ঈদ মানেই নতুন গান। প্রতি ঈদে প্রকাশ পায় অসংখ্য একক, দ্বৈত গান ও ভিডিও। সুর আর সংগীতে মাতোয়ারা হন শ্রোতারা। সংগীতশিল্পীরাও প্রস্তুত থাকেন এ সময় দর্শকদের সেরা গানটা উপহার দেওয়ার। ফলে এবারের ঈদেও অনেকগুলো গান প্রকাশিত হবে। এরই মধ্যে কিছু গান প্রকাশও হয়েছে।