জনতুষ্টির রাজনীতি, এক ব্যক্তিকেন্দ্রিক অতিপ্রচারমূলক সরকার এবং কট্টর হিন্দু জাতীয়তাবাদী একটি রাজনৈতিক দলের জন্য আগামী জি২০ সম্মেলন একটি পাশার দানই হতে যাচ্ছে। এত বড় আয়োজনের স্বাগতিক দেশ হতে পারা ভারতের জন্য কতটা সম্মানের ও মর্যাদার তার ব্যাপক প্রচার চালিয়ে সব কৃতিত্ব গুঁজে দেওয়া হচ্ছে মোদির পকেটে।
আগামী ২০২৫ সালে মিয়ানমারে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ক্ষমতাসীন জান্তা সরকার। সামরিক বাহিনী সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক জ্যেষ্ঠ নেতা ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।