একসময় নিয়মিত দাপিয়ে বড় পর্দায় অভিনয় করতেন গুলশান আরা আক্তার চম্পা। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট ছবি। সম্প্রতি করোনাকালে কোনো শুটিং করছেন না তিনি। ঘর–সংসার আর পরিবার নিয়েই এখন ব্যস্ততা তাঁর
আবুল খায়ের বিজয়নগর গ্রামের মৃত মুজিদ বিশ্বাসের মেঝ ছেলে। বিশিষ্ট এ আইনজীবী বাবু বিশ্বাস বাংলা চলচিত্রের তিন প্রখ্যাত অভিনেত্রী সুচন্দা, ববিতা ও চম্পার আপন চাচা।