প্রাণী হিসেবে মশাকে পছন্দ করার কোনো কারণ নেই। তবে এটি কতটা ক্ষতিকর কিংবা মানুষের কত বড় শত্রু এটা হয়তো আমাদের অনেকের ধারণাতেই নেই। শুনে অবাক হবেন পৃথিবীতে অন্য যে কোনো প্রাণীর আক্রমণের চেয়ে মশার কারণেই বেশি মানুষের মৃত্যু হয়। আজ বিশ্ব মশা দিবসে আকারে খুদে হলেও এটি যে খুব বিপজ্জনক এক প্রাণী তাই তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে থাকছে মশার কারণে সৃষ্টি হওয়া রোগগুলি সম্পর্কে দুই-চার কথা।
মশা নানা ধরনের রোগ ছড়ায়, এটাও সত্যি। তবে আমরা যেটা কল্পনাও করতে পারি না, সেটা হলো খুদে এই উড়ুক্কু প্রাণী বছরজুড়ে সাড়ে সাত লাখ থেকে দশ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। এদিক থেকে এর কাছে ধারে নেই বাঘ, সিংহ, হাতি কিংবা কুমিরের মতো প্রাণীও। ম্যালেরিয়া ছাড়াও ডেঙ্গু, চিকনগুনিয়া, ইয়েলো ফিভার, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগের বাহক মশা।
ম্যালেরিয়া
মশার কারণে মৃত্যুগুলোর বড় একটি অংশ আসে ম্যালেরিয়ায়। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। সাধারণ কামড়ানোর ১০-১৫ দিন পর এর লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে আছে জ্বর, মাথা ব্যথা ইত্যাদি। চিকিৎসা থাকলেও কখনো কখনো প্রাণঘাতী হয়ে ওঠে রোগটি। প্রতি বছর বিশ্বজুড়ে ২৪ কোটি ৭০ লাখের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হন। এটির প্রভাব সবচেয়ে বেশি আফ্রিকায়। পৃথিবীর মোট ম্যালেরিয়া সংক্রমণের ৯৫ শতাংশ ও মৃত্যুর ৯৬ শতাংশ আফ্রিকায়।
ওয়েস্ট নাইল ভাইরাস
রোগাক্রান্ত মশার কামড়ে এ রোগ হয় মানুষের। আক্রান্ত হওয়ার লক্ষণের মধ্যে আছে জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হওয়া, কাঁপুনি, খিঁচুনি, এবং পেশির দুর্বলতা। আক্রান্তদের শতকরা ৮০ শতাংশেরই কোনো উপসর্গ পাওয়া যায় না। তবে তাতে কী, এটা প্রাণঘাতী হয়ে ওঠে কখনো কখনো।
ডেঙ্গু
মশাবাহিত রোগগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে মানুষকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রেখেছে ডেঙ্গু। বাংলাদেশের মূলত পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার আক্রমণ হলেও ডেঙ্গুর প্রভাব চোখে পড়ে দেশজুড়েই। অনেক সময় হালকা অসুস্থতার কারণ হলেও ডেঙ্গু গুরুতর হয়ে ওঠে কখনো কখনো। উচ্চ তাপমাত্রায় জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথার অনুভূতি, মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমির ভাব, গ্রন্থি ফুলে যাওয়া, ক্লান্তি, তীব্র পেটে ব্যথা হতে পারে এই রোগে। এডিস ইজিপ্টি নামের যে মশা ডেঙ্গু জ্বরের কারণ তাকে কখনো কখনো, ‘মশা সমাজের তেলাপোকা’ বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়। কারণ এদের শহুরে পরিবেশে মানিয়ে নেওয়া এবং মানুষের কাছাকাছি থাকার ক্ষমতা। এখানে জানিয়ে রাখা ভালো, তে শুধু ২০২৩ সালেই বাংলাদেশে মারা গিয়েছেন এক হাজার ৭০৫ জন মানুষ।
জিকা
জিকা ভাইরাসে কখনো কখনো লক্ষণ প্রকাশ পায় না। পেলে পেশি এবং অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, শরীরে ফুসকুড়ি এবং প্রদাহ হতে পারে। ডেঙ্গুর মতো এডিস মশা জিকা ভাইরাসেরও বাহক।
ইয়েলো ফিভার
মশার কামড়ে হওয়া আরেকটি ভয়াবহ রোগ ইয়েলো ফিভার বা পীতজ্বর। বিশেষ করে সতোরো থেকে উনিশ শতক পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখে পৃথিবী এ রোগে। এডিস এবং হিমোগগাস মশার কামড়ে এ রোগ হয়। আফ্রিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এ রোগের প্রভাব দেখা যায়। মাথাব্যথা, জ্বর, পেশি ব্যথা এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। এ রোগে কারও কারও বেলায় যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে জন্ডিস হয়ে যায়। আর এতে শরীরে হলুদাভ ধরাতেই এ রোগের এমন নামকরণ।
চিকনগুনিয়া
মূলত এডিস অ্যাবোপিকটাস বা এশিয়ান টাইগার মসকুইটোর কামড়ে রোগটি হয়। গত কয়েক দশকে এ রোগটি বেশি ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও এ রোগটিতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে অনেককে। এডিস ইজিপ্টিও ছড়াতে পারে চিকনগুনিয়া বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়েও কাজ করলেও এখনো এর সত্যিকার অর্থে কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। জ্বরের সঙ্গে হাড়ের জোড়ায় তীব্র ব্যথাই এই রোগের প্রধান উপসর্গ। সঙ্গে মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, বমিভাব, শারীরিক দুর্বলতা এসব থাকতে পারে।
সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস, হিন্দুস্তান টাইমস
প্রাণী হিসেবে মশাকে পছন্দ করার কোনো কারণ নেই। তবে এটি কতটা ক্ষতিকর কিংবা মানুষের কত বড় শত্রু এটা হয়তো আমাদের অনেকের ধারণাতেই নেই। শুনে অবাক হবেন পৃথিবীতে অন্য যে কোনো প্রাণীর আক্রমণের চেয়ে মশার কারণেই বেশি মানুষের মৃত্যু হয়। আজ বিশ্ব মশা দিবসে আকারে খুদে হলেও এটি যে খুব বিপজ্জনক এক প্রাণী তাই তুলে ধরার চেষ্টা করছি। সেই সঙ্গে থাকছে মশার কারণে সৃষ্টি হওয়া রোগগুলি সম্পর্কে দুই-চার কথা।
মশা নানা ধরনের রোগ ছড়ায়, এটাও সত্যি। তবে আমরা যেটা কল্পনাও করতে পারি না, সেটা হলো খুদে এই উড়ুক্কু প্রাণী বছরজুড়ে সাড়ে সাত লাখ থেকে দশ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী। এদিক থেকে এর কাছে ধারে নেই বাঘ, সিংহ, হাতি কিংবা কুমিরের মতো প্রাণীও। ম্যালেরিয়া ছাড়াও ডেঙ্গু, চিকনগুনিয়া, ইয়েলো ফিভার, জিকা ও ওয়েস্ট নাইল ভাইরাসের মতো প্রাণঘাতী রোগের বাহক মশা।
ম্যালেরিয়া
মশার কারণে মৃত্যুগুলোর বড় একটি অংশ আসে ম্যালেরিয়ায়। স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে এ রোগ ছড়ায়। সাধারণ কামড়ানোর ১০-১৫ দিন পর এর লক্ষণ প্রকাশ পায়। এর মধ্যে আছে জ্বর, মাথা ব্যথা ইত্যাদি। চিকিৎসা থাকলেও কখনো কখনো প্রাণঘাতী হয়ে ওঠে রোগটি। প্রতি বছর বিশ্বজুড়ে ২৪ কোটি ৭০ লাখের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হন। এটির প্রভাব সবচেয়ে বেশি আফ্রিকায়। পৃথিবীর মোট ম্যালেরিয়া সংক্রমণের ৯৫ শতাংশ ও মৃত্যুর ৯৬ শতাংশ আফ্রিকায়।
ওয়েস্ট নাইল ভাইরাস
রোগাক্রান্ত মশার কামড়ে এ রোগ হয় মানুষের। আক্রান্ত হওয়ার লক্ষণের মধ্যে আছে জ্বর, মাথা ব্যথা, ঘাড় শক্ত হওয়া, কাঁপুনি, খিঁচুনি, এবং পেশির দুর্বলতা। আক্রান্তদের শতকরা ৮০ শতাংশেরই কোনো উপসর্গ পাওয়া যায় না। তবে তাতে কী, এটা প্রাণঘাতী হয়ে ওঠে কখনো কখনো।
ডেঙ্গু
মশাবাহিত রোগগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে মানুষকে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রেখেছে ডেঙ্গু। বাংলাদেশের মূলত পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার আক্রমণ হলেও ডেঙ্গুর প্রভাব চোখে পড়ে দেশজুড়েই। অনেক সময় হালকা অসুস্থতার কারণ হলেও ডেঙ্গু গুরুতর হয়ে ওঠে কখনো কখনো। উচ্চ তাপমাত্রায় জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের পেছনে ব্যথার অনুভূতি, মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা, বমির ভাব, গ্রন্থি ফুলে যাওয়া, ক্লান্তি, তীব্র পেটে ব্যথা হতে পারে এই রোগে। এডিস ইজিপ্টি নামের যে মশা ডেঙ্গু জ্বরের কারণ তাকে কখনো কখনো, ‘মশা সমাজের তেলাপোকা’ বলেও পরিচয় করিয়ে দেওয়া হয়। কারণ এদের শহুরে পরিবেশে মানিয়ে নেওয়া এবং মানুষের কাছাকাছি থাকার ক্ষমতা। এখানে জানিয়ে রাখা ভালো, তে শুধু ২০২৩ সালেই বাংলাদেশে মারা গিয়েছেন এক হাজার ৭০৫ জন মানুষ।
জিকা
জিকা ভাইরাসে কখনো কখনো লক্ষণ প্রকাশ পায় না। পেলে পেশি এবং অস্থিসন্ধিতে ব্যথা, মাথা ব্যথা, জ্বর, শরীরে ফুসকুড়ি এবং প্রদাহ হতে পারে। ডেঙ্গুর মতো এডিস মশা জিকা ভাইরাসেরও বাহক।
ইয়েলো ফিভার
মশার কামড়ে হওয়া আরেকটি ভয়াবহ রোগ ইয়েলো ফিভার বা পীতজ্বর। বিশেষ করে সতোরো থেকে উনিশ শতক পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু দেখে পৃথিবী এ রোগে। এডিস এবং হিমোগগাস মশার কামড়ে এ রোগ হয়। আফ্রিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকায় এ রোগের প্রভাব দেখা যায়। মাথাব্যথা, জ্বর, পেশি ব্যথা এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। এ রোগে কারও কারও বেলায় যকৃৎ ক্ষতিগ্রস্ত হয়ে জন্ডিস হয়ে যায়। আর এতে শরীরে হলুদাভ ধরাতেই এ রোগের এমন নামকরণ।
চিকনগুনিয়া
মূলত এডিস অ্যাবোপিকটাস বা এশিয়ান টাইগার মসকুইটোর কামড়ে রোগটি হয়। গত কয়েক দশকে এ রোগটি বেশি ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশেও এ রোগটিতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে অনেককে। এডিস ইজিপ্টিও ছড়াতে পারে চিকনগুনিয়া বেশ কয়েকটি ভ্যাকসিন নিয়েও কাজ করলেও এখনো এর সত্যিকার অর্থে কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। জ্বরের সঙ্গে হাড়ের জোড়ায় তীব্র ব্যথাই এই রোগের প্রধান উপসর্গ। সঙ্গে মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, বমিভাব, শারীরিক দুর্বলতা এসব থাকতে পারে।
সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস, হিন্দুস্তান টাইমস
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
১ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৮ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
৯ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১১ দিন আগে