রাকুল প্রীত সিং রূপচর্চার ক্ষেত্রে বরাবর ভরসা করেন ঘরোয়া টোটকায়।
দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর আজ বুধবার বিয়ের সেরেছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাদের বিয়ের আসর। বিয়ের মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাকুল-জ্যাকি দুজনেই। সঙ্গে তাঁরা ক্যাপশনে লিখেছেন, ‘এখন থেকে আমার এবং
দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর আজ বুধবার বিয়ের সেরেছেন ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। পাত্র দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভগনানি। আজ বিকেলে ভারতের গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে।
‘পকেট মানির’ জন্য সিনেমায় রাকুল প্রীত সিং। শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তিনি তুমুল জনপ্রিয়।