যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
এনডিটিভি জানিয়েছে, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ, নিজের ভুবনে ডুব দিয়ে লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তাঁর স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।
এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’
লটারির অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন এই দম্পতি। এবারের বড়দিনে তাঁরা অবশ্য নাতি-নাতনিদের জন্য একটু বাড়তি উপহার কিনে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
এনডিটিভি জানিয়েছে, মেরিল্যান্ডের প্রিন্স জর্জস কাউন্টির ওই নারী গত ডিসেম্বরে একটি স্বপ্ন দেখেন। এই স্বপ্নে কয়েকটি সংখ্যা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। তিনি সিদ্ধান্ত নেন, সেই সংখ্যা দিয়ে লটারির টিকিট কিনবেন।
তবে সুযোগটি প্রায় হারাতে বসেছিলেন তিনি। কারণ, নিজের ভুবনে ডুব দিয়ে লটারির কথা প্রায় ভুলেই গিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি দেরি করছিলাম এবং প্রায় ভুলেই গিয়েছিলাম খেলতে। কিন্তু এটা জানতাম, স্বপ্নের সেই সংখ্যাগুলো দিয়ে অবশ্যই খেলতে হবে।’
অবশেষে, অক্সন হিলের একটি দোকান থেকে তিনি ৯-৯-০-০-০ সংখ্যা দিয়ে একটি ‘পিক-৫’ লটারি টিকিট কেনেন।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যার ড্রতে সেই টিকিটই ৫০ হাজার ডলার জিতে নেয়। বিজয়ী নারী তাঁর স্বামীকে সংবাদটি জানালে তিনি প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না।
এ বিষয়ে নারীর স্বামী বলেন, ‘আমার স্ত্রী যখন দেখালেন, তখনো মনে হচ্ছিল, সত্যি নয়। তবে ভাগ্যের ছোঁয়া যখন আসে, তখন আপনাকে প্রস্তুত থাকতে হয়। আমরা ভাগ্যবান যে সেই মুহূর্তে ঠিক জায়গায় ছিলাম।’
লটারির অর্থ কীভাবে খরচ করবেন, তা নিয়ে পরিকল্পনা করছেন এই দম্পতি। এবারের বড়দিনে তাঁরা অবশ্য নাতি-নাতনিদের জন্য একটু বাড়তি উপহার কিনে দিয়েছেন।
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
২ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৩ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৭ দিন আগে