কুকুর আমাদের অতি পরিচিত এক প্রাণী। পথে-ঘাটে, অলি-গলিতে যেখানেই যাবেন, এদের দেখা পাবেন। পোষা প্রাণী হিসেবেও এর জনপ্রিয়তা তুঙ্গে। আজ পাঠকদের জানাব কুকুর নিয়ে মজার কিছু তথ্য। এগুলোর কোনো কোনোটি রীতিমতো চমকে দেবে।
অসাধারণ ঘ্রাণশক্তি
কুকুরের ঘ্রাণশক্তি প্রবল। উদাহরণ দিয়ে বললে একজন মানুষের নাকে গড়ে ৫০ লাখের মতো সেন্ট রিসেপ্টর বা গন্ধ পাওয়ার গ্রন্থি থাকে। সেখানে একটি ডাচশান্ড কুকুরের থাকে সাড়ে ১২ কোটি। এ কারণে নানান ক্ষতিকর ওষুধ, রাসায়নিক, বিস্ফোরক, মৃতদেহসহ নানান কিছুর খুব সূক্ষ্ম গন্ধও কুকুর পায়, যেটা অনেক ক্ষেত্রেই মানুষের পক্ষে পাওয়া সম্ভব হয় না।
কুকুরও স্বপ্ন দেখে
আপনার কুকুরটিকে যদি ঘুমের মধ্যে নড়াচড়া করতে দেখেন, তাহলে খুব সম্ভব সে স্বপ্ন দেখছে। গবেষকেরা আবিষ্কার করেছেন, কুকুরদের ঘুমের ধরন অনেকটা মানুষের মতো। সাধারণত ছোট আকারের কুকুরদের যেসব জাত রয়েছে, তাদের মধ্যে বড় কুকুরদের চেয়ে স্বপ্ন দেখার প্রবণতা বেশি। ‘সাইকোলজি টুডে’ ওয়েবসাইটের সূত্রে জানা যায়, সারা দিন যে খেলাধুলা করে তা কিংবা এ ধরনের বিষয়গুলো স্বপ্নে দেখে কুকুরেরা।
শহরের মেয়র যখন কুকুর
২০১২ সালে ম্যাক্স নামের ক্যালিফোর্নিয়ার ইডিলওয়াইল্ড নামের একটি শহরের প্রথম মেয়র নির্বাচিত হয় ম্যাক্স নামের একটি গোল্ডেন রিট্রিভার কুকুর। দুর্ভাগ্যজনকভাবে ২০১৩ সালে ম্যাক্স মারা যায়। তখন তার জায়গা নেয় অপর একটি কুকুর দ্বিতীয় ম্যাক্স। ২০২২ সাল পর্যন্ত মেয়র ছিল সে। আসলে ইনকরপোরেট শহর না হওয়ায় ইডিলওয়াইল্ডের কখনোই মেয়র ছিল না। আর তাই ইডিলওয়াইল্ড অ্যানিমেল রেসকিউ ফাউন্ডেশনের অর্থায়নে পোষা প্রাণীদের নিয়ে প্রতীকী মেয়র নির্বাচনের আয়োজন করা হয়। এতে ১৪টি কুকুর এবং দুটি বিড়াল অংশ নিয়েছিল।
কুকুরের লেজ নাড়ার আলাদা অর্থ আছে
আপনার কুকুর যদি উত্তেজিতভাবে লেজ নাড়তে থাকে, তার মানে সে আপনাকে দেখে খুশি হয়েছে, তাই না? সব সময় তা না-ও হতে পারে। ডিসকভারি ডট কম জানাচ্ছে, কুকুরেরা ডান পাশে লেজ নাড়ায় যখন তারা খুশি থাকে, বামে নাড়ায় যখন ভয় পায়। নিচের দিকে লেজ নাড়ানোর অর্থ তারা অনিরাপদ বোধ করছে। অপরদিকে বারবার লেজ নাড়ানো, সঙ্গে শরীর টান টান হয়ে যাওয়ার মানে আক্রমণের জন্য মুখিয়ে আছে কুকুরটি।
জীবন বাঁচাতে নিউফাউন্ডল্যান্ড কুকুর
কুকুরের এই ব্রিডের পানি প্রতিরোধী চামড়া ও চামড়া দিয়ে পায়ের আঙুল জোড়া লাগানো হওয়ায় দক্ষ সাঁতারু। সত্যি বলতে জেলেদের সাহায্য করতে এবং মানুষকে ডুবে মরার হাত থেকে বাঁচাতেই এই ব্রিড করা হয়। নিউফাউন্ডল্যান্ড কুকুরের কিছু মালিক এমনকি সাঁতরানোর সময় এই কুকুরদের সাহায্য করার ঘটনার বর্ণনাও বলেছেন।
টাইটানিক জাহাজের তিনটি কুকুর উদ্ধার পেয়েছিল
১৯১২ সালে ঐতিহাসিক টাইটানিক জাহাজডুবির ঘটনায় তিনটি কুকুর জীবিত উদ্ধার পেয়েছিল। এই তিন কুকুরই ভ্রমণ করছিল প্রথম শ্রেণিতে। ঐতিহাসিক জে. জোসেফ এডগেটির মতে, এই কুকুরগুলো বেঁচে ছিল নিজেদের আকারের কারণে।
সবচেয়ে বয়স্ক কুকুর
পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুরের নাম ববি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যখন তাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর ঘোষণা করে, তখন তার বয়স ৩০ বছর ২৬৬ দিন (২০২৩ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত)। ববির জন্ম ১৯৯২ সালের ১১ মে। শুধু বেঁচে থাকা কুকুরদের মধ্যে নয়, জানামতে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক কুকুর ববিই। পর্তুগালের লেইরিয়ার কনকুয়েইরজ গ্রামে কস্তা পরিবারের সঙ্গে বাস করে কুকুরটি। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী কুকুর ছিল ব্লুউি। ২৯ বছর ৫ মাস বয়সী কুকুরটি ১৯৩৯ সালে মারা যায়। সে থাকত তার মালিকের সঙ্গে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের অনেকেই কুকুর পুষতেন
যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্টেরই পোষা প্রাণী হিসেবে কুকুর পছন্দ ছিল। অর্ধেকের বেশি প্রেসিডেন্টেরই অন্তত একটি কুকুর ছিল। এঁদের মধ্যে ক্যালভিন কুলিজ ছিলেন এক কাঠি বাড়া, তাঁর কুকুর ছিল ১২টি।
চকলেট খেলে সর্বনাশ
এটা আমরা সবাই জানি, চকলেট কুকুরের জন্য ক্ষতিকর। কিন্তু কেন, এটা কি আমরা জানি? চকলেটে আছে থিয়োব্রোমিন নামের একটি উপাদান। এটি কুকুরের পক্ষে হজম করা সম্ভব হয় না। তাই চকলেট খেলে তাদের শরীরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা এমনকি তার মৃত্যু ডেকে আনতে পারে। কাজেই নিজের কুকুরকে অবশ্যই চকলেট থেকে দূরে রাখুন।
নেকড়ের সরাসরি বংশধর হলো কুকুর
কুকুরের অনেকগুলো ব্রিডই দেখতে অনেকটা নেকড়ের মতো। তবে আমরা অনেকেই জানি না, সব কুকুরই বুনো নেকড়ের বংশধর। তবে নেকড়ে পোষার জন্য মোটেই উপযোগী প্রাণী নয়।
পৃথিবীতে আছে ৯০ কোটি কুকুর!
পৃথিবীতে কতটি কুকুর আছে, তার সঠিক সংখ্যা বলা আসলেই মুশকিল। তবে সাম্প্রতিক অনুসন্ধানগুলোয় দেখা গেছে, আনুমানিক ৯০ কোটি কুকুর আছে পৃথিবীতে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যে জানা যাচ্ছে, এগুলোর মধ্যে ৭৫-৮৫ শতাংশেরই মালিক নেই। অর্থাৎ মুক্তভাবে বিচরণ করে তারা। অনেক দেশেই অবশ্য পোষা প্রাণীকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। এ ধরনের দেশের মধ্যে ফ্রান্সের অবস্থান সবার ওপরে। সেখানে প্রতি ১০০ জন মানুষের বিপরীতে ১৭টি কুকুর আছে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট, উইকিপিডিয়া, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
কুকুর আমাদের অতি পরিচিত এক প্রাণী। পথে-ঘাটে, অলি-গলিতে যেখানেই যাবেন, এদের দেখা পাবেন। পোষা প্রাণী হিসেবেও এর জনপ্রিয়তা তুঙ্গে। আজ পাঠকদের জানাব কুকুর নিয়ে মজার কিছু তথ্য। এগুলোর কোনো কোনোটি রীতিমতো চমকে দেবে।
অসাধারণ ঘ্রাণশক্তি
কুকুরের ঘ্রাণশক্তি প্রবল। উদাহরণ দিয়ে বললে একজন মানুষের নাকে গড়ে ৫০ লাখের মতো সেন্ট রিসেপ্টর বা গন্ধ পাওয়ার গ্রন্থি থাকে। সেখানে একটি ডাচশান্ড কুকুরের থাকে সাড়ে ১২ কোটি। এ কারণে নানান ক্ষতিকর ওষুধ, রাসায়নিক, বিস্ফোরক, মৃতদেহসহ নানান কিছুর খুব সূক্ষ্ম গন্ধও কুকুর পায়, যেটা অনেক ক্ষেত্রেই মানুষের পক্ষে পাওয়া সম্ভব হয় না।
কুকুরও স্বপ্ন দেখে
আপনার কুকুরটিকে যদি ঘুমের মধ্যে নড়াচড়া করতে দেখেন, তাহলে খুব সম্ভব সে স্বপ্ন দেখছে। গবেষকেরা আবিষ্কার করেছেন, কুকুরদের ঘুমের ধরন অনেকটা মানুষের মতো। সাধারণত ছোট আকারের কুকুরদের যেসব জাত রয়েছে, তাদের মধ্যে বড় কুকুরদের চেয়ে স্বপ্ন দেখার প্রবণতা বেশি। ‘সাইকোলজি টুডে’ ওয়েবসাইটের সূত্রে জানা যায়, সারা দিন যে খেলাধুলা করে তা কিংবা এ ধরনের বিষয়গুলো স্বপ্নে দেখে কুকুরেরা।
শহরের মেয়র যখন কুকুর
২০১২ সালে ম্যাক্স নামের ক্যালিফোর্নিয়ার ইডিলওয়াইল্ড নামের একটি শহরের প্রথম মেয়র নির্বাচিত হয় ম্যাক্স নামের একটি গোল্ডেন রিট্রিভার কুকুর। দুর্ভাগ্যজনকভাবে ২০১৩ সালে ম্যাক্স মারা যায়। তখন তার জায়গা নেয় অপর একটি কুকুর দ্বিতীয় ম্যাক্স। ২০২২ সাল পর্যন্ত মেয়র ছিল সে। আসলে ইনকরপোরেট শহর না হওয়ায় ইডিলওয়াইল্ডের কখনোই মেয়র ছিল না। আর তাই ইডিলওয়াইল্ড অ্যানিমেল রেসকিউ ফাউন্ডেশনের অর্থায়নে পোষা প্রাণীদের নিয়ে প্রতীকী মেয়র নির্বাচনের আয়োজন করা হয়। এতে ১৪টি কুকুর এবং দুটি বিড়াল অংশ নিয়েছিল।
কুকুরের লেজ নাড়ার আলাদা অর্থ আছে
আপনার কুকুর যদি উত্তেজিতভাবে লেজ নাড়তে থাকে, তার মানে সে আপনাকে দেখে খুশি হয়েছে, তাই না? সব সময় তা না-ও হতে পারে। ডিসকভারি ডট কম জানাচ্ছে, কুকুরেরা ডান পাশে লেজ নাড়ায় যখন তারা খুশি থাকে, বামে নাড়ায় যখন ভয় পায়। নিচের দিকে লেজ নাড়ানোর অর্থ তারা অনিরাপদ বোধ করছে। অপরদিকে বারবার লেজ নাড়ানো, সঙ্গে শরীর টান টান হয়ে যাওয়ার মানে আক্রমণের জন্য মুখিয়ে আছে কুকুরটি।
জীবন বাঁচাতে নিউফাউন্ডল্যান্ড কুকুর
কুকুরের এই ব্রিডের পানি প্রতিরোধী চামড়া ও চামড়া দিয়ে পায়ের আঙুল জোড়া লাগানো হওয়ায় দক্ষ সাঁতারু। সত্যি বলতে জেলেদের সাহায্য করতে এবং মানুষকে ডুবে মরার হাত থেকে বাঁচাতেই এই ব্রিড করা হয়। নিউফাউন্ডল্যান্ড কুকুরের কিছু মালিক এমনকি সাঁতরানোর সময় এই কুকুরদের সাহায্য করার ঘটনার বর্ণনাও বলেছেন।
টাইটানিক জাহাজের তিনটি কুকুর উদ্ধার পেয়েছিল
১৯১২ সালে ঐতিহাসিক টাইটানিক জাহাজডুবির ঘটনায় তিনটি কুকুর জীবিত উদ্ধার পেয়েছিল। এই তিন কুকুরই ভ্রমণ করছিল প্রথম শ্রেণিতে। ঐতিহাসিক জে. জোসেফ এডগেটির মতে, এই কুকুরগুলো বেঁচে ছিল নিজেদের আকারের কারণে।
সবচেয়ে বয়স্ক কুকুর
পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুরের নাম ববি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ যখন তাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক কুকুর ঘোষণা করে, তখন তার বয়স ৩০ বছর ২৬৬ দিন (২০২৩ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত)। ববির জন্ম ১৯৯২ সালের ১১ মে। শুধু বেঁচে থাকা কুকুরদের মধ্যে নয়, জানামতে এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক কুকুর ববিই। পর্তুগালের লেইরিয়ার কনকুয়েইরজ গ্রামে কস্তা পরিবারের সঙ্গে বাস করে কুকুরটি। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের হিসেবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী কুকুর ছিল ব্লুউি। ২৯ বছর ৫ মাস বয়সী কুকুরটি ১৯৩৯ সালে মারা যায়। সে থাকত তার মালিকের সঙ্গে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের অনেকেই কুকুর পুষতেন
যুক্তরাষ্ট্রের অনেক প্রেসিডেন্টেরই পোষা প্রাণী হিসেবে কুকুর পছন্দ ছিল। অর্ধেকের বেশি প্রেসিডেন্টেরই অন্তত একটি কুকুর ছিল। এঁদের মধ্যে ক্যালভিন কুলিজ ছিলেন এক কাঠি বাড়া, তাঁর কুকুর ছিল ১২টি।
চকলেট খেলে সর্বনাশ
এটা আমরা সবাই জানি, চকলেট কুকুরের জন্য ক্ষতিকর। কিন্তু কেন, এটা কি আমরা জানি? চকলেটে আছে থিয়োব্রোমিন নামের একটি উপাদান। এটি কুকুরের পক্ষে হজম করা সম্ভব হয় না। তাই চকলেট খেলে তাদের শরীরে এমন প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা এমনকি তার মৃত্যু ডেকে আনতে পারে। কাজেই নিজের কুকুরকে অবশ্যই চকলেট থেকে দূরে রাখুন।
নেকড়ের সরাসরি বংশধর হলো কুকুর
কুকুরের অনেকগুলো ব্রিডই দেখতে অনেকটা নেকড়ের মতো। তবে আমরা অনেকেই জানি না, সব কুকুরই বুনো নেকড়ের বংশধর। তবে নেকড়ে পোষার জন্য মোটেই উপযোগী প্রাণী নয়।
পৃথিবীতে আছে ৯০ কোটি কুকুর!
পৃথিবীতে কতটি কুকুর আছে, তার সঠিক সংখ্যা বলা আসলেই মুশকিল। তবে সাম্প্রতিক অনুসন্ধানগুলোয় দেখা গেছে, আনুমানিক ৯০ কোটি কুকুর আছে পৃথিবীতে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যে জানা যাচ্ছে, এগুলোর মধ্যে ৭৫-৮৫ শতাংশেরই মালিক নেই। অর্থাৎ মুক্তভাবে বিচরণ করে তারা। অনেক দেশেই অবশ্য পোষা প্রাণীকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। এ ধরনের দেশের মধ্যে ফ্রান্সের অবস্থান সবার ওপরে। সেখানে প্রতি ১০০ জন মানুষের বিপরীতে ১৭টি কুকুর আছে।
সূত্র: রিডার্স ডাইজেস্ট, উইকিপিডিয়া, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫