Ajker Patrika

৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হলো চারিজার্ড পোকেমন আকৃতির চিটো

জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্র চারিজার্ডের আকৃতির ফ্লেমিন হট চিটো। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্র চারিজার্ডের আকৃতির ফ্লেমিন হট চিটো। ছবি: সংগৃহীত

এক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।

চিটোজার্ড—একটি অদ্ভুত কিন্তু ব্যতিক্রমী সংগ্রহযোগ্য আইটেম। তিন ইঞ্চি লম্বা এই ‘চিটোজার্ড’ নামক চিটোটি একটি কাস্টম ডিজাইন করা পোকেমন কার্ডে স্থাপন করা হয় এবং একটি সুরক্ষিত বাক্সে সংরক্ষিত ছিল। ১০ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলা অনলাইন নিলামে মাত্র ২৫০ ডলার থেকে শুরু হয়ে এটি ৭২ হাজার ডলারে পৌঁছায়। এর সঙ্গে ফি যুক্ত হয়ে মোট মূল্য দাঁড়ায় ৮৭ হাজার ৮৪০ ডলারে।

‘ফার্স্ট অ্যান্ড গোল কালেক্টিবলস’-এর মালিক পল বার্টলেট ২০১৯ সালে এটি ইবে থেকে মাত্র ৩৫০ ডলারে কিনেছিলেন। যদিও এটি মূলত ৫০০ ডলারে তালিকাভুক্ত ছিল। পরে তিনি যখন ইনস্টাগ্রামে এর ছবি শেয়ার করলে দ্রুত ভাইরাল হয়ে যায়।

তার এক বন্ধু জর্ডান টাকাসিক বিশেষভাবে একটি কালেক্টিবল কেস ডিজাইন করেন। যেটি চিটোটিকে সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে পারে। বেশ কিছু কোম্পানি এই কাজ করতে অস্বীকৃতি জানায়, কারণ সংরক্ষণের সময় ভঙ্গুর স্ন্যাকটি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি ছিল।

প্রথমদিকে, বার্টলেট এটি ইবেতে ১০ হাজার ডলারে বিক্রির চেষ্টা করেন। কিন্তু তিনি সরাসরি হস্তান্তর করতে না পারায় বিক্রি বাতিল হয়ে যায়। পরে তিনি এটি কালেক্ট-এ-কন ইভেন্টে নিয়ে যান এবং অনলাইন ট্রেডিং কার্ড মার্কেটপ্লেস ‘এরিনা ক্লাবে’ ১০ হাজার ডলারে বিক্রি করেন। এরপর ‘এরিনা ক্লাব’ এটি ২৫০ ডলারের একটি ‘মিস্ট্রি প্রাইজ’ হিসেবে নিলামে তোলে।

গোল্ডিন নিলামঘরের প্রধান ডেভ অ্যামারম্যান বলেন, চিটোজার্ড বিরল এবং সংগ্রহযোগ্য একটি আইটেম। এটি পোকেমন ও চিটোস ভক্তদের সংযোগ ঘটিয়েছে।

পেপসিকো ফুডস ইউএসর মার্কেটিং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিনা মহল বলেন, প্রতিটি চিটোস অনন্য এবং ভক্তরা আকর্ষণীয় আকৃতির চিটো খুঁজে বের করতে ভালোবাসেন। চিটোজার্ড তারই একটি দৃষ্টান্ত।

এর আগে, ২০১৭ সালে হারামবে নামক এক গরিলার আকৃতির একটি চিটো ১ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্র চারিজার্ড পোকেমন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্র চারিজার্ড পোকেমন। ছবি: সংগৃহীত

কেন কেউ এত টাকা দিয়ে একটি চিটো কিনেন? বিশেষজ্ঞদের মতে, এটি মূলত ইন্টারনেটের মিমে কালচারের জয়। পোকেমন কার্ডের মতোই কিছু অনন্য সংগ্রহযোগ্য আইটেমের প্রতি মানুষ বিশেষ আকর্ষণ অনুভব করে। চারিজার্ড পোকেমন দুনিয়ার অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় চরিত্র, যা এ নিলামের জনপ্রিয়তা আরও বাড়িয়েছে।

এতে বিনিয়োগ কতটা লাভজনক হবে সেটি ভবিষ্যতই বলে দেবে। তবে আপাতত একটি চিটো সংগ্রহ বা কালেক্টিবল দুনিয়ায় ইতিহাস গড়েছে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত