অনলাইন ডেস্ক
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
বালুর ওপর হাঁটার কারণে জুতা যেন নোংরা না হয়, তাই দেহরক্ষীর কোলে চড়ে ঘুরছেন জনপ্রিয় শিল্পী ও স্নিকারপ্রেমী ডিজে খালেদ। নিজের নতুন অ্যালবামের প্রচারণা করতে এমন এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তোপের মুখে পড়েছেন ৪৮ বছর বয়সী এই সংগীত প্রযোজক।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গাড়ির দরজা খুলে মাটির দিকে তাকিয়েই দেহরক্ষীদের সাহায্য করতে বলেন ডিজে খালেদ। তিনি বলেন, ‘আমি আমার জর্ডান জুতা নোংরা করতে চাই না। সবাই মিলে কি আমাকে সাহায্য করতে পারেন?’
ভিডিওতে তাঁকে নাইকি এয়ার জর্ডান স্নিকার পরে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাউথ বিচ ওয়াইন অ্যান্ড ফুড ফেস্টিভালে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভিডিওতে দুজন দেহরক্ষীকে তাঁকে কোলে তুলে গল্ফ কার্টে বসাতে দেখা যায়। এই গল্ফ কার্টে করে তাঁকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা কোলে তোলার পর এই সংগীত পরিচালক বলেন, ‘আমি সব সময়ই জয়ী হই’।
এমনকি মঞ্চে তোলার সময়ও গল্ফ কার্ট থেকে কোলে করেই তাঁকে সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। দেহরক্ষীরা নামিয়ে দেওয়ার পর খালেদ বলেন, ‘ধন্যবাদ, ভাই, আমি কৃতজ্ঞ। আমি জর্ডান জুতাগুলো নষ্ট করতে পারব না।’
কয়েক দিন আগেই এই ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওটি ২৯ লাখ বার দেখা হয়েছে। ইন্টারনেট ব্যবহারকারীরা তাঁর আচরণকে ‘অসম্মানজনক’ বলে নিন্দা করেছেন।
কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী লিখেছেন, ‘মঞ্চে ওঠার আগে স্যান্ডেল পরে এরপর জর্ডান পরলে কেমন হয়?’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমার আপনার প্রতি কোনো সম্মান রইল না। কোনো প্রাপ্তবয়স্ক মানুষ এ ধরনের কাজ করবে, এটা জঘন্য একটা ব্যাপার। তিনি সৃষ্টিকর্তা নিয়ে এত কথা বলেন আর এক জোড়া জুতার জন্য এমন ব্যবহার করেন। হাস্যকর!’
আরেক ব্যবহারকারী বলেন, ‘এর কি কোনো দরকার ছিল, আমার কাছে এটা অত্যন্ত বোকামি মনে হয়েছে। ধনী!’
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৩ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৬ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১০ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১২ দিন আগে