Ajker Patrika

মেকআপ থেকে বিমানবন্দর, সবই দেবেন ভোটে জিতলে! 

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬: ১২
মেকআপ থেকে বিমানবন্দর, সবই দেবেন ভোটে জিতলে! 

নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়। 

এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে। 

ইশতেহারে যা রয়েছে—

  • গ্রামে প্রতিদিন সারপঞ্চের ‘মন কি বাত’ প্রোগ্রামসিরসাধে তিনটি বিমানবন্দর নির্মাণ
  • জিএসটি বাতিলের সুবিধা
  • নারীদের জন্য বিনা মূল্যে মেকআপ কিট
  • পেট্রল প্রতি লিটার ২০ টাকা
  • গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা
  • প্রতিটি পরিবারের জন্য একটি বাইক বিনা মূল্যে
  • সিরসাধ থেকে দিল্লি পর্যন্ত মেট্রো লাইন
  • ফ্রি ওয়াই-ফাই সুবিধা
  • যুবকদের জন্য সরকারি চাকরি
  • প্রতিদিন এক বোতল মদ
  • সিরসাধ থেকে গোহানা পর্যন্ত প্রতি পাঁচ মিনিট অন্তর হেলিকপ্টারের সুবিধা

নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত