আজ ২৫ বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ; রবীন্দ্রনাথ ঠাকুরের (১৮৬১-১৯৪১) ১৬১তম জন্মবার্ষিকী। করোনাভাইরাসমুক্ত পৃথিবীতে তাঁর জন্মদিন ভিন্নতর তাৎপর্য নিয়ে উপস্থিত হয়েছে। ২০২২ খ্রিষ্টাব্দের মার্চ মাসে শেষ হয়েছে ‘মুজিববর্ষ’। স্বাধীনতার ৫০ বছরও উদ্যাপিত হয়েছে। এই বিশেষ সময়ের পরও বঙ্গবন্ধুর প্রিয় কবিকে শ্রদ্ধা জানানোর
বৃষ্টির মিছিল না হলেও দিনটি ঠিক আসে, ঘুরেফিরেই আসে প্রতিবছর। ২৫ বৈশাখ, বাংলা মাসের হিসেবে। এই এক জায়গায় বাঙালি এক হয়ে গ্রহণ করেছে বাংলা তারিখ। বৈশাখ এমনিতে নির্জনতার মাস। রৌদ্রতাপে নৈঃশব্দ তৈরি হয় এ মাসে। এই নির্জনতাময় মাসেই জন্মেছিলেন বাংলাভাষার সরবতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজ থেকে ১৬০ বছর আগে, ১২৬