বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
১৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
১ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৪ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৫ দিন আগে