বিমানবন্দরে কোনো যাত্রীকে পরীক্ষা করার সময় কী পাওয়া যেতে পারে? আর যা-ই হোক এটা নিশ্চয় আশা করবেন না কারও প্যান্টের পকেটে সাপ পাওয়া যাবে। কিন্তু এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে।
ঘটনাটি গত সপ্তাহের। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীর প্যান্টের পকেটে খুঁজে পান ছোট্ট একটা থলে। তাতেই ছিল একাধিক সাপ। সৌভাগ্যক্রমে উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়েন তিনি সাপসহ।
ফ্লোরিডার মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক্সে করা এক পোস্টের সূত্রে এসব তথ্য জানায় মার্কিন সংবাদ সংস্থা এপি। গত ২৬ এপ্রিল চেক করার সময় ওই যাত্রীর ট্রাউজারের পকেটে সাপভর্তি ব্যাগটা পান নিরাপত্তাকর্মীরা।
পোস্টটিতে ছোট্ট দুটি সাপের ছবিও ছিল। যে ব্যাগটিতে এদের পাওয়া যায় সেটাকে দেখে সানগ্লাসের একটি ব্যাগ বলে মনে হয়েছে।
টিএসএ জানিয়েছে সাপগুলো ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবশ্য ওই যাত্রীর নাম কিংবা তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।
বিমানবন্দরে কোনো যাত্রীকে পরীক্ষা করার সময় কী পাওয়া যেতে পারে? আর যা-ই হোক এটা নিশ্চয় আশা করবেন না কারও প্যান্টের পকেটে সাপ পাওয়া যাবে। কিন্তু এমনটাই ঘটেছে যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরে।
ঘটনাটি গত সপ্তাহের। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা ওই যাত্রীর প্যান্টের পকেটে খুঁজে পান ছোট্ট একটা থলে। তাতেই ছিল একাধিক সাপ। সৌভাগ্যক্রমে উড়োজাহাজে ওঠার আগেই ধরা পড়েন তিনি সাপসহ।
ফ্লোরিডার মিয়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (টিএসএ) এক্সে করা এক পোস্টের সূত্রে এসব তথ্য জানায় মার্কিন সংবাদ সংস্থা এপি। গত ২৬ এপ্রিল চেক করার সময় ওই যাত্রীর ট্রাউজারের পকেটে সাপভর্তি ব্যাগটা পান নিরাপত্তাকর্মীরা।
পোস্টটিতে ছোট্ট দুটি সাপের ছবিও ছিল। যে ব্যাগটিতে এদের পাওয়া যায় সেটাকে দেখে সানগ্লাসের একটি ব্যাগ বলে মনে হয়েছে।
টিএসএ জানিয়েছে সাপগুলো ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
অবশ্য ওই যাত্রীর নাম কিংবা তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি।
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে