আবদুল্লাহপুর থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে আর যাই মনে হোক কোনোভাবেই রাস্তা মনে হয় না। ফ্লাইওভারের পিলারের পর পড়ে থাকা সড়ক নির্মাণসামগ্রী, ইট, বালু আর পাথরের স্তূপের দখলে। চার লেনের এই সড়কের তিন লেন পরিমাণ জায়গাই বেদখল হয়ে গেছে।
ঈদযাত্রায় এবার বঙ্গবন্ধু সেতুর এপার-ওপার দুই পারেই যানজটের আশঙ্কা করছেন যানবাহনের চালকেরা। ঢাকা থেকে টাঙ্গাইল পেরিয়ে হাটিকুমরুল পর্যন্ত এই মহাসড়কে চারটি স্থান হতে পারে সবচেয়ে বিপজ্জনক। ফলে যানজট কোথায় গিয়ে ঠেকবে, তা কেউ ভাবতে