অনলাইন ডেস্ক
নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়।
এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে।
ইশতেহারে যা রয়েছে—
নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক।
নির্বাচন এলে রাজনীতিবিদেরা নানা প্রতিশ্রুতি দিয়ে থাকেন। ইশতেহার আকারে ছাপা হয় সেই সব প্রতিশ্রুতির ফিরিস্তি। এর কিছু সত্য হিসেবে বাস্তবায়িত হয়, কিছু থাকে ফাঁকা বুলি। এমনই এক ইশতেহার এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রার্থীর নাম জয়করণ লাথওয়াল, তিনি ভারতের হরিয়ানার সিরসাধ গ্রামের সারপঞ্চ (গ্রামপ্রধান) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনসাধারণের কাছে তিনি এমন সব প্রতিশ্রুতি দিয়েছেন, যা শুনে ভিরমি খাওয়ার জোগাড়।
এনডিটিভির খবরে জানা যায়, গত রোববার (৯ অক্টোবর) জয়করণের অভিনব ইশতেহারের একটি ছবি টুইটারে পোস্ট করেন এক পুলিশ কর্মকর্তা। মুহূর্তেই ভাইরাল সেই ইশতেহারের ছবি। মেকআপ কিট, ঘরে ঘরে বাইক থেকে শুরু করে একাধিক বিমানবন্দর নির্মাণের মতো প্রতিশ্রুতি রয়েছে জয়করণের ইশতেহারে। অভিনব এই ইশতেহার ছাপানোর পর তা দেয়ালে সেঁটে দেওয়া হয়েছে।
ইশতেহারে যা রয়েছে—
নির্বাচনে জয়করণ লাথওয়ালের ফলাফল সম্পর্কে না জানা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার লাইক সংগ্রহ করেছেন তিনি। ইশতেহারের ছবিটি রিটুইট হয়েছে হাজারের বেশি। মন্তব্যের ঘরে পড়েছে মজার সব প্রতিক্রিয়া। কেউ কেউ তো মজা করে ওই গ্রামের বাসিন্দা হতে চাইছেন। কেউ আবার লিখেছেন তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী করা হোক।
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
৩ দিন আগেঅনেক ব্যস্ত মানুষের জন্য বিছানায় শুয়ে ১০ দিন নেটফ্লিক্স দেখার ধারণাটি খুবই আকর্ষণীয় হতে পারে। তবে, এখন শুয়ে থেকেই ৪ হাজার ১০০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬ লাখ ৪৪ হাজার ৬৬৪ টাকা) উপার্জন করা সম্ভব। এ জন্য একটি গবেষণায় জন্য অংশগ্রহণকারী হিসেবে অংশগ্রহণ করতে হবে।
৩ দিন আগেদাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
৭ দিন আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
৮ দিন আগে