কেমন অবিশ্বাস্য শোনালেও একটি সাদা অ্যালিগেটরের পাকস্থলী থেকে বের করা হয়েছে ৭০টি কয়েন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
ওমাহার হেনরি ডুরলি জু অ্যান্ড অ্যাকোরিয়ামে থিবোডক্স নামের ৩৬ বছরের ওই অ্যালিগেটরের বাস। অ্যালিগেটরদের কুমিরের জাত ভাই বলতে পারেন। তবে তাদের মধ্যে কিছু পার্থক্যও আছে।
‘তার মুখকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল। কয়েনগুলো বের করার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো নিরাপদে ভেতরে প্রবেশ ও বের করা হয়েছিল। উদাহরণ হিসেবে ক্যামেরার কথা বলা যায়, এটি আমাদের এই বস্তুগুলো বের করতে করতে সহায়তা করেছিল।’ চিড়িয়াখানার পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন পশু চিকিৎসক ক্রিস্টিনা প্লুগ।
নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রাণীটিকে পরীক্ষা করার সময় মুদ্রাগুলোর উপস্থিতি জানা যায় এবং এগুলো শেষ পর্যন্ত সফলভাবে সরানো হয়েছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
প্লুগ বিশ্বাস করেন, ধাতব মুদ্রাগুলো দর্শনার্থীরা প্রাণীর আবাসস্থলে ছুড়ে মেরেছিল।
‘অতিথিদের চিড়িয়াখানার কোনো জলাধারের মধ্যে কয়েন নিক্ষেপ করা উচিত নয়।’ এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।
বিখ্যাত এই চিড়িয়াখানায় আছে ১০টি আমেরিকান অ্যালিগেটর। এদের মধ্যে থিবোডক্স লিউসিস্টিক প্রাণী। এ ধরনের প্রাণীর শরীরে রঞ্জক পদার্থ কম সৃষ্টি হয়। এদের স্বচ্ছ সাদা ত্বক এবং গভীর নীল চোখ থাকে বলে জানিয়েছে অডুবন ন্যাচার ইনস্টিটিউট।
গত বছর খুব বিরল এবং সুন্দর একটি লিউসিস্টিক অ্যালিগেটরের জন্ম হয় ফ্লোরিডার অরল্যান্ডোর গ্যাটরল্যান্ডে।
অ্যালিগেটররা মানুষকে সব সময়ই আকৃষ্ট করে, তা চিড়িয়াখানায় হোক বা বন্য অবস্থায়। আমেরিকার দক্ষিণ-পূর্বে বেশ কয়েক লাখ অ্যালিগেটর আছে। তেমনি এদের কুখ্যাতিও আছে। তবে বাস্তবতা হলো, মানুষের ওপর এদের আক্রমণের ঘটনা একেবারেই বিরল। আর এই আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটে একেবারেই কদাচিৎ।
কেমন অবিশ্বাস্য শোনালেও একটি সাদা অ্যালিগেটরের পাকস্থলী থেকে বের করা হয়েছে ৭০টি কয়েন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের এক চিড়িয়াখানায় এ ঘটনা ঘটে।
ওমাহার হেনরি ডুরলি জু অ্যান্ড অ্যাকোরিয়ামে থিবোডক্স নামের ৩৬ বছরের ওই অ্যালিগেটরের বাস। অ্যালিগেটরদের কুমিরের জাত ভাই বলতে পারেন। তবে তাদের মধ্যে কিছু পার্থক্যও আছে।
‘তার মুখকে রক্ষা করার জন্য একটি প্লাস্টিকের পাইপ স্থাপন করা হয়েছিল। কয়েনগুলো বের করার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো নিরাপদে ভেতরে প্রবেশ ও বের করা হয়েছিল। উদাহরণ হিসেবে ক্যামেরার কথা বলা যায়, এটি আমাদের এই বস্তুগুলো বের করতে করতে সহায়তা করেছিল।’ চিড়িয়াখানার পক্ষ থেকে এক বিবৃতিতে বলেন পশু চিকিৎসক ক্রিস্টিনা প্লুগ।
নিয়মিত পর্যবেক্ষণের অংশ হিসেবে প্রাণীটিকে পরীক্ষা করার সময় মুদ্রাগুলোর উপস্থিতি জানা যায় এবং এগুলো শেষ পর্যন্ত সফলভাবে সরানো হয়েছে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
প্লুগ বিশ্বাস করেন, ধাতব মুদ্রাগুলো দর্শনার্থীরা প্রাণীর আবাসস্থলে ছুড়ে মেরেছিল।
‘অতিথিদের চিড়িয়াখানার কোনো জলাধারের মধ্যে কয়েন নিক্ষেপ করা উচিত নয়।’ এক বিবৃতিতে জানায় কর্তৃপক্ষ।
বিখ্যাত এই চিড়িয়াখানায় আছে ১০টি আমেরিকান অ্যালিগেটর। এদের মধ্যে থিবোডক্স লিউসিস্টিক প্রাণী। এ ধরনের প্রাণীর শরীরে রঞ্জক পদার্থ কম সৃষ্টি হয়। এদের স্বচ্ছ সাদা ত্বক এবং গভীর নীল চোখ থাকে বলে জানিয়েছে অডুবন ন্যাচার ইনস্টিটিউট।
গত বছর খুব বিরল এবং সুন্দর একটি লিউসিস্টিক অ্যালিগেটরের জন্ম হয় ফ্লোরিডার অরল্যান্ডোর গ্যাটরল্যান্ডে।
অ্যালিগেটররা মানুষকে সব সময়ই আকৃষ্ট করে, তা চিড়িয়াখানায় হোক বা বন্য অবস্থায়। আমেরিকার দক্ষিণ-পূর্বে বেশ কয়েক লাখ অ্যালিগেটর আছে। তেমনি এদের কুখ্যাতিও আছে। তবে বাস্তবতা হলো, মানুষের ওপর এদের আক্রমণের ঘটনা একেবারেই বিরল। আর এই আক্রমণে প্রাণহানির ঘটনা ঘটে একেবারেই কদাচিৎ।
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৯ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে