) স্টার ফিসের দেহ পুনর্গঠন হয়। এমনকি একটি বাহু থেকেও পুরো শরীরও সৃষ্টি হতে পারে।
তথ্যসূত্র: অলদ্যাইন্টারেস্টিং.কম
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
৩ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৪ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৬ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৭ দিন আগে