প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।
প্রাণিকুলের কিছু অনন্য ও ব্যতিক্রমী বন্ধুত্বের কথা শুনলে আপনি অবাক হবেন। শুধু মানুষ নয়, পাখি এবং মাছ থেকে শুরু করে কুকুর ও ডলফিন পর্যন্ত প্রাণিজগতের নানা প্রজাতির মধ্যে বিভিন্ন সময় বন্ধুত্বের নজির দেখা গেছে। সম্প্রতি এমন ব্যতিক্রমী বন্ধুত্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বানর বাঘের বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছে। নানা আহ্লাদ আর দুষ্টুমিতে দারুণ সময় কাটাচ্ছে দুজন। খেলার সময় বানরটিকে তার খুদে বাঘ বন্ধুকে আলিঙ্গন করতে এবং খেলতে দেখা যায়। হিংস্র প্রাণী হিসেবে পরিচিত বাঘের ছোট্ট বাচ্চাটিও তার বানর বন্ধুর দুষ্টুমি উপভোগ করছিল বেশ।
এমন আদুরে মুহূর্তের ভিডিও নেটিজেনরা বেশ পছন্দ করেছে। বাঘ ও বানরের বাচ্চাদের মধ্যে সুন্দর বন্ধুত্ব মানুষের হৃদয় জয় করে নিয়েছে। অনেকেই ভিডিওটি বারবার দেখছে বলে জানায়।
ভিডিওটি ইনস্টাগ্রামে টাইগারস ভিডিও নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়। সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দুটি শিশু’। দুই দিন আগে শেয়ার করা ভিডিওটিতে এরই মধ্যে ৩ হাজারের বেশি লাইক এবং শত শত মন্তব্য পড়েছে। ব্যবহারকারীরা আন্তরিক মন্তব্য এবং ভালোবাসার ইমোজি দিয়ে পোস্টের মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘খুব মিষ্টি’। অপর একজন মন্তব্য করেছেন, ‘সুন্দর শিশুরা’। তৃতীয় একজন ভিডিওটিকে ‘অত্যন্ত মূল্যবান’ বলেছেন। আরেকজন মন্তব্য করেন, ‘আমি আমার হৃদয়ে সেই উষ্ণতা অনুভব করেছি’।
এর কয়েক দিন আগে একটি বাচ্চা বানরের বিড়ালের পিঠে চড়ার ভিডিও ভাইরাল হয়েছিল, যা আরেকটি ব্যতিক্রমী বন্ধুত্বের চিত্র। সেই ভিডিওটিও বেশ পছন্দ করেছিলেন অনেকে।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
১৪ ঘণ্টা আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
২ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৪ দিন আগে‘নির্ভীক’ শব্দটা অনেকেই গর্বের সঙ্গে ব্যবহার করেন। কিন্তু মানুষ সত্যিকার অর্থে পুরোপুরি নির্ভীক নয়। জন্মগতভাবে মানুষের ভয় খুব সীমিত—মাত্র দুটি। গবেষণা বলছে, মানুষ জন্মগতভাবে যেসব ভয় নিয়ে আসে, তার মধ্যে রয়েছে উঁচু থেকে পড়ে যাওয়ার ভয় এবং বিকট শব্দে চমকে ওঠা।
৪ দিন আগে