ইশতিয়াক হাসান

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে, সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ায়। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপে পাঠান তাঁদের ভেঙে যাওয়া সম্পর্কের নানা স্মৃতিচিহ্ন। এর মধ্যে অনেকের নামও জানা নেই জাদুঘর কর্তৃপক্ষের। জাদুঘরে শোভা পাওয়া প্রতিটি নিদর্শনের সঙ্গে থাকে এর সংক্ষিপ্ত পরিচয়ও।
এই জাদুঘর গড়ে উঠেছে ওলিনকা ভিস্তিকা ও ড্রাজেন গ্রাবিসিকের হাত ধরে। ২০ বছর আগে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন নিজেদের জিনিসপত্র আলাদা করার সময় আসে। এর মধ্যে ছিল টেলিভিশন, কম্পিউটার, ছুটিতে কোথাও বেড়াতে গিয়ে কেনা নানা স্মারক। আর ছিল একটি খেলনা খরগোশ।
এ দুই ক্রোয়েশিয়ান যখন প্রেমিক-প্রেমিকা ছিলেন, দুজনের কেউ বাড়ি ফিরলে সেখানে থাকা অপরজন খরগোশটিতে বাতাস ভরে এটা ছুড়ে দিতেন। বাড়ির চারপাশে ঘুরতে থাকা খরগোশটি যেন স্বাগত জানাত ঘরে যে প্রবেশ করেছে তাকে। কোথাও বেড়াতে গেলে এটাকে সঙ্গে নিয়ে যাওয়া হতো আর এর সঙ্গে ছবি তুলতেন দুজনে। ভিস্তিকা স্মৃতিচারণা করেন, ‘দুজনের কাছে একসঙ্গে এটি রাখার সুযোগ ছিল না।’
প্রিয় জিনিসটা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এর বদলে দুর্দান্ত এক বুদ্ধি খেলে গেল তাঁদের মাথায়। এমন একটি জায়গা থাকলে কেমন হয়, যেখানে পৃথিবীর ভেঙে যাওয়া সম্পর্কগুলোর সব নিদর্শন স্থান পাবে?
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব শহরের পুরোনো অংশে একসময়কার একটি প্রাসাদে গড়ে ওঠা দ্য মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনসিপ শহরটির অন্যতম পর্যটক আকর্ষী স্থাপনা। পৃথিবীর নানা প্রান্তের হৃদয়ভাঙা প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কের নানা নিদর্শনে ভরপুর জাদুঘরটি। কত ধরনের স্মারক যে আছে এই জাদুঘরে। যেমন—এক জোড়া সাদা কাপড়ের জুতো, যার সঙ্গে একটি নোটে লেখা, ‘তার ফ্যাশন সচেতনতা আমার ওপর চাপানোর চেষ্টা করেছিল।’
আবার সেখানে গেলে হয়তো পাবেন প্যারাসুটের একটি অংশ, যেটি এমন এক নারী পাঠিয়েছেন, যাঁর প্রেমিক স্কাই ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান।
২০০৬ সালে অস্থায়ী একটি প্রকল্প হিসেবে জাগরেব সেলন নামের একটি শিল্প উৎসবে প্রথমবারের মতো গ্রাবিসিক ও ভিস্তিকা চালু করেন জাদুঘরটি। প্রথম প্রদর্শনীতে পরিচিত ও বন্ধুবান্ধবের কাছ থেকে তাঁদের ভাঙা সম্পর্কের নানা স্মারক সংগ্রহ করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। তবে প্রদর্শনী শেষে পৃথিবীর নানা প্রান্ত থেকে ই-মেইল ও ফোন পেতে থাকেন অন্যান্য শহরেও এর প্রদর্শনী করার জন্য। ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আর্ট গ্যালারি ও তুরস্কের শপিং মলে প্রদর্শনীর আয়োজন করেন তাঁরা। সেখানে আরও বেশ কিছু নিদর্শন যোগ হয় তাঁদের সংগ্রহে। তারপর মেক্সিকো সিটিতে যখন নিজেদের সংগ্রহ উপস্থাপন করেন, সেখানে অন্তত কয়েক শ স্মারক ও গল্প পান।
২০১০ সালে গ্রাবিসিক ও ভিস্তিকা জাদুঘরের স্থায়ী জায়গার ব্যবস্থা করেন, সেটি জাগরেবের বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বিখ্যাত ভেন্যু সিটি হলের কাছেই। তারপর থেকেই বড় হতে থাকে এর পরিসর। জাদুঘরের সংগ্রহের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৪ হাজার। চারলোট্টি ফুয়েন্তেস, যিনি জাদুঘরের সংগ্রহগুলোর দেখভাল করেন ও বাইরে অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করেন, তিনি জানান, প্রতি সপ্তাহে নতুন নতুন স্মৃতিচিহ্ন পান তারা মেইলে।

ফুয়েন্তেস জানান, তাঁদের কাছে নানা অদ্ভুত ধরনের জিনিসই আসে। যেমন একজন পাঠিয়েছেন ৩৭ বছরের পুরোনো একটি বিয়ের কেক। ফ্রিজে এটা সংরক্ষণ করছে জাদুঘর কর্তৃপক্ষ। ‘ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কত কী করে মানুষ, ভেবে অবাক হই।’ বলেন ফুয়েন্তেস।
গ্রাবিসিক, ভিস্তিকা আর ফুয়েন্তেস জানান, অনেক দূরের এলাকা থেকেও আসে স্মারক। যেমন বেলজিয়াম থেকে পেয়েছেন একটি বাইসাইকেল, দক্ষিণ কোরিয়া থেকে কিছু খেলনা আসবাব, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাস্কেটবল খেলার এক জোড়া মোজা।
গ্রাবিসিক বলেন, তাঁদের পাওয়া জিনিসগুলো কখনো কোনো দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা নির্দেশ করে। ফিলিপাইনে যখন অস্থায়ী একটি প্রদর্শনীর আয়োজন করে, তখন এমন কিছু নিদর্শন পান, যেগুলো অভিবাসনের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার স্মারক। ‘লাখ লাখ ফিলিপিনো বিদেশে চাকরি করেন,’ বলেন গ্রাবিসিক, ‘কাজেই বড় একটি সম্ভাবনা আপনার প্রিয় মানুষটি হয়তো কানাডা, আরব আমিরাত কিংবা অন্য কোনোখানে চলে গেছেন কাজে। ফলাফল হিসেবে সেটা ভেঙে গেছে।’

‘আমি নিশ্চিত, ইউক্রেনে কোনো প্রদর্শনীর আয়োজন করলে যুদ্ধের কারণে বিচ্ছেদের কিছু গল্প পাব আমরা।’ মন্তব্য গ্রাবিসিকের।
কিছু কিছু উপকরণের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যেমন কোনো কোনো নিদর্শন আসে ধর্মীয় বিশ্বাস হারানো কিংবা কোনো শিশুর মৃত্যু ঘিরে। ‘আমরা সব সময় জাদুঘরের নামটি উন্মুক্ত রেখেছি, মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপ, এখানে ভালোবাসার কথা উল্লেখ করা হয়নি,’ বলেন ভিস্তিকা, ‘শুধু ভালোবাসা নয়, সব সম্পর্কই আবেগময়।’
কত রকম জিনিস যে আসে জাদুঘরে। স্লোভেনিয়ার এক নারী দিয়েছিলেন বাগানের সজ্জার জন্য ব্যবহার করা ছোট্ট একটা কল্পকথার প্রাণীর মূর্তি। ডিভোর্সের দিন প্রাক্তন স্বামীর গাড়ির দিকে এটি ছুড়ে মেরেছিলেন তিনি।

মজার ঘটনা, জাদুঘরের কোনো কিছু ফেরত দেওয়ার নিয়ম নেই। যেমন যিনি এটি দিয়েছেন তাঁর যদি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলেও।
ইউরোপ ভ্রমণে গেলে ক্রোয়েশিয়ার আশ্চর্য এই জাদুঘরে একটি চক্কর দিতেই পারেন। ও আরেকটি কথা, মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসেও কিন্তু ২০১৭ সালে একটি শাখা খোলা হয়েছে ভাঙা সম্পর্কের স্মারকের এই জাদুঘরের। কাজেই যুক্তরাষ্ট্র ভ্রমণেও আপনার সুযোগ থাকছে জাদুঘরের নানা নিদর্শন দেখার। আর যদি পুরোনো কোনো ভাঙা সম্পর্কের স্মারক আপনার নিজের কাছে থাকে, তবে সেটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার চেয়ে জাদুঘরের ঠিকানায় পাঠিয়ে দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ব্রোকেন শিপস ডট কম, অ্যামিউজিং প্ল্যানেট

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে, সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ায়। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপে পাঠান তাঁদের ভেঙে যাওয়া সম্পর্কের নানা স্মৃতিচিহ্ন। এর মধ্যে অনেকের নামও জানা নেই জাদুঘর কর্তৃপক্ষের। জাদুঘরে শোভা পাওয়া প্রতিটি নিদর্শনের সঙ্গে থাকে এর সংক্ষিপ্ত পরিচয়ও।
এই জাদুঘর গড়ে উঠেছে ওলিনকা ভিস্তিকা ও ড্রাজেন গ্রাবিসিকের হাত ধরে। ২০ বছর আগে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন নিজেদের জিনিসপত্র আলাদা করার সময় আসে। এর মধ্যে ছিল টেলিভিশন, কম্পিউটার, ছুটিতে কোথাও বেড়াতে গিয়ে কেনা নানা স্মারক। আর ছিল একটি খেলনা খরগোশ।
এ দুই ক্রোয়েশিয়ান যখন প্রেমিক-প্রেমিকা ছিলেন, দুজনের কেউ বাড়ি ফিরলে সেখানে থাকা অপরজন খরগোশটিতে বাতাস ভরে এটা ছুড়ে দিতেন। বাড়ির চারপাশে ঘুরতে থাকা খরগোশটি যেন স্বাগত জানাত ঘরে যে প্রবেশ করেছে তাকে। কোথাও বেড়াতে গেলে এটাকে সঙ্গে নিয়ে যাওয়া হতো আর এর সঙ্গে ছবি তুলতেন দুজনে। ভিস্তিকা স্মৃতিচারণা করেন, ‘দুজনের কাছে একসঙ্গে এটি রাখার সুযোগ ছিল না।’
প্রিয় জিনিসটা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এর বদলে দুর্দান্ত এক বুদ্ধি খেলে গেল তাঁদের মাথায়। এমন একটি জায়গা থাকলে কেমন হয়, যেখানে পৃথিবীর ভেঙে যাওয়া সম্পর্কগুলোর সব নিদর্শন স্থান পাবে?
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব শহরের পুরোনো অংশে একসময়কার একটি প্রাসাদে গড়ে ওঠা দ্য মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনসিপ শহরটির অন্যতম পর্যটক আকর্ষী স্থাপনা। পৃথিবীর নানা প্রান্তের হৃদয়ভাঙা প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কের নানা নিদর্শনে ভরপুর জাদুঘরটি। কত ধরনের স্মারক যে আছে এই জাদুঘরে। যেমন—এক জোড়া সাদা কাপড়ের জুতো, যার সঙ্গে একটি নোটে লেখা, ‘তার ফ্যাশন সচেতনতা আমার ওপর চাপানোর চেষ্টা করেছিল।’
আবার সেখানে গেলে হয়তো পাবেন প্যারাসুটের একটি অংশ, যেটি এমন এক নারী পাঠিয়েছেন, যাঁর প্রেমিক স্কাই ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান।
২০০৬ সালে অস্থায়ী একটি প্রকল্প হিসেবে জাগরেব সেলন নামের একটি শিল্প উৎসবে প্রথমবারের মতো গ্রাবিসিক ও ভিস্তিকা চালু করেন জাদুঘরটি। প্রথম প্রদর্শনীতে পরিচিত ও বন্ধুবান্ধবের কাছ থেকে তাঁদের ভাঙা সম্পর্কের নানা স্মারক সংগ্রহ করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। তবে প্রদর্শনী শেষে পৃথিবীর নানা প্রান্ত থেকে ই-মেইল ও ফোন পেতে থাকেন অন্যান্য শহরেও এর প্রদর্শনী করার জন্য। ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আর্ট গ্যালারি ও তুরস্কের শপিং মলে প্রদর্শনীর আয়োজন করেন তাঁরা। সেখানে আরও বেশ কিছু নিদর্শন যোগ হয় তাঁদের সংগ্রহে। তারপর মেক্সিকো সিটিতে যখন নিজেদের সংগ্রহ উপস্থাপন করেন, সেখানে অন্তত কয়েক শ স্মারক ও গল্প পান।
২০১০ সালে গ্রাবিসিক ও ভিস্তিকা জাদুঘরের স্থায়ী জায়গার ব্যবস্থা করেন, সেটি জাগরেবের বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বিখ্যাত ভেন্যু সিটি হলের কাছেই। তারপর থেকেই বড় হতে থাকে এর পরিসর। জাদুঘরের সংগ্রহের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৪ হাজার। চারলোট্টি ফুয়েন্তেস, যিনি জাদুঘরের সংগ্রহগুলোর দেখভাল করেন ও বাইরে অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করেন, তিনি জানান, প্রতি সপ্তাহে নতুন নতুন স্মৃতিচিহ্ন পান তারা মেইলে।

ফুয়েন্তেস জানান, তাঁদের কাছে নানা অদ্ভুত ধরনের জিনিসই আসে। যেমন একজন পাঠিয়েছেন ৩৭ বছরের পুরোনো একটি বিয়ের কেক। ফ্রিজে এটা সংরক্ষণ করছে জাদুঘর কর্তৃপক্ষ। ‘ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কত কী করে মানুষ, ভেবে অবাক হই।’ বলেন ফুয়েন্তেস।
গ্রাবিসিক, ভিস্তিকা আর ফুয়েন্তেস জানান, অনেক দূরের এলাকা থেকেও আসে স্মারক। যেমন বেলজিয়াম থেকে পেয়েছেন একটি বাইসাইকেল, দক্ষিণ কোরিয়া থেকে কিছু খেলনা আসবাব, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাস্কেটবল খেলার এক জোড়া মোজা।
গ্রাবিসিক বলেন, তাঁদের পাওয়া জিনিসগুলো কখনো কোনো দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা নির্দেশ করে। ফিলিপাইনে যখন অস্থায়ী একটি প্রদর্শনীর আয়োজন করে, তখন এমন কিছু নিদর্শন পান, যেগুলো অভিবাসনের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার স্মারক। ‘লাখ লাখ ফিলিপিনো বিদেশে চাকরি করেন,’ বলেন গ্রাবিসিক, ‘কাজেই বড় একটি সম্ভাবনা আপনার প্রিয় মানুষটি হয়তো কানাডা, আরব আমিরাত কিংবা অন্য কোনোখানে চলে গেছেন কাজে। ফলাফল হিসেবে সেটা ভেঙে গেছে।’

‘আমি নিশ্চিত, ইউক্রেনে কোনো প্রদর্শনীর আয়োজন করলে যুদ্ধের কারণে বিচ্ছেদের কিছু গল্প পাব আমরা।’ মন্তব্য গ্রাবিসিকের।
কিছু কিছু উপকরণের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যেমন কোনো কোনো নিদর্শন আসে ধর্মীয় বিশ্বাস হারানো কিংবা কোনো শিশুর মৃত্যু ঘিরে। ‘আমরা সব সময় জাদুঘরের নামটি উন্মুক্ত রেখেছি, মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপ, এখানে ভালোবাসার কথা উল্লেখ করা হয়নি,’ বলেন ভিস্তিকা, ‘শুধু ভালোবাসা নয়, সব সম্পর্কই আবেগময়।’
কত রকম জিনিস যে আসে জাদুঘরে। স্লোভেনিয়ার এক নারী দিয়েছিলেন বাগানের সজ্জার জন্য ব্যবহার করা ছোট্ট একটা কল্পকথার প্রাণীর মূর্তি। ডিভোর্সের দিন প্রাক্তন স্বামীর গাড়ির দিকে এটি ছুড়ে মেরেছিলেন তিনি।

মজার ঘটনা, জাদুঘরের কোনো কিছু ফেরত দেওয়ার নিয়ম নেই। যেমন যিনি এটি দিয়েছেন তাঁর যদি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলেও।
ইউরোপ ভ্রমণে গেলে ক্রোয়েশিয়ার আশ্চর্য এই জাদুঘরে একটি চক্কর দিতেই পারেন। ও আরেকটি কথা, মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসেও কিন্তু ২০১৭ সালে একটি শাখা খোলা হয়েছে ভাঙা সম্পর্কের স্মারকের এই জাদুঘরের। কাজেই যুক্তরাষ্ট্র ভ্রমণেও আপনার সুযোগ থাকছে জাদুঘরের নানা নিদর্শন দেখার। আর যদি পুরোনো কোনো ভাঙা সম্পর্কের স্মারক আপনার নিজের কাছে থাকে, তবে সেটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার চেয়ে জাদুঘরের ঠিকানায় পাঠিয়ে দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ব্রোকেন শিপস ডট কম, অ্যামিউজিং প্ল্যানেট
ইশতিয়াক হাসান

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে, সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ায়। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপে পাঠান তাঁদের ভেঙে যাওয়া সম্পর্কের নানা স্মৃতিচিহ্ন। এর মধ্যে অনেকের নামও জানা নেই জাদুঘর কর্তৃপক্ষের। জাদুঘরে শোভা পাওয়া প্রতিটি নিদর্শনের সঙ্গে থাকে এর সংক্ষিপ্ত পরিচয়ও।
এই জাদুঘর গড়ে উঠেছে ওলিনকা ভিস্তিকা ও ড্রাজেন গ্রাবিসিকের হাত ধরে। ২০ বছর আগে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন নিজেদের জিনিসপত্র আলাদা করার সময় আসে। এর মধ্যে ছিল টেলিভিশন, কম্পিউটার, ছুটিতে কোথাও বেড়াতে গিয়ে কেনা নানা স্মারক। আর ছিল একটি খেলনা খরগোশ।
এ দুই ক্রোয়েশিয়ান যখন প্রেমিক-প্রেমিকা ছিলেন, দুজনের কেউ বাড়ি ফিরলে সেখানে থাকা অপরজন খরগোশটিতে বাতাস ভরে এটা ছুড়ে দিতেন। বাড়ির চারপাশে ঘুরতে থাকা খরগোশটি যেন স্বাগত জানাত ঘরে যে প্রবেশ করেছে তাকে। কোথাও বেড়াতে গেলে এটাকে সঙ্গে নিয়ে যাওয়া হতো আর এর সঙ্গে ছবি তুলতেন দুজনে। ভিস্তিকা স্মৃতিচারণা করেন, ‘দুজনের কাছে একসঙ্গে এটি রাখার সুযোগ ছিল না।’
প্রিয় জিনিসটা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এর বদলে দুর্দান্ত এক বুদ্ধি খেলে গেল তাঁদের মাথায়। এমন একটি জায়গা থাকলে কেমন হয়, যেখানে পৃথিবীর ভেঙে যাওয়া সম্পর্কগুলোর সব নিদর্শন স্থান পাবে?
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব শহরের পুরোনো অংশে একসময়কার একটি প্রাসাদে গড়ে ওঠা দ্য মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনসিপ শহরটির অন্যতম পর্যটক আকর্ষী স্থাপনা। পৃথিবীর নানা প্রান্তের হৃদয়ভাঙা প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কের নানা নিদর্শনে ভরপুর জাদুঘরটি। কত ধরনের স্মারক যে আছে এই জাদুঘরে। যেমন—এক জোড়া সাদা কাপড়ের জুতো, যার সঙ্গে একটি নোটে লেখা, ‘তার ফ্যাশন সচেতনতা আমার ওপর চাপানোর চেষ্টা করেছিল।’
আবার সেখানে গেলে হয়তো পাবেন প্যারাসুটের একটি অংশ, যেটি এমন এক নারী পাঠিয়েছেন, যাঁর প্রেমিক স্কাই ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান।
২০০৬ সালে অস্থায়ী একটি প্রকল্প হিসেবে জাগরেব সেলন নামের একটি শিল্প উৎসবে প্রথমবারের মতো গ্রাবিসিক ও ভিস্তিকা চালু করেন জাদুঘরটি। প্রথম প্রদর্শনীতে পরিচিত ও বন্ধুবান্ধবের কাছ থেকে তাঁদের ভাঙা সম্পর্কের নানা স্মারক সংগ্রহ করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। তবে প্রদর্শনী শেষে পৃথিবীর নানা প্রান্ত থেকে ই-মেইল ও ফোন পেতে থাকেন অন্যান্য শহরেও এর প্রদর্শনী করার জন্য। ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আর্ট গ্যালারি ও তুরস্কের শপিং মলে প্রদর্শনীর আয়োজন করেন তাঁরা। সেখানে আরও বেশ কিছু নিদর্শন যোগ হয় তাঁদের সংগ্রহে। তারপর মেক্সিকো সিটিতে যখন নিজেদের সংগ্রহ উপস্থাপন করেন, সেখানে অন্তত কয়েক শ স্মারক ও গল্প পান।
২০১০ সালে গ্রাবিসিক ও ভিস্তিকা জাদুঘরের স্থায়ী জায়গার ব্যবস্থা করেন, সেটি জাগরেবের বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বিখ্যাত ভেন্যু সিটি হলের কাছেই। তারপর থেকেই বড় হতে থাকে এর পরিসর। জাদুঘরের সংগ্রহের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৪ হাজার। চারলোট্টি ফুয়েন্তেস, যিনি জাদুঘরের সংগ্রহগুলোর দেখভাল করেন ও বাইরে অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করেন, তিনি জানান, প্রতি সপ্তাহে নতুন নতুন স্মৃতিচিহ্ন পান তারা মেইলে।

ফুয়েন্তেস জানান, তাঁদের কাছে নানা অদ্ভুত ধরনের জিনিসই আসে। যেমন একজন পাঠিয়েছেন ৩৭ বছরের পুরোনো একটি বিয়ের কেক। ফ্রিজে এটা সংরক্ষণ করছে জাদুঘর কর্তৃপক্ষ। ‘ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কত কী করে মানুষ, ভেবে অবাক হই।’ বলেন ফুয়েন্তেস।
গ্রাবিসিক, ভিস্তিকা আর ফুয়েন্তেস জানান, অনেক দূরের এলাকা থেকেও আসে স্মারক। যেমন বেলজিয়াম থেকে পেয়েছেন একটি বাইসাইকেল, দক্ষিণ কোরিয়া থেকে কিছু খেলনা আসবাব, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাস্কেটবল খেলার এক জোড়া মোজা।
গ্রাবিসিক বলেন, তাঁদের পাওয়া জিনিসগুলো কখনো কোনো দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা নির্দেশ করে। ফিলিপাইনে যখন অস্থায়ী একটি প্রদর্শনীর আয়োজন করে, তখন এমন কিছু নিদর্শন পান, যেগুলো অভিবাসনের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার স্মারক। ‘লাখ লাখ ফিলিপিনো বিদেশে চাকরি করেন,’ বলেন গ্রাবিসিক, ‘কাজেই বড় একটি সম্ভাবনা আপনার প্রিয় মানুষটি হয়তো কানাডা, আরব আমিরাত কিংবা অন্য কোনোখানে চলে গেছেন কাজে। ফলাফল হিসেবে সেটা ভেঙে গেছে।’

‘আমি নিশ্চিত, ইউক্রেনে কোনো প্রদর্শনীর আয়োজন করলে যুদ্ধের কারণে বিচ্ছেদের কিছু গল্প পাব আমরা।’ মন্তব্য গ্রাবিসিকের।
কিছু কিছু উপকরণের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যেমন কোনো কোনো নিদর্শন আসে ধর্মীয় বিশ্বাস হারানো কিংবা কোনো শিশুর মৃত্যু ঘিরে। ‘আমরা সব সময় জাদুঘরের নামটি উন্মুক্ত রেখেছি, মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপ, এখানে ভালোবাসার কথা উল্লেখ করা হয়নি,’ বলেন ভিস্তিকা, ‘শুধু ভালোবাসা নয়, সব সম্পর্কই আবেগময়।’
কত রকম জিনিস যে আসে জাদুঘরে। স্লোভেনিয়ার এক নারী দিয়েছিলেন বাগানের সজ্জার জন্য ব্যবহার করা ছোট্ট একটা কল্পকথার প্রাণীর মূর্তি। ডিভোর্সের দিন প্রাক্তন স্বামীর গাড়ির দিকে এটি ছুড়ে মেরেছিলেন তিনি।

মজার ঘটনা, জাদুঘরের কোনো কিছু ফেরত দেওয়ার নিয়ম নেই। যেমন যিনি এটি দিয়েছেন তাঁর যদি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলেও।
ইউরোপ ভ্রমণে গেলে ক্রোয়েশিয়ার আশ্চর্য এই জাদুঘরে একটি চক্কর দিতেই পারেন। ও আরেকটি কথা, মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসেও কিন্তু ২০১৭ সালে একটি শাখা খোলা হয়েছে ভাঙা সম্পর্কের স্মারকের এই জাদুঘরের। কাজেই যুক্তরাষ্ট্র ভ্রমণেও আপনার সুযোগ থাকছে জাদুঘরের নানা নিদর্শন দেখার। আর যদি পুরোনো কোনো ভাঙা সম্পর্কের স্মারক আপনার নিজের কাছে থাকে, তবে সেটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার চেয়ে জাদুঘরের ঠিকানায় পাঠিয়ে দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ব্রোকেন শিপস ডট কম, অ্যামিউজিং প্ল্যানেট

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে, সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ায়। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপে পাঠান তাঁদের ভেঙে যাওয়া সম্পর্কের নানা স্মৃতিচিহ্ন। এর মধ্যে অনেকের নামও জানা নেই জাদুঘর কর্তৃপক্ষের। জাদুঘরে শোভা পাওয়া প্রতিটি নিদর্শনের সঙ্গে থাকে এর সংক্ষিপ্ত পরিচয়ও।
এই জাদুঘর গড়ে উঠেছে ওলিনকা ভিস্তিকা ও ড্রাজেন গ্রাবিসিকের হাত ধরে। ২০ বছর আগে যখন সম্পর্ক ভেঙে যায়, তখন নিজেদের জিনিসপত্র আলাদা করার সময় আসে। এর মধ্যে ছিল টেলিভিশন, কম্পিউটার, ছুটিতে কোথাও বেড়াতে গিয়ে কেনা নানা স্মারক। আর ছিল একটি খেলনা খরগোশ।
এ দুই ক্রোয়েশিয়ান যখন প্রেমিক-প্রেমিকা ছিলেন, দুজনের কেউ বাড়ি ফিরলে সেখানে থাকা অপরজন খরগোশটিতে বাতাস ভরে এটা ছুড়ে দিতেন। বাড়ির চারপাশে ঘুরতে থাকা খরগোশটি যেন স্বাগত জানাত ঘরে যে প্রবেশ করেছে তাকে। কোথাও বেড়াতে গেলে এটাকে সঙ্গে নিয়ে যাওয়া হতো আর এর সঙ্গে ছবি তুলতেন দুজনে। ভিস্তিকা স্মৃতিচারণা করেন, ‘দুজনের কাছে একসঙ্গে এটি রাখার সুযোগ ছিল না।’
প্রিয় জিনিসটা নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া বেঁধে যাওয়াটাই ছিল স্বাভাবিক। এর বদলে দুর্দান্ত এক বুদ্ধি খেলে গেল তাঁদের মাথায়। এমন একটি জায়গা থাকলে কেমন হয়, যেখানে পৃথিবীর ভেঙে যাওয়া সম্পর্কগুলোর সব নিদর্শন স্থান পাবে?
ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব শহরের পুরোনো অংশে একসময়কার একটি প্রাসাদে গড়ে ওঠা দ্য মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনসিপ শহরটির অন্যতম পর্যটক আকর্ষী স্থাপনা। পৃথিবীর নানা প্রান্তের হৃদয়ভাঙা প্রেমিক-প্রেমিকাদের সম্পর্কের নানা নিদর্শনে ভরপুর জাদুঘরটি। কত ধরনের স্মারক যে আছে এই জাদুঘরে। যেমন—এক জোড়া সাদা কাপড়ের জুতো, যার সঙ্গে একটি নোটে লেখা, ‘তার ফ্যাশন সচেতনতা আমার ওপর চাপানোর চেষ্টা করেছিল।’
আবার সেখানে গেলে হয়তো পাবেন প্যারাসুটের একটি অংশ, যেটি এমন এক নারী পাঠিয়েছেন, যাঁর প্রেমিক স্কাই ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় মারা যান।
২০০৬ সালে অস্থায়ী একটি প্রকল্প হিসেবে জাগরেব সেলন নামের একটি শিল্প উৎসবে প্রথমবারের মতো গ্রাবিসিক ও ভিস্তিকা চালু করেন জাদুঘরটি। প্রথম প্রদর্শনীতে পরিচিত ও বন্ধুবান্ধবের কাছ থেকে তাঁদের ভাঙা সম্পর্কের নানা স্মারক সংগ্রহ করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। তবে প্রদর্শনী শেষে পৃথিবীর নানা প্রান্ত থেকে ই-মেইল ও ফোন পেতে থাকেন অন্যান্য শহরেও এর প্রদর্শনী করার জন্য। ফলাফল হিসেবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আর্ট গ্যালারি ও তুরস্কের শপিং মলে প্রদর্শনীর আয়োজন করেন তাঁরা। সেখানে আরও বেশ কিছু নিদর্শন যোগ হয় তাঁদের সংগ্রহে। তারপর মেক্সিকো সিটিতে যখন নিজেদের সংগ্রহ উপস্থাপন করেন, সেখানে অন্তত কয়েক শ স্মারক ও গল্প পান।
২০১০ সালে গ্রাবিসিক ও ভিস্তিকা জাদুঘরের স্থায়ী জায়গার ব্যবস্থা করেন, সেটি জাগরেবের বিয়েসহ সামাজিক অনুষ্ঠানের বিখ্যাত ভেন্যু সিটি হলের কাছেই। তারপর থেকেই বড় হতে থাকে এর পরিসর। জাদুঘরের সংগ্রহের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৪ হাজার। চারলোট্টি ফুয়েন্তেস, যিনি জাদুঘরের সংগ্রহগুলোর দেখভাল করেন ও বাইরে অস্থায়ী প্রদর্শনীর আয়োজন করেন, তিনি জানান, প্রতি সপ্তাহে নতুন নতুন স্মৃতিচিহ্ন পান তারা মেইলে।

ফুয়েন্তেস জানান, তাঁদের কাছে নানা অদ্ভুত ধরনের জিনিসই আসে। যেমন একজন পাঠিয়েছেন ৩৭ বছরের পুরোনো একটি বিয়ের কেক। ফ্রিজে এটা সংরক্ষণ করছে জাদুঘর কর্তৃপক্ষ। ‘ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কত কী করে মানুষ, ভেবে অবাক হই।’ বলেন ফুয়েন্তেস।
গ্রাবিসিক, ভিস্তিকা আর ফুয়েন্তেস জানান, অনেক দূরের এলাকা থেকেও আসে স্মারক। যেমন বেলজিয়াম থেকে পেয়েছেন একটি বাইসাইকেল, দক্ষিণ কোরিয়া থেকে কিছু খেলনা আসবাব, মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে বাস্কেটবল খেলার এক জোড়া মোজা।
গ্রাবিসিক বলেন, তাঁদের পাওয়া জিনিসগুলো কখনো কোনো দেশের রাজনৈতিক ও সামাজিক অবস্থা নির্দেশ করে। ফিলিপাইনে যখন অস্থায়ী একটি প্রদর্শনীর আয়োজন করে, তখন এমন কিছু নিদর্শন পান, যেগুলো অভিবাসনের কারণে সম্পর্ক ভেঙে যাওয়ার স্মারক। ‘লাখ লাখ ফিলিপিনো বিদেশে চাকরি করেন,’ বলেন গ্রাবিসিক, ‘কাজেই বড় একটি সম্ভাবনা আপনার প্রিয় মানুষটি হয়তো কানাডা, আরব আমিরাত কিংবা অন্য কোনোখানে চলে গেছেন কাজে। ফলাফল হিসেবে সেটা ভেঙে গেছে।’

‘আমি নিশ্চিত, ইউক্রেনে কোনো প্রদর্শনীর আয়োজন করলে যুদ্ধের কারণে বিচ্ছেদের কিছু গল্প পাব আমরা।’ মন্তব্য গ্রাবিসিকের।
কিছু কিছু উপকরণের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। যেমন কোনো কোনো নিদর্শন আসে ধর্মীয় বিশ্বাস হারানো কিংবা কোনো শিশুর মৃত্যু ঘিরে। ‘আমরা সব সময় জাদুঘরের নামটি উন্মুক্ত রেখেছি, মিউজিয়াম অব ব্রোকেন রিলেশনশিপ, এখানে ভালোবাসার কথা উল্লেখ করা হয়নি,’ বলেন ভিস্তিকা, ‘শুধু ভালোবাসা নয়, সব সম্পর্কই আবেগময়।’
কত রকম জিনিস যে আসে জাদুঘরে। স্লোভেনিয়ার এক নারী দিয়েছিলেন বাগানের সজ্জার জন্য ব্যবহার করা ছোট্ট একটা কল্পকথার প্রাণীর মূর্তি। ডিভোর্সের দিন প্রাক্তন স্বামীর গাড়ির দিকে এটি ছুড়ে মেরেছিলেন তিনি।

মজার ঘটনা, জাদুঘরের কোনো কিছু ফেরত দেওয়ার নিয়ম নেই। যেমন যিনি এটি দিয়েছেন তাঁর যদি প্রাক্তনের সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যায় তাহলেও।
ইউরোপ ভ্রমণে গেলে ক্রোয়েশিয়ার আশ্চর্য এই জাদুঘরে একটি চক্কর দিতেই পারেন। ও আরেকটি কথা, মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসেও কিন্তু ২০১৭ সালে একটি শাখা খোলা হয়েছে ভাঙা সম্পর্কের স্মারকের এই জাদুঘরের। কাজেই যুক্তরাষ্ট্র ভ্রমণেও আপনার সুযোগ থাকছে জাদুঘরের নানা নিদর্শন দেখার। আর যদি পুরোনো কোনো ভাঙা সম্পর্কের স্মারক আপনার নিজের কাছে থাকে, তবে সেটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলার চেয়ে জাদুঘরের ঠিকানায় পাঠিয়ে দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস, ব্রোকেন শিপস ডট কম, অ্যামিউজিং প্ল্যানেট

হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মারগন শহরে। ১১ বছর বয়সী ট্রিস্টিয়ান জেমস ফ্রাহাম সাপের কামড়ে মারা গেছে। কারণ তার বাবা চিকিৎসা না দিয়ে তাকে একটু ঘুমিয়ে নিতে বলেছিলেন।
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৬ দিন আগে
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
১৩ দিন আগে
উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১৪ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মারগন শহরে। ১১ বছর বয়সী ট্রিস্টিয়ান জেমস ফ্রাহাম সাপের কামড়ে মারা গেছে। কারণ তার বাবা চিকিৎসা না দিয়ে তাকে একটু ঘুমিয়ে নিতে বলেছিলেন।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল বেশ কিছু দিন আগে ঘটলেও সম্প্রতি প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদন এই মৃত্যুর ভয়াবহ অবহেলাটিকে সামনে এনেছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রিস্টিয়ান একটি রাইডিং মাওয়ার চালানোর সময় পড়ে যায় এবং তখনই তাকে একটি ব্রাউন স্নেক ছোবল দেয়। এটি বিশ্বের অন্যতম মারাত্মক বিষধর সাপ। কামড়ের পর ট্রিস্টিয়ানের বাবা কেরড ফ্রাহাম ও আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি কামড়ের দাগ খুঁজলেও স্পষ্ট কিছু না পেয়ে বিষয়টিকে হালকাভাবে নেন। কেরড মনে করেছিলেন, ছেলে হয়তো মদ্যপ ছিল, তাই অসুস্থ দেখাচ্ছে। পরে তিনি ছেলেকে বলেন, ‘ঘুমিয়ে নাও, সকালে ভালো লাগবে।’
কিন্তু পরদিন সকালেই ট্রিস্টিয়ানকে বাড়ির বাইরে একটি স্লিপিং ব্যাগের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তে দেখা যায়, তার ডান গোড়ালিতে দুটি চিহ্ন ছিল, যা সাপের কামড়ের সঙ্গে মিলে যায়। পরে ময়নাতদন্তে জানা যায়, ব্রাউন স্নেকের বিষে তার দেহে ব্যাপক অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।
করনারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি ট্রিস্টিয়ান সময়মতো চিকিৎসা পেত, তবে তার মৃত্যু ঠেকানো সম্ভব হতো।’
এই ঘটনাটি সাপের কামড়ের আশঙ্কা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তার উদাহরণ হিসেবে উঠে এসেছে।
এদিকে কেরড ফ্রাহামের বিরুদ্ধে প্রথমে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হলেও গত বছর সেই মামলা রহস্যজনকভাবে স্থগিত করা হয়েছে।

হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মারগন শহরে। ১১ বছর বয়সী ট্রিস্টিয়ান জেমস ফ্রাহাম সাপের কামড়ে মারা গেছে। কারণ তার বাবা চিকিৎসা না দিয়ে তাকে একটু ঘুমিয়ে নিতে বলেছিলেন।
মঙ্গলবার এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল বেশ কিছু দিন আগে ঘটলেও সম্প্রতি প্রকাশিত একটি তদন্ত প্রতিবেদন এই মৃত্যুর ভয়াবহ অবহেলাটিকে সামনে এনেছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রিস্টিয়ান একটি রাইডিং মাওয়ার চালানোর সময় পড়ে যায় এবং তখনই তাকে একটি ব্রাউন স্নেক ছোবল দেয়। এটি বিশ্বের অন্যতম মারাত্মক বিষধর সাপ। কামড়ের পর ট্রিস্টিয়ানের বাবা কেরড ফ্রাহাম ও আরও দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি কামড়ের দাগ খুঁজলেও স্পষ্ট কিছু না পেয়ে বিষয়টিকে হালকাভাবে নেন। কেরড মনে করেছিলেন, ছেলে হয়তো মদ্যপ ছিল, তাই অসুস্থ দেখাচ্ছে। পরে তিনি ছেলেকে বলেন, ‘ঘুমিয়ে নাও, সকালে ভালো লাগবে।’
কিন্তু পরদিন সকালেই ট্রিস্টিয়ানকে বাড়ির বাইরে একটি স্লিপিং ব্যাগের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তে দেখা যায়, তার ডান গোড়ালিতে দুটি চিহ্ন ছিল, যা সাপের কামড়ের সঙ্গে মিলে যায়। পরে ময়নাতদন্তে জানা যায়, ব্রাউন স্নেকের বিষে তার দেহে ব্যাপক অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল।
করনারের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি ট্রিস্টিয়ান সময়মতো চিকিৎসা পেত, তবে তার মৃত্যু ঠেকানো সম্ভব হতো।’
এই ঘটনাটি সাপের কামড়ের আশঙ্কা দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তার উদাহরণ হিসেবে উঠে এসেছে।
এদিকে কেরড ফ্রাহামের বিরুদ্ধে প্রথমে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হলেও গত বছর সেই মামলা রহস্যজনকভাবে স্থগিত করা হয়েছে।

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ার। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
১৪ মে ২০২৩
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৬ দিন আগে
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
১৩ দিন আগে
উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১৪ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে বিশ্বাসী।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর ওই ব্যক্তি গত সেপ্টেম্বরে একটি বোর্ডিং হাউসে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেন। এরপর তিনি পুলিশে অভিযোগ করলেও পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গ্রামের প্রবীণদের কাছে যান। প্রবীণেরা ‘মোওয়া সারাপু’ নামে একটি ঐতিহ্যবাহী মিলন-অনুষ্ঠানের মাধ্যমে এই বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন।
‘মোওয়া সারাপু’ রীতিটি তোলাকি সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন প্রথা, যার অর্থ ‘ছাড় দেওয়া ও শান্তি স্থাপন করা’। এই রীতির লক্ষ্য প্রতিশোধ নয়, বরং সামাজিক ভারসাম্য ও মর্যাদা পুনরুদ্ধার করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ, উভয় পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। সবার সামনেই ওই নারীর প্রেমিক তাঁর স্বামীকে ক্ষতিপূরণ হিসেবে একটি গরু, ঐতিহ্যবাহী কাপড়, একটি তামার পাত্র এবং ৫০ লাখ রুপিয়া (প্রায় ৩৬ হাজার টাকা) দেন।
গ্রামপ্রধান সফরুদ্দিন জানান, অনুষ্ঠানের মাধ্যমে ওই দম্পতির বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। পরে নারীটির স্বামী ও প্রেমিক পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এভাবে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে সমর্পণ করেন স্বামীটি।
তোলাকি প্রবীণদের মতে, এই রীতি কোনো সম্পর্ককে ছোট করার জন্য নয়, বরং নৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতেই এমন প্রথা পালন করা হয়। তবে তাঁরা সতর্ক করে বলেন—কোনো নারী যদি এমন রীতি মেনে আবারও অন্য পুরুষকে বেছে নেয়, তবে তা তাঁর ও পরিবারের জন্য লজ্জার কারণ হবে।

ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে বিশ্বাসী।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পাঁচ বছরের দাম্পত্য জীবনের পর ওই ব্যক্তি গত সেপ্টেম্বরে একটি বোর্ডিং হাউসে স্ত্রীকে অন্য এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেন। এরপর তিনি পুলিশে অভিযোগ করলেও পরে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার জন্য গ্রামের প্রবীণদের কাছে যান। প্রবীণেরা ‘মোওয়া সারাপু’ নামে একটি ঐতিহ্যবাহী মিলন-অনুষ্ঠানের মাধ্যমে এই বিরোধ মেটানোর সিদ্ধান্ত নেন।
‘মোওয়া সারাপু’ রীতিটি তোলাকি সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন প্রথা, যার অর্থ ‘ছাড় দেওয়া ও শান্তি স্থাপন করা’। এই রীতির লক্ষ্য প্রতিশোধ নয়, বরং সামাজিক ভারসাম্য ও মর্যাদা পুনরুদ্ধার করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ, উভয় পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। সবার সামনেই ওই নারীর প্রেমিক তাঁর স্বামীকে ক্ষতিপূরণ হিসেবে একটি গরু, ঐতিহ্যবাহী কাপড়, একটি তামার পাত্র এবং ৫০ লাখ রুপিয়া (প্রায় ৩৬ হাজার টাকা) দেন।
গ্রামপ্রধান সফরুদ্দিন জানান, অনুষ্ঠানের মাধ্যমে ওই দম্পতির বিবাহ আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়। পরে নারীটির স্বামী ও প্রেমিক পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এভাবে স্ত্রীকে তাঁর প্রেমিকের হাতে সমর্পণ করেন স্বামীটি।
তোলাকি প্রবীণদের মতে, এই রীতি কোনো সম্পর্ককে ছোট করার জন্য নয়, বরং নৈতিক ভারসাম্য ফিরিয়ে আনতেই এমন প্রথা পালন করা হয়। তবে তাঁরা সতর্ক করে বলেন—কোনো নারী যদি এমন রীতি মেনে আবারও অন্য পুরুষকে বেছে নেয়, তবে তা তাঁর ও পরিবারের জন্য লজ্জার কারণ হবে।

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ার। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
১৪ মে ২০২৩
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মারগন শহরে। ১১ বছর বয়সী ট্রিস্টিয়ান জেমস ফ্রাহাম সাপের কামড়ে মারা গেছে। কারণ তার বাবা চিকিৎসা না দিয়ে তাকে একটু ঘুমিয়ে নিতে বলেছিলেন।
২ দিন আগে
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
১৩ দিন আগে
উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১৪ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার বাবা, দাদা এবং কখনো কখনো গোত্রের নাম পর্যন্ত অনুসরণ করে। পশ্চিমা দেশগুলোতেও এমন দীর্ঘ নামের ঐতিহ্য রয়েছে।
যেমন প্রখ্যাত শিল্পীর পুরো নাম পাবলো দিয়েগো হোসে ফ্রান্সিসকো দে পাওলা হুয়ান নেপোমুসেনো মারিয়া দে লোস রেমেদিওস সিপ্রিয়ানো দে লা সান্তিসিমা ত্রিনিদাদ রুইজ ওয়াই পিকাসো! তবে পিকাসোর নামের এই আশ্চর্য দৈর্ঘ্যও নিউজিল্যান্ডের লরেন্স ওয়াটকিন্সের নামের কাছে নস্যি। লরেন্স ওয়াটকিন্স বর্তমানে বিশ্বের দীর্ঘতম নামের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে আছেন।
২,২৫৩ শব্দের নাম
১৯৯০ সালের মার্চে, নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী লরেন্স তাঁর নামের সঙ্গে ২ হাজারটির বেশি মধ্যনাম যুক্ত করার জন্য আইনগতভাবে নিজের নাম পরিবর্তন করেন। তাঁর পুরো নামে বর্তমানে মোট ২ হাজার ২৫৩টি অনন্য শব্দ রয়েছে। এই নাম তাঁকে দীর্ঘতম ব্যক্তিগত নামের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব এনে দিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই অস্বাভাবিক ইচ্ছার কারণ ব্যাখ্যা করেন: ‘আমি সব সময় অদ্ভুত এবং অস্বাভাবিক রেকর্ডগুলোর প্রতি মুগ্ধ ছিলাম। আমি সত্যিই সেই দৃশ্যের অংশ হতে চেয়েছিলাম। আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইটি আগাগোড়া পড়ি এবং দেখি এমন কোনো রেকর্ড আছে কি না যা ভাঙতে পারি। আমার মনে হয়েছিল, বর্তমান রেকর্ডধারীর চেয়ে বেশি নাম যোগ করার রেকর্ডটিই কেবল আমার পক্ষে ভাঙা সম্ভব।’
লরেন্সের নাম পরিবর্তনের এ প্রক্রিয়াটি ছিল দীর্ঘ এবং কঠিন। সেই সময়ে কম্পিউটারের সীমিত ব্যবহারের কারণে পুরো নামের তালিকা টাইপ করতে তাঁকে কয়েক শ ডলার খরচ করতে হয়েছিল। প্রথমে জেলা আদালত তাঁর আবেদন মঞ্জুর করলেও রেজিস্ট্রার জেনারেল তা বাতিল করে দেন। কিন্তু তিনি দমে যাননি। নিউজিল্যান্ডের হাইকোর্টে আপিল করেন এবং আদালত তাঁর পক্ষে রায় দেয়।
তবে এই ঘটনার পরপরই আইন প্রণেতারা দ্রুত দুটি আইন পরিবর্তন করেন, যাতে ভবিষ্যতে আর কেউ এত সংখ্যক মধ্যনাম যোগ করতে না পারে। শুরুতে এই রেকর্ড ২ হাজার ৩১০টি নাম হিসেবে তালিকাভুক্ত হলেও গিনেসের হালনাগাদকৃত নির্দেশিকা অনুসারে তা পরে ২ হাজার ২৫৩টি নামে সংশোধন করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, লরেন্স সেই সময় সিটি লাইব্রেরিতে কাজ করতেন এবং লাইব্রেরির বই থেকে নাম সংগ্রহ করতেন বা সহকর্মীদের কাছ থেকে সুপারিশ নিতেন। তিনি বলেন, ‘আমার প্রিয় নাম হলো— AZ 2000, যার অর্থ হলো আমার নামের আদ্যক্ষর A থেকে Z পর্যন্ত আছে এবং আমার মোট ২ হাজারটি নাম আছে।’
তবে এর জন্য মাঝেমধ্যে লরেন্সকে বেশ ভোগান্তিও পোহাতে হয়। মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। প্রধান সমস্যা হয় সরকারি দপ্তরগুলোতে গেলে। কারণ, সরকারি কোনো পরিচয়পত্রে তাঁর পুরো নাম ধরানো সম্ভব হয় না!

বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার বাবা, দাদা এবং কখনো কখনো গোত্রের নাম পর্যন্ত অনুসরণ করে। পশ্চিমা দেশগুলোতেও এমন দীর্ঘ নামের ঐতিহ্য রয়েছে।
যেমন প্রখ্যাত শিল্পীর পুরো নাম পাবলো দিয়েগো হোসে ফ্রান্সিসকো দে পাওলা হুয়ান নেপোমুসেনো মারিয়া দে লোস রেমেদিওস সিপ্রিয়ানো দে লা সান্তিসিমা ত্রিনিদাদ রুইজ ওয়াই পিকাসো! তবে পিকাসোর নামের এই আশ্চর্য দৈর্ঘ্যও নিউজিল্যান্ডের লরেন্স ওয়াটকিন্সের নামের কাছে নস্যি। লরেন্স ওয়াটকিন্স বর্তমানে বিশ্বের দীর্ঘতম নামের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধারণ করে আছেন।
২,২৫৩ শব্দের নাম
১৯৯০ সালের মার্চে, নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী লরেন্স তাঁর নামের সঙ্গে ২ হাজারটির বেশি মধ্যনাম যুক্ত করার জন্য আইনগতভাবে নিজের নাম পরিবর্তন করেন। তাঁর পুরো নামে বর্তমানে মোট ২ হাজার ২৫৩টি অনন্য শব্দ রয়েছে। এই নাম তাঁকে দীর্ঘতম ব্যক্তিগত নামের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস খেতাব এনে দিয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই অস্বাভাবিক ইচ্ছার কারণ ব্যাখ্যা করেন: ‘আমি সব সময় অদ্ভুত এবং অস্বাভাবিক রেকর্ডগুলোর প্রতি মুগ্ধ ছিলাম। আমি সত্যিই সেই দৃশ্যের অংশ হতে চেয়েছিলাম। আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বইটি আগাগোড়া পড়ি এবং দেখি এমন কোনো রেকর্ড আছে কি না যা ভাঙতে পারি। আমার মনে হয়েছিল, বর্তমান রেকর্ডধারীর চেয়ে বেশি নাম যোগ করার রেকর্ডটিই কেবল আমার পক্ষে ভাঙা সম্ভব।’
লরেন্সের নাম পরিবর্তনের এ প্রক্রিয়াটি ছিল দীর্ঘ এবং কঠিন। সেই সময়ে কম্পিউটারের সীমিত ব্যবহারের কারণে পুরো নামের তালিকা টাইপ করতে তাঁকে কয়েক শ ডলার খরচ করতে হয়েছিল। প্রথমে জেলা আদালত তাঁর আবেদন মঞ্জুর করলেও রেজিস্ট্রার জেনারেল তা বাতিল করে দেন। কিন্তু তিনি দমে যাননি। নিউজিল্যান্ডের হাইকোর্টে আপিল করেন এবং আদালত তাঁর পক্ষে রায় দেয়।
তবে এই ঘটনার পরপরই আইন প্রণেতারা দ্রুত দুটি আইন পরিবর্তন করেন, যাতে ভবিষ্যতে আর কেউ এত সংখ্যক মধ্যনাম যোগ করতে না পারে। শুরুতে এই রেকর্ড ২ হাজার ৩১০টি নাম হিসেবে তালিকাভুক্ত হলেও গিনেসের হালনাগাদকৃত নির্দেশিকা অনুসারে তা পরে ২ হাজার ২৫৩টি নামে সংশোধন করা হয়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, লরেন্স সেই সময় সিটি লাইব্রেরিতে কাজ করতেন এবং লাইব্রেরির বই থেকে নাম সংগ্রহ করতেন বা সহকর্মীদের কাছ থেকে সুপারিশ নিতেন। তিনি বলেন, ‘আমার প্রিয় নাম হলো— AZ 2000, যার অর্থ হলো আমার নামের আদ্যক্ষর A থেকে Z পর্যন্ত আছে এবং আমার মোট ২ হাজারটি নাম আছে।’
তবে এর জন্য মাঝেমধ্যে লরেন্সকে বেশ ভোগান্তিও পোহাতে হয়। মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। প্রধান সমস্যা হয় সরকারি দপ্তরগুলোতে গেলে। কারণ, সরকারি কোনো পরিচয়পত্রে তাঁর পুরো নাম ধরানো সম্ভব হয় না!

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ার। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
১৪ মে ২০২৩
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মারগন শহরে। ১১ বছর বয়সী ট্রিস্টিয়ান জেমস ফ্রাহাম সাপের কামড়ে মারা গেছে। কারণ তার বাবা চিকিৎসা না দিয়ে তাকে একটু ঘুমিয়ে নিতে বলেছিলেন।
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৬ দিন আগে
উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১৪ দিন আগেআজকের পত্রিকা ডেস্ক

উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে ইঙ্গিতপূর্ণভাবে নাচছেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের পরিচালক বয়স্কদের ওষুধ খাওয়াতে যা যা করা দরকার, সবই করছেন।’ ভিডিওতে ওই নারীকে প্রাণবন্তভাবে নাচতে দেখা যায়। হাঁটু পর্যন্ত কালো মোজা পরিহিত অবস্থায় কোমর দোলাতে দেখা যায় তাঁকে। এরপর নীল ইউনিফর্ম পরা অন্য এক কর্মী এক প্রবীণ পুরুষের কাছে গিয়ে তাঁকে ওষুধ খাওয়ান।
নার্সিং হোমটির অনলাইন প্রোফাইল অনুযায়ী, এটি নব্বইয়ের দশকে জন্ম নেওয়া এক পরিচালকের উদ্যোগে পরিচালিত আনন্দমুখর অবসর নিবাস, যারা প্রবীণদের সুখী রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রোফাইলে আরও লেখা আছে, ‘আমাদের লক্ষ্য হলো, বার্ধক্যের জীবনযাত্রার মান উন্নত করা।’
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। এক নেটিজেন মন্তব্য করেন, ‘এখন কি প্রবীণ যত্ন খাতে ইঙ্গিতপূর্ণ নাচও ঢুকে পড়েছে?’ জবাবে নার্সিং হোমের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, ‘সবকিছুই ইঙ্গিতপূর্ণ নাচের সঙ্গে সম্পর্কিত হতে পারে।’
গত ২৫ সেপ্টেম্বর নানগুও মেট্রোপলিস ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে নার্সিং হোমের পরিচালক জানান, ভিডিওতে থাকা নারী আসলে প্রবীণ যত্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী। তিনি স্বীকার করেন যে ভিডিওটি ‘অনুপযুক্ত’ ছিল, তবে ভবিষ্যতে ওই সিনিয়র কর্মীকে আরও সতর্ক হতে বলা হবে। পরিচালক আরও বলেন, ‘যদিও ওই নারী মাঝেমধ্যে প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, তিনি কোনো পেশাদার নৃত্যশিল্পী নন। সাধারণত এই হোমে বিনোদনের জন্য তাস খেলা ও গান গাওয়ার মতো প্রচলিত আয়োজন করা হয়।’
অন্য এক কর্মী পরে জানান, ওই নাচের ভিডিওগুলোর উদ্দেশ্য ছিল চীনের নার্সিং হোমগুলোকে নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা। তিনি বলেন, ‘আমরা দেখাতে চেয়েছিলাম যে নার্সিং হোম কোনো নিস্তেজ জায়গা নয়। এখানেও প্রাণবন্ততা আছে, প্রবীণেরাও প্রাণবন্ত হতে পারেন। তবে এখন বুঝতে পারছি, এই পদ্ধতির ভালো-মন্দ দুটোই আছে।’
জনরোষ বাড়তে থাকায় নার্সিং হোমটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পরে শতাধিক এই সম্পর্কিত ভিডিও মুছে ফেলা হয়। আনইয়াং সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর প্রবীণ সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হবে এবং ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটির প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। ২০২৪ সালের শেষে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়ায় ৩১ কোটি, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

উত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে ইঙ্গিতপূর্ণভাবে নাচছেন।
ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমাদের পরিচালক বয়স্কদের ওষুধ খাওয়াতে যা যা করা দরকার, সবই করছেন।’ ভিডিওতে ওই নারীকে প্রাণবন্তভাবে নাচতে দেখা যায়। হাঁটু পর্যন্ত কালো মোজা পরিহিত অবস্থায় কোমর দোলাতে দেখা যায় তাঁকে। এরপর নীল ইউনিফর্ম পরা অন্য এক কর্মী এক প্রবীণ পুরুষের কাছে গিয়ে তাঁকে ওষুধ খাওয়ান।
নার্সিং হোমটির অনলাইন প্রোফাইল অনুযায়ী, এটি নব্বইয়ের দশকে জন্ম নেওয়া এক পরিচালকের উদ্যোগে পরিচালিত আনন্দমুখর অবসর নিবাস, যারা প্রবীণদের সুখী রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রোফাইলে আরও লেখা আছে, ‘আমাদের লক্ষ্য হলো, বার্ধক্যের জীবনযাত্রার মান উন্নত করা।’
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হয়। এক নেটিজেন মন্তব্য করেন, ‘এখন কি প্রবীণ যত্ন খাতে ইঙ্গিতপূর্ণ নাচও ঢুকে পড়েছে?’ জবাবে নার্সিং হোমের অফিশিয়াল অ্যাকাউন্ট লিখেছে, ‘সবকিছুই ইঙ্গিতপূর্ণ নাচের সঙ্গে সম্পর্কিত হতে পারে।’
গত ২৫ সেপ্টেম্বর নানগুও মেট্রোপলিস ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে নার্সিং হোমের পরিচালক জানান, ভিডিওতে থাকা নারী আসলে প্রবীণ যত্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মী। তিনি স্বীকার করেন যে ভিডিওটি ‘অনুপযুক্ত’ ছিল, তবে ভবিষ্যতে ওই সিনিয়র কর্মীকে আরও সতর্ক হতে বলা হবে। পরিচালক আরও বলেন, ‘যদিও ওই নারী মাঝেমধ্যে প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, তিনি কোনো পেশাদার নৃত্যশিল্পী নন। সাধারণত এই হোমে বিনোদনের জন্য তাস খেলা ও গান গাওয়ার মতো প্রচলিত আয়োজন করা হয়।’
অন্য এক কর্মী পরে জানান, ওই নাচের ভিডিওগুলোর উদ্দেশ্য ছিল চীনের নার্সিং হোমগুলোকে নিয়ে প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা। তিনি বলেন, ‘আমরা দেখাতে চেয়েছিলাম যে নার্সিং হোম কোনো নিস্তেজ জায়গা নয়। এখানেও প্রাণবন্ততা আছে, প্রবীণেরাও প্রাণবন্ত হতে পারেন। তবে এখন বুঝতে পারছি, এই পদ্ধতির ভালো-মন্দ দুটোই আছে।’
জনরোষ বাড়তে থাকায় নার্সিং হোমটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পরে শতাধিক এই সম্পর্কিত ভিডিও মুছে ফেলা হয়। আনইয়াং সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোর প্রবীণ সেবা বিভাগ জানিয়েছে, ঘটনাটির বিস্তারিত তদন্ত করা হবে এবং ফলাফল জনসমক্ষে প্রকাশ করা হবে।
চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশটির প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বাড়ছে। ২০২৪ সালের শেষে ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়ায় ৩১ কোটি, যা মোট জনসংখ্যার ২২ শতাংশ।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

কত ধরনের জাদুঘরের কথাই তো শুনেছেন। কিন্তু ভেঙে যাওয়া সম্পর্ককে কেন্দ্র করে কোনো জাদুঘর তৈরি হতে পারে সেটা নিশ্চয় আশা করবেন না। এমনই এক জাদুঘর আছে ক্রোয়েশিয়ার। ভেঙে যাওয়া সম্পর্কের বিভিন্ন স্মৃতিচিহ্ন বা স্মারক সযতনে সংরক্ষণ করা হয় সেখানে।
১৪ মে ২০২৩
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের মারগন শহরে। ১১ বছর বয়সী ট্রিস্টিয়ান জেমস ফ্রাহাম সাপের কামড়ে মারা গেছে। কারণ তার বাবা চিকিৎসা না দিয়ে তাকে একটু ঘুমিয়ে নিতে বলেছিলেন।
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৬ দিন আগে
বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
১৩ দিন আগে