৫ হাজার ডলার চুরির অভিযোগে এক লোককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। তবে লোকটাকে তল্লাশি করতে গিয়েই চমকে উঠল তারা। লোকটির জ্যাকেটের পকেটে শরীর গুটিয়ে শুয়ে আছে ছোট্ট, আদুরে এক কুকুরছানা।
ঘটনাটি ১৬ জানুয়ারির, মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম্ব কাউন্টির রোজভেলের। ডেট্রয়েটের শহরতলি বলতে পারেন একে। ব্যাংকের এক গ্রাহকের ৫ হাজার ২০০ ডলারের মতো অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ২৪ বছর বয়স্ক এক তরুণকে। এ সময় তাঁর জ্যাকেটের পকেটে আনুমানিক পাঁচ সপ্তাহ বয়সের কুকুরছানাটি দেখতে পায় পুলিশ। পরে এটিকে সাময়িকভাবে তুলে দেওয়া হয় ম্যাকম্ব কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্তৃপক্ষের হাতে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
সেখানকার এক কর্মচারী ব্লু নোজ পিটবুল জাতের কুকুরের বাচ্চাটির নাম দেন ব্যান্ডিট। অবশ্য এর মালিক জেলখানা থেকে ছাড়া পেলে লোকটির কাছে ফিরিয়ে দেওয়া হয় একে। ম্যাকম্ব কাউন্টির চিফ অ্যানিমেল কন্ট্রোল অফিসার জেফ রেনডাজ্জো জানান, পরে তাঁরা আবিষ্কার করেন, কুকুরছানাটির সত্যিকারের নাম ফ্র্যাপি।
রেনডাজ্জো ডেট্রয়েট ফ্রি প্রেসকে বলেন, তিনি কুকুরটির মালিককে ভ্যাকসিনসহ কুকুরটির জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।
সন্দেহভাজন চুরির কয়েক ঘণ্টা পরে ফ্র্যাপির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে এক ব্যক্তির অর্থ চুরির অভিযোগ রয়েছে।
৫ হাজার ডলার চুরির অভিযোগে এক লোককে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের পুলিশ। তবে লোকটাকে তল্লাশি করতে গিয়েই চমকে উঠল তারা। লোকটির জ্যাকেটের পকেটে শরীর গুটিয়ে শুয়ে আছে ছোট্ট, আদুরে এক কুকুরছানা।
ঘটনাটি ১৬ জানুয়ারির, মিশিগান অঙ্গরাজ্যের ম্যাকম্ব কাউন্টির রোজভেলের। ডেট্রয়েটের শহরতলি বলতে পারেন একে। ব্যাংকের এক গ্রাহকের ৫ হাজার ২০০ ডলারের মতো অর্থ চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয় ২৪ বছর বয়স্ক এক তরুণকে। এ সময় তাঁর জ্যাকেটের পকেটে আনুমানিক পাঁচ সপ্তাহ বয়সের কুকুরছানাটি দেখতে পায় পুলিশ। পরে এটিকে সাময়িকভাবে তুলে দেওয়া হয় ম্যাকম্ব কাউন্টি অ্যানিমেল কন্ট্রোল কর্তৃপক্ষের হাতে। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদনে।
সেখানকার এক কর্মচারী ব্লু নোজ পিটবুল জাতের কুকুরের বাচ্চাটির নাম দেন ব্যান্ডিট। অবশ্য এর মালিক জেলখানা থেকে ছাড়া পেলে লোকটির কাছে ফিরিয়ে দেওয়া হয় একে। ম্যাকম্ব কাউন্টির চিফ অ্যানিমেল কন্ট্রোল অফিসার জেফ রেনডাজ্জো জানান, পরে তাঁরা আবিষ্কার করেন, কুকুরছানাটির সত্যিকারের নাম ফ্র্যাপি।
রেনডাজ্জো ডেট্রয়েট ফ্রি প্রেসকে বলেন, তিনি কুকুরটির মালিককে ভ্যাকসিনসহ কুকুরটির জন্য সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন।
সন্দেহভাজন চুরির কয়েক ঘণ্টা পরে ফ্র্যাপির মালিককে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে এক ব্যক্তির অর্থ চুরির অভিযোগ রয়েছে।
হাঙ্গেরির মধ্যযুগে একটি মঠ প্যাননহালমা আর্চঅ্যাবি। এই মঠের কয়েক শ বছরের পুরোনো বই সাম্প্রতিক সময়ে এসে গুবরে পোকার আক্রমণের মুখোমুখি হয়েছে। আর বইগুলোকে পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষায় শুরু হয়েছে এক বড় আকারের উদ্ধার অভিযান। মঠটির লাইব্রেরি থেকে সরানো হচ্ছে হাতে বাঁধানো প্রায় এক লাখ বই।
৭ ঘণ্টা আগেইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১ দিন আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগে