ফখরুল ইসলাম
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টান টান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। উত্তেজনা থেকে যেন সংঘাত সৃষ্টি না হয়, সে জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলায়। কেনই–বা পুলিশ মোতায়েন করা হবে না। যে এলাকায় কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে সফল সংঘর্ষ হয়, যেখানে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, সেখানে পুলিশ মোতায়েন তো রুটিন ওয়ার্ক।
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মান রাখছে। ব্রাহ্মণবাড়িয়া ‘গাহে সাম্যের গান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। স্মার্টফোনে লুডু খেলা থেকে শুরু করে কোপা আমেরিকা—কোনোটাতেই তারা নির্লিপ্ত নয়। স্মার্টফোনে লুডুর প্রসঙ্গ যখন এলই তখন একটু খোলাসা করা যাক। এই খেলাকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, যেখানে আহত হয় অর্ধশত। আর শিশুদের মার্বেল খেলা নিয়ে হওয়া সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনাও ঘটেছে এলাকাটিতে। ফলে কোপা আমেরিকা নিয়ে কী হতে পারত? আর ভাবা যাচ্ছে না, কেমন গা শিউরে উঠছে। এ হিসাবে কোপার আসরে জেলাজুড়ে ৫০০ পুলিশ মোতায়েন তো কমই হয়েছে।
ওই এলাকার এক আর্জেন্টিনা সমর্থককে ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর শীর্ষে কারা রয়েছেন—এমন প্রশ্ন করা হলে তিনি চোখ বন্ধ করে শরাইলের কুট্টা পাড়ার নাম নেন। তারপর তিনি বলেন, ভাগ্য ভালো এবারের কোপার আসর ব্রাজিলে হইছে। যদি খেলা ব্রাহ্মণবাড়িয়ার মাঠে হইতো তাহলে কখনোই আর্জেন্টিনা কাপ নিতে পারত না। এর কারণ জানতে চাইলে এই সমর্থক বলেন, শরাইলের ওই কুট্টা পাড়ার প্রায় সবাই ব্রাজিল সমর্থক। যাদের সামনে পান থেকে চুন খসলেই নারী–পুরুষ নির্বিশেষে মারামারি করতে পুরো গ্রাম একত্রিত হয়ে যায়। তাহলে সেই এলাকার আবেগী জনগণ কীভাবে চোখের সামনে দিয়ে আর্জেন্টিনাকে কাপ নিতে দিত।
সেই তুলনায় এবারের কোপার আসরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ কমই হয়েছে। এবাররে সংঘর্ষে ব্রাজিল ৩-১ গোলে জয় পেয়েছে। অর্থাৎ, আর্জেন্টিনার তিনজন সমর্থক এবং ব্রাজিলের একজন সমর্থক আহত হয়েছেন। এতে অনেকটাই প্রমাণিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকের চেয়ে ব্রাজিলের সমর্থকদের গায়ে জোর বেশি। তাহলে ওই আর্জেন্টিনা ভক্তের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাসতে হাসতে বলাই যায় ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হলে কোপার কাপ ব্রাজিলই নিত।
এ বিষয়ে নেইমার এক কাল্পনিক সাক্ষাৎকারে বলেন, রেফারি আমাদের ওপর অবিচার করেছে। আমাদের একটা গোল অফসাইড ধরলেও আর্জেন্টিনার গোলটা কিন্তু অফসাইড ধরেনি। আমি কিন্তু ফাইনালে হারার কারণে কাঁদিনি। কেঁদেছি ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকদের কথা স্মরণ করে। তাঁরা আমাদের ওপর অবিচার হতে দেখে কতই না কষ্ট পেয়েছেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হইলে দেখতাম, আর্জেন্টিনা কেমনে কাপটা নিত।
ব্রাহম্ণবাড়িয়া নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই নেইমারের মধ্যেও আবেগের আধিক্য দেখা দেয়। আবেগের বসে তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ভাষার সঙ্গে পর্তুগিজ ও স্প্যানিশ মিশিয়ে কথা বলতে শুরু করেন। বিপদ দেখে দ্রুত কেটে পড়তে হলো।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ ব্রাজিলে অনুষ্ঠিত হলেও টান টান উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ায়। উত্তেজনা থেকে যেন সংঘাত সৃষ্টি না হয়, সে জন্য পাঁচ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছিল জেলায়। কেনই–বা পুলিশ মোতায়েন করা হবে না। যে এলাকায় কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে সফল সংঘর্ষ হয়, যেখানে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন, সেখানে পুলিশ মোতায়েন তো রুটিন ওয়ার্ক।
ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের মান রাখছে। ব্রাহ্মণবাড়িয়া ‘গাহে সাম্যের গান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান’। স্মার্টফোনে লুডু খেলা থেকে শুরু করে কোপা আমেরিকা—কোনোটাতেই তারা নির্লিপ্ত নয়। স্মার্টফোনে লুডুর প্রসঙ্গ যখন এলই তখন একটু খোলাসা করা যাক। এই খেলাকে কেন্দ্র করেও সংঘর্ষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়, যেখানে আহত হয় অর্ধশত। আর শিশুদের মার্বেল খেলা নিয়ে হওয়া সংঘর্ষে ১৫ জন আহতের ঘটনাও ঘটেছে এলাকাটিতে। ফলে কোপা আমেরিকা নিয়ে কী হতে পারত? আর ভাবা যাচ্ছে না, কেমন গা শিউরে উঠছে। এ হিসাবে কোপার আসরে জেলাজুড়ে ৫০০ পুলিশ মোতায়েন তো কমই হয়েছে।
ওই এলাকার এক আর্জেন্টিনা সমর্থককে ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ানোর শীর্ষে কারা রয়েছেন—এমন প্রশ্ন করা হলে তিনি চোখ বন্ধ করে শরাইলের কুট্টা পাড়ার নাম নেন। তারপর তিনি বলেন, ভাগ্য ভালো এবারের কোপার আসর ব্রাজিলে হইছে। যদি খেলা ব্রাহ্মণবাড়িয়ার মাঠে হইতো তাহলে কখনোই আর্জেন্টিনা কাপ নিতে পারত না। এর কারণ জানতে চাইলে এই সমর্থক বলেন, শরাইলের ওই কুট্টা পাড়ার প্রায় সবাই ব্রাজিল সমর্থক। যাদের সামনে পান থেকে চুন খসলেই নারী–পুরুষ নির্বিশেষে মারামারি করতে পুরো গ্রাম একত্রিত হয়ে যায়। তাহলে সেই এলাকার আবেগী জনগণ কীভাবে চোখের সামনে দিয়ে আর্জেন্টিনাকে কাপ নিতে দিত।
সেই তুলনায় এবারের কোপার আসরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষ কমই হয়েছে। এবাররে সংঘর্ষে ব্রাজিল ৩-১ গোলে জয় পেয়েছে। অর্থাৎ, আর্জেন্টিনার তিনজন সমর্থক এবং ব্রাজিলের একজন সমর্থক আহত হয়েছেন। এতে অনেকটাই প্রমাণিত হয় ব্রাহ্মণবাড়িয়ায় আর্জেন্টিনার সমর্থকের চেয়ে ব্রাজিলের সমর্থকদের গায়ে জোর বেশি। তাহলে ওই আর্জেন্টিনা ভক্তের সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাসতে হাসতে বলাই যায় ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হলে কোপার কাপ ব্রাজিলই নিত।
এ বিষয়ে নেইমার এক কাল্পনিক সাক্ষাৎকারে বলেন, রেফারি আমাদের ওপর অবিচার করেছে। আমাদের একটা গোল অফসাইড ধরলেও আর্জেন্টিনার গোলটা কিন্তু অফসাইড ধরেনি। আমি কিন্তু ফাইনালে হারার কারণে কাঁদিনি। কেঁদেছি ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকদের কথা স্মরণ করে। তাঁরা আমাদের ওপর অবিচার হতে দেখে কতই না কষ্ট পেয়েছেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার মাঠে খেলা হইলে দেখতাম, আর্জেন্টিনা কেমনে কাপটা নিত।
ব্রাহম্ণবাড়িয়া নাম নেওয়ার সঙ্গে সঙ্গেই নেইমারের মধ্যেও আবেগের আধিক্য দেখা দেয়। আবেগের বসে তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ভাষার সঙ্গে পর্তুগিজ ও স্প্যানিশ মিশিয়ে কথা বলতে শুরু করেন। বিপদ দেখে দ্রুত কেটে পড়তে হলো।
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
২ দিন আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
২ দিন আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৬ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
১০ দিন আগে