হবিগঞ্জ থেকে উঠে আসা নাজমুল নিজ উপজেলা চুনারুঘাটেই করেছেন স্বপ্নের ক্রিকেট একাডেমি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের একাডেমি প্রতিষ্ঠার উদাহরণ নতুন নয়। তবে নাজমুলের সঙ্গে তাঁদের পার্থক্যটা হচ্ছে, তিনি খেলোয়াড় তৈরির কারখানাটা তৈরি করেছেন মহামারির এই কঠিন সময়েই।