নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়।
এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে।
ইশতেহারে যা রয়েছে—
নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক।
নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়।
এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে।
ইশতেহারে যা রয়েছে—
নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক।
নারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
১৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
১ দিন আগেচীনের হুবেই প্রদেশের শিয়াংইয়াং শহরে ঘটেছে এক আজব দুর্ঘটনা। বাগানে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে একটি পাথরে বসেছিলেন ৭২ বছর বয়সী এক নারী। বসতেই গরমের আঁচ টের পেলেন খুব ভালোমতো! মাত্র ১০ সেকেন্ডেই তাঁর নিতম্ব পুড়ে গেল। যেনতেন পোড়া নয়, রীতিমতো ‘থার্ড ডিগ্রি বার্ন।’ এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
৩ দিন আগেসাপের কামড়ে মানুষ মারা যাবে—এ তো চিরচেনা খবর! কিন্তু এবার খবর উল্টো। বিহারের এক প্রত্যন্ত গ্রামে ১ বছরের এক শিশু কামড়ে মেরে ফেলেছে বিষধর গোখরাকে! চোখ কপালে তুলে দেওয়া এই ঘটনা ঘটেছে রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার মোহাচ্ছি বাংকটওয়া গ্রামে। স্থানীয়রা বলছেন, এমন ঘটনা তাঁরা জীবনে কখনো দেখেননি—শুধু সিনেমাতে
৫ দিন আগে