Ajker Patrika

নারী ছাড়া পুরুষের কী হাল হবে?

ল-র-ব-য-হ ডেস্ক
আপডেট : ০৬ মার্চ ২০২২, ২৩: ১৭
নারী ছাড়া পুরুষের কী হাল হবে?

দুইটা জিনিসের কোনো সীমা নেই। একটা মহাবিশ্ব, আরেকটা হলো মানুষের নির্বুদ্ধিতা। অবশ্য মহাবিশ্বের অসীমতা নিয়ে আমার সন্দেহ আছে।
আলবার্ট আইনস্টাইন, নোবেলজয়ী জার্মান পদার্থবিদ (১৪ মার্চ, ১৮৭৯-১৮ এপ্রিল, ১৯৫৫) 
ছবি: পিক্সাবে ডটকম

 

নিজে যা তা অস্বীকার করা একমাত্র সৃষ্টি হলো— মানুষ।
 আলবেয়ার কাম্যু, নোবেল বিজয়ী ফরাসী সাহিত্যিক (৭ নভেম্বর, ১৯১৩ –৪ জানুয়ারি, ১৯৬০) 
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

 

পৃথিবী ঠিকই আছে, মানুষগুলোই নষ্ট।
 জর্জ কারলিন, মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ান (১২ মে, ১৯৩৭—২২ জুন, ২০০৮) 
ছবি: রয়টার্স

 

মানুষ বলে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু আমি তো প্রতিদিনই কিছুই করি না!
 এএ মিলনে, ইংরেজ লেখক (১৮ জানুয়ারি, ১৮৮২—৩১ জানুয়ারি, ১৯৫৬) 
ছবি: উইকিপিডিয়ার সৌজন্যে

 

নারী ছাড়া পুরুষের কী হাল হবে? দুর্লভ, ভায়া...অতীব দুর্লভ! 
 মার্কিন সাহিত্যিক মার্ক টোয়েন (৩০ নভেম্বর, ১৮৩৫—২১ এপ্রিল, ১৯১০)। 
ছবি: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সৌজন্যে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত