বিষধর হোক বা না হোক, সাপ নিয়ে ভীতি কমবেশি সবার মধ্যেই আছে। কোনো এলাকায় সাপ আছে শুনলেই আমাদের মধ্যে একধরনের চাপা ভয় কাজ করে—এই বুঝি সাপে কাটল। তবে এসব ভয়ের বিন্দুমাত্র তোয়াক্কা না করে সাপের মাথায় চুমু খেলেন ভারতের ভাভা সুরেশ নামের এক ব্যক্তি। তাও আবার যেমন-তেমন সাপ নয়, একদম বিষধর শঙ্খচূড়।
এমনই এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সৌরভ যাদব নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ বিশেষজ্ঞ সুরেশ একটি বিষধর শঙ্খচূড়কে পেছন থেকে চুমু খাচ্ছেন।
ভাভা সুরেশ পেশায় একজন বন্যপ্রাণী সংরক্ষক ও সাপ বিশেষজ্ঞ। সাপ ধরা এবং সেগুলো বন্য পরিবেশে সংরক্ষণের জন্য তিনি সুপরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজমিনিটের তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি সাপ ধরেছেন। এর মধ্যে সাপের কামড় খেয়েছেন প্রায় ৩ হাজার বার।
গত বুধবারে পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত ১৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা তো বেশ বিপজ্জনক’। অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ‘সাপকে চুমু খাওয়া বিপজ্জনক হলেও এমন জিনিস দেখতে আমার বেশ ভালোই লাগে।’
এদিকে ভারতের কর্ণাটকের শিভামোজ্ঞা অঞ্চলে ভদ্রাবতিতে সাপকে চুমু খেতে গিয়ে ছোবল খাওয়ার ঘটনা ঘটেছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাপকে চুমু খাওয়ার চেষ্টা করলে উল্টো কামড় খান।
বিষধর হোক বা না হোক, সাপ নিয়ে ভীতি কমবেশি সবার মধ্যেই আছে। কোনো এলাকায় সাপ আছে শুনলেই আমাদের মধ্যে একধরনের চাপা ভয় কাজ করে—এই বুঝি সাপে কাটল। তবে এসব ভয়ের বিন্দুমাত্র তোয়াক্কা না করে সাপের মাথায় চুমু খেলেন ভারতের ভাভা সুরেশ নামের এক ব্যক্তি। তাও আবার যেমন-তেমন সাপ নয়, একদম বিষধর শঙ্খচূড়।
এমনই এক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সৌরভ যাদব নামের এক ব্যবহারকারীর পোস্ট করা ভিডিওতে দেখা যায়, সাপ বিশেষজ্ঞ সুরেশ একটি বিষধর শঙ্খচূড়কে পেছন থেকে চুমু খাচ্ছেন।
ভাভা সুরেশ পেশায় একজন বন্যপ্রাণী সংরক্ষক ও সাপ বিশেষজ্ঞ। সাপ ধরা এবং সেগুলো বন্য পরিবেশে সংরক্ষণের জন্য তিনি সুপরিচিত। ভারতীয় সংবাদমাধ্যম নিউজমিনিটের তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি সাপ ধরেছেন। এর মধ্যে সাপের কামড় খেয়েছেন প্রায় ৩ হাজার বার।
গত বুধবারে পোস্ট হওয়া ভিডিওটি এ পর্যন্ত ১৩ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা তো বেশ বিপজ্জনক’। অন্য আরেক ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ‘সাপকে চুমু খাওয়া বিপজ্জনক হলেও এমন জিনিস দেখতে আমার বেশ ভালোই লাগে।’
এদিকে ভারতের কর্ণাটকের শিভামোজ্ঞা অঞ্চলে ভদ্রাবতিতে সাপকে চুমু খেতে গিয়ে ছোবল খাওয়ার ঘটনা ঘটেছে। ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সাপকে চুমু খাওয়ার চেষ্টা করলে উল্টো কামড় খান।
‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
২ ঘণ্টা আগেবেশির ভাগ বিড়ালপ্রেমীই আতঙ্কে থাকেন, কখন তাদের পোষা বিড়াল কোনো ইঁদুর বা পাখি শিকার করে বাসায় নিয়ে আসে। তবে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরের এক পরিবারের বিড়ালের কর্মকাণ্ড এই সাধারণ দুশ্চিন্তার চেয়েও ভয়াবহ। কারণ, তাদের ১৫ মাস বয়সী বিড়ালটি একা পুরো এলাকায় চুরির রাজত্ব কায়েম করেছে। পুরো এলাকার অপরাধ জগতে
১০ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়েছিল। মাঝ রাস্তায় দুই ঘোড়ার লড়াইয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। এই তাণ্ডবের মধ্যে একটি ঘোড়া একটি অটো রিকশার ওপর লাফিয়ে পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। এরপর ঘোড়াটি প্রায় ২০ মিনিট রিকশার ভেতরে আটকে ছিল।
৩ দিন আগেহাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৩ দিন আগে