Ajker Patrika

বাঘের বাচ্চার সঙ্গে বানর শিশুর খুনসুটি, ভিডিও ভাইরাল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৪: ৫০
বাঘের বাচ্চার সঙ্গে বানর শিশুর খুনসুটি, ভিডিও ভাইরাল

প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ। 

এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়। 

ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি  লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন। 

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’। 

এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত