আজকের পত্রিকা ডেস্ক
চীনে এক কিশোরীর পেট থেকে দুই কেজি ভরের চুলের এক বিশাল বল অপসারণ করেছেন চিকিৎসকেরা। ছয় বছর ধরে নিজের চুল টেনে খাওয়ার অভ্যাস থেকে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, গত জুলাই মাসে ১৫ বছর বয়সী নিনি (ছদ্মনাম) হেনান প্রদেশ থেকে মায়ের সঙ্গে পাশের প্রদেশ হুবেইয়ের উহানের শিশু হাসপাতালে যায়। চিকিৎসকেরা জানান, মেয়েটি অত্যন্ত শীর্ণকায়। তার উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চির মতো হলেও ওজন মাত্র ৩৫ কেজি। ছয় মাস ধরে তার মাসিকও বন্ধ ছিল।
তীব্র পেটব্যথায় খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নিনির। ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম হলে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় জানা যায়, শরীরে গুরুতর রক্তস্বল্পতাও রয়েছে। এ অবস্থায় আরও পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা নিনির পেটে বিশালাকার চুলের বল খুঁজে পান। চুলের সঙ্গে খাবারের অবশিষ্টাংশ মিশে তৈরি হওয়া ওই বল প্রায় পুরো পেট জুড়ে ছিল। চিকিৎসকেরা এটিকেই তার সব অসুস্থতার মূল কারণ হিসেবে শনাক্ত করেন।
নিনির মা চিকিৎসকদের জানান, মেয়ে ৬ বছর ধরে নিজের চুল খেয়ে আসছে। ১৪ জুলাই চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে ওই চুলের বলটি অপসারণ করেন। অপারেশনের সময় দেখা যায়, নিনির পেট স্বাভাবিক আকারের তুলনায় দ্বিগুণ ফুলে গেছে।
অস্ত্রোপচারের পাঁচ দিন পর নিনি স্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে। ৫ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, মেয়েটি ভালোভাবে সেরে উঠেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় নিনি মিষ্টি দিয়ে তৈরি ফুলের তোড়া উপহার দিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তার মা জানান, মেয়ের ওজনও ধীরে ধীরে বাড়ছে।
চিকিৎসকেরা বলেন, যদি কোনো শিশু এক মাসের বেশি সময় ধরে খাবার হিসেবে খাওয়ার অযোগ্য জিনিস—যেমন চুল বা কাচ—খেতে থাকে এবং সেটি বন্ধ করতে না পারে, তবে অভিভাবকদের সতর্ক হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। এ ধরনের সমস্যাকে বলা হয় ‘ট্রাইকোফাজিয়া।’
চীনের জিয়াংসু প্রদেশের নানজিংয়ের জিনলিং হাসপাতালের চিকিৎসক লিউ ফ্যাং জানান, ট্রাইকোফাজিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণত খাদ্যাভ্যাস, মনোরোগ চিকিৎসা ও ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হয়। তার ভাষায়, রোগীদের ভিটামিনসমৃদ্ধ খাবার খেতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ভুল ধারণা সংশোধনের মাধ্যমে তাদের আচরণ পরিবর্তনে কাজ করা হয়। প্রয়োজন হলে তাদের তরল ওষুধও দেওয়া হয়, যাতে শারীরিক অবস্থার উন্নতি ঘটে।
লিউ আরও বলেন, কিছু ক্ষেত্রে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও ফিজিওথেরাপিও ব্যবহার করা হয় রোগীর উপসর্গ কমানোর জন্য।
চীনে এক কিশোরীর পেট থেকে দুই কেজি ভরের চুলের এক বিশাল বল অপসারণ করেছেন চিকিৎসকেরা। ছয় বছর ধরে নিজের চুল টেনে খাওয়ার অভ্যাস থেকে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, গত জুলাই মাসে ১৫ বছর বয়সী নিনি (ছদ্মনাম) হেনান প্রদেশ থেকে মায়ের সঙ্গে পাশের প্রদেশ হুবেইয়ের উহানের শিশু হাসপাতালে যায়। চিকিৎসকেরা জানান, মেয়েটি অত্যন্ত শীর্ণকায়। তার উচ্চতা ছিল ৫ ফুট ২ ইঞ্চির মতো হলেও ওজন মাত্র ৩৫ কেজি। ছয় মাস ধরে তার মাসিকও বন্ধ ছিল।
তীব্র পেটব্যথায় খাওয়া-দাওয়াও প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নিনির। ব্যথায় অজ্ঞান হওয়ার উপক্রম হলে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় জানা যায়, শরীরে গুরুতর রক্তস্বল্পতাও রয়েছে। এ অবস্থায় আরও পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসকেরা নিনির পেটে বিশালাকার চুলের বল খুঁজে পান। চুলের সঙ্গে খাবারের অবশিষ্টাংশ মিশে তৈরি হওয়া ওই বল প্রায় পুরো পেট জুড়ে ছিল। চিকিৎসকেরা এটিকেই তার সব অসুস্থতার মূল কারণ হিসেবে শনাক্ত করেন।
নিনির মা চিকিৎসকদের জানান, মেয়ে ৬ বছর ধরে নিজের চুল খেয়ে আসছে। ১৪ জুলাই চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে ওই চুলের বলটি অপসারণ করেন। অপারেশনের সময় দেখা যায়, নিনির পেট স্বাভাবিক আকারের তুলনায় দ্বিগুণ ফুলে গেছে।
অস্ত্রোপচারের পাঁচ দিন পর নিনি স্বাভাবিকভাবে খাবার খাওয়া শুরু করে। ৫ আগস্ট স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, মেয়েটি ভালোভাবে সেরে উঠেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় নিনি মিষ্টি দিয়ে তৈরি ফুলের তোড়া উপহার দিয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তার মা জানান, মেয়ের ওজনও ধীরে ধীরে বাড়ছে।
চিকিৎসকেরা বলেন, যদি কোনো শিশু এক মাসের বেশি সময় ধরে খাবার হিসেবে খাওয়ার অযোগ্য জিনিস—যেমন চুল বা কাচ—খেতে থাকে এবং সেটি বন্ধ করতে না পারে, তবে অভিভাবকদের সতর্ক হয়ে দ্রুত হাসপাতালে নেওয়া উচিত। এ ধরনের সমস্যাকে বলা হয় ‘ট্রাইকোফাজিয়া।’
চীনের জিয়াংসু প্রদেশের নানজিংয়ের জিনলিং হাসপাতালের চিকিৎসক লিউ ফ্যাং জানান, ট্রাইকোফাজিয়ায় আক্রান্ত রোগীদের সাধারণত খাদ্যাভ্যাস, মনোরোগ চিকিৎসা ও ওষুধের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হয়। তার ভাষায়, রোগীদের ভিটামিনসমৃদ্ধ খাবার খেতে পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ভুল ধারণা সংশোধনের মাধ্যমে তাদের আচরণ পরিবর্তনে কাজ করা হয়। প্রয়োজন হলে তাদের তরল ওষুধও দেওয়া হয়, যাতে শারীরিক অবস্থার উন্নতি ঘটে।
লিউ আরও বলেন, কিছু ক্ষেত্রে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা ও ফিজিওথেরাপিও ব্যবহার করা হয় রোগীর উপসর্গ কমানোর জন্য।
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৬ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৭ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
৮ দিন আগেভারতের উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক স্বামীর অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। লোধসা গ্রামের বাসিন্দা মেরাজ নামের ওই ব্যক্তি দাবি করেছেন, তাঁর স্ত্রী নাসিমুন প্রতিরাতে সাপের রূপ ধারণ করে এবং তাঁকে কামড়ানোর চেষ্টা করে। অদ্ভুত এই অভিযোগে রীতিমতো হতবাক স্থানীয় প্রশাসন থেকে শুরু করে সাধারণ...
১০ দিন আগে