রেকর্ড ভাঙা-গড়ার খেলাই তো নিয়মিত চলে ক্রীড়াঙ্গনে। ইন্দোনেশিয়ার রোমালিয়া রোমালিয়া নামের নারী ক্রিকেটার গতকাল ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। ছেলেদের, মেয়েদের—সবার আন্তর্জাতিক ক্রিকেট মিলে একমাত্র রেকর্ডটি হয়েছে তাঁরই হাত ধরে।
২৫তম বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করে বিশ্বরেকর্ড গড়লেন নেপালি পর্বতারোহী কামি রিটা শেরপা । গতকাল শুক্রবার নিজের আগের রেকর্ডটিই ভাঙলেন তিনি।